Anwar Study Point

সফলতার সাথী

Breaking

রবিবার, ১১ এপ্রিল, ২০২১

It - এর ব্যবহার | Use of It


✴️ It - এর ব্যবহার  (Use of It)  ✴️

💠 It কোথায় কোথায় ব্যবহার করা হয় ?
     ▪️It কোথায় কোথায় বসে ?

It - এর ব্যবহার (Use of It)  :-
🔹"It" শব্দের অর্থ 'ইহা' বা 'এই'। অনেক সময় 'এই' বা 'ইহা' উল্লেখ না থাকা  সত্ত্বেও বাক্যের প্রথমে 'It' বসিয়ে অনুবাদ করতে হয়।
🔹যেমন :- সাতদিন ধরে বৃষ্টি হচ্ছে।.            
                   > It has been raining for 7 days.

1. ইতর প্রাণীর পরিবর্তে 'It' ব্যবহৃত হয়।
🔹যেমন - The cat is a mild animal. It has four legs.

2. অপ্রাণীবাচক বস্তু বা পদার্থের পরিবর্তে 'It' ব্যবহৃত হয়।
🔹যেমন - I purchased a book. It cost me 100 rupees.

3. Impersonal Verb - এর Subject রূপে 'It' ব্যবহৃত হয়।
🔹যেমন - It rains. It showers.

4. Preparatory 'It' Subject রূপে ব্যবহৃত হয়।
🔹যেমন - It is 4 O'clock now. It is good to walk in the evening.

5. বাক্যে Force (জোর) দেবার জন্য যে 'It' ব্যবহৃত হয় তার নাম Emphatic 'It'.
🔹যেমন - It is he who has stolen the book.

6. শিশুদের পরিবর্তে 'It' ব্যবহৃত হয়।
🔹যেমন - It is a nice infant.

7. Collective Noun - এর পরিবর্তে 'It' বসে।
🔹যেমন - Our class is aware of its progress.


****** সমাপ্ত ******

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন