Anwar Study Point

সফলতার সাথী

Breaking

মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

Clause কাকে বলে ? Clause কত প্রকার ও কি কি ?


✴️ Clause - খন্ডবাক্য  ✴️


💠 Clause কাকে বলে ? Clause কত প্রকার ও কি কি ?

 Clause  :- Clause  একটি শব্দগুচ্ছ, যার একটি Subject এবং একটি Predicate থাকে এবং যা একটি Complex অথবা একটি Compound Sentence - এর অংশ হিসেবে কাজ করে।
🔹যেমন - When the girl was singing, we were listening to her.

👉 এখানে Sentence টির দুটি Clause আছে , "When the girl was singing" এবং "We were listening to her". প্রতিটিরই একটি  Subject এবং একটি Predicate আছে। ☑️

 প্রকারভেদ  :- গঠন অনুসারে Clause তিন প্রকার, যথা :-
  1. Principal Clause (Independent Clause)
  2. Sub-ordinate Clause (Dependent Clause)
  3. Co-ordinate Clause.

1. Principal Clause  :- যে Clause একাকী স্বাধীনভাবে একটি সম্পূর্ণ অর্থ বা মনোভাব প্রকাশ  করতে পারে, তাকে Principal Clause বলে।
🔹যেমন -  I know  that he is a good man.

2. Sub-ordinate Clause  :- সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে যে Clause কে Principal Clause - এর উপর নির্ভর করতে হয়, তাকে Sub-ordinate Clause বলে।
🔹যেমন - I know  that he is a good man  .

👉 Principal Clause এবং  Sub-ordinate Clause সাধারণত "Who, which, what, that, so, when, unless, where, because, lest, if" ইত্যাদি দ্বারা যুক্ত হয়। ☑️

3. Co-ordinate Clause  :- পরস্পর নির্ভরশীল ও সমান গুরুত্বপূর্ণ দুটি Clause যখন Compound Sentence গঠন করে, তখন ঐ দুটি Clause - কে Co-ordinate Clause বলে।
🔹যেমন - He is a rich man  but  he is not honest.


🔷 Sub-ordinate Clause আবার তিন প্রকার, যথা -
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Adverbial Clause. 

1. Noun Clause  :- যেসকল Clause কোনো Sentence - এ বসিয়ে Noun - এর কাজ করে, তাকে Noun Clause বলে।

2. Adjective Clause  :- যেসকল Clause বাক্যে Adjective - এর কাজ করে, তাকে Adjective Clause বলে।

3. Adverbial Clause  :- যেসকল Clause বাক্যে Adverb রূপে ব্যবহৃত   হয়, তাকে Adverbial Clause বলে।


********** সমাপ্ত *********** 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন