Type Here to Get Search Results !

Preposition কাকে বলে? Preposition কত প্রকার ও কী কী? Preposition - এর ব্যবহার


♦️ PREPOSITION - সম্বন্ধসূচক অব্যয় ♦️  

♦️ Preposition  :- যে শব্দ Noun বা Pronoun - এর পূর্বে বসিয়ে ওর সহিত বাক্যের অন্য পদের সম্বন্ধ প্রকাশ করে, তাকে Preposition বলে।
🔹যেমন - Put the book  on  the table.

♦️ প্রকারভেদ  :- Preposition সাধারণত নিম্নলিখিত ভাগে বিভক্ত, যথা :-

(1) Simple Preposition  :- যেসকল Preposition শুধুমাত্র একটি Word দ্বারা গঠিত, তাকে Simple Preposition বলে।
🔹যেমন - at, on, in, to ইত্যাদি ।

(2) Double Preposition  :- বাক্যের অর্থ সম্পূর্ন করতে কতকগুলি Preposition  দু'টি করে একত্রে বসে, এই Preposition গুলিকে Double Preposition বলে।
🔹যেমন - The watch is  out of  order.

(3)  Compound Preposition  :- যেসকল Preposition দুই বা ততোধিক Word দ্বারা গঠিত, তাকে  Compound Preposition বলে।
🔹যেমন - about, around, above ইত্যাদি।
>> He is  about  to die.

(4)  Detached Preposition  :- যেসকল Preposition বাক্যের প্রথমে না বসিয়ে শেষে বসে, তাকে Detached Preposition বলে।
🔹যেমন - What are you talking  about  ?

(5)  Disguised Preposition  :- যেসকল Preposition বাক্যের মধ্যে ছদ্মবেশে থাকে, তাকে Disguised Preposition বলে।
🔹যেমন - Asleep (in-sleep), O'clock (of clock)

(6)  Participle Preposition  :- যেসকল Present বা Past Participle বাক্যের মধ্যে বসিয়ে Preposition - এর কাজ করে, তাকে Participle Preposition বলে।
🔹যেমন - Considering, Respecting ইত্যাদি।
>> I know nothing  regarding  this.

(7)  Phrase Preposition  :- যেসকল Phrase বাক্যের মধ্যে Preposition হিসাবে  ব্যবহৃত হয়, তাকে Phrase Preposition বলে।
🔹যেমন -                                    
(i) He took Sanskrit  in lieu of  Urdu.
(ii) He could not attend his duty  on account of  illness.
(iii)  Inspite of  illness, he went to Jessore.


♦️ PREPOSITION - এর ব্যবহার  ♦️  

(i) at/in - এর ব্যবহার  :- ছোট স্থান বা সময়ের পূর্বে "at" এবং বড় স্থান বা সময়ের পূর্বে "in" বসে।

🔹যথা :- ▪️Sayed lives  at  Bahannakuri in  Malda.
▪️I went there  at  6 O'clock  in  the evening.

(ii) সময়ের পূর্বে "in" ব্যবহার  করলে  ওর পরে "the" ব্যবহার  করতে  হয়, কিন্তু "at" - এর পরে "the" ব্যবহার করা হয়না।
🔹যেমন -  In the  evening. At  down.

(iii)  In/Into - এর ব্যবহার  :- ভিতরে অবস্থান করা অর্থাৎ  স্থিতিশীলতা বোঝালে "in" এবং ভিতরে প্রবেশ অর্থাৎ গতিশীলতা বোঝালে "into" ব্যবহৃত হয়।
🔹যেমন - ▪️Mr. Anwar is  in  the class-room.
▪️A goat fell  into  the well. 

(iv) On/In/At - এর ব্যবহার  :-    
(a) দিন বা তারিখের পূর্বে "On" বসে।
🔹যথা :-                                   
▪️He came here  on  Monday.
▪️He went there  on  the 7th April.

(b) মাস বা বছরের পূর্বে "in" বসে।
🔹যথা :-                              
▪️He went to Malda in  the month of January.
▪️Shetu was born  in  1980.

(c) নির্দিষ্ট সময়ের পূর্বে "at" বসে।
🔹যথা :-                              
▪️Mahamuda came here  at  4.30 pm.

(V)  Since / For - এর ব্যবহার  :- নির্দিষ্ট সময়, বার, বছর, মাস বোঝালে "Since" বসে। আর, কিছু সময় ব্যাপিয়া বোঝালে "For" বসে।
🔹যেমন :-                                
▪️He has been ill  since  January.
▪️I have been reading this book  for  two hours. 

(Vi) Between / among - এর ব্যবহার  :- দুইয়ের মধ্যে বোঝাতে "Between" আর দুইয়ের অধিক বোঝাতে "among" ব্যবহৃত হয়।
🔹যেমন :-                              
▪️He divided it  between  the two boys.
▪️Divide those mangoes  among  the boys. 

(Vii) By / With - এর ব্যবহার  :- যে কার্য সম্পন্ন করে, তার পূর্বে "By" এবং যে যন্ত্রের সাহায্যে সম্পন্ন হয়,  তার পূর্বে "With" বসে।
🔹যেমন -                              
▪️He killed the snake  with  a stick.
▪️He was beaten  by  the boy. 

(Viii) In / Within - এর ব্যবহার  :- কোন সময়ের শেষ মুহূর্তে হলে "in" এবং সময় উত্তীর্ণ হবার পূর্বে বোঝালে "Within" ব্যবহৃত হয়।
🔹যেমন :-                         
▪️Karim will go  in  a month.
▪️Karim will go  within  a month. 

(ix) In / After  :- ভবিষ্যৎকালে "in" এবং অতীতকালে "After" ব্যবহৃত হয়।
🔹যেমন :-                      
▪️I shall go in a week.
▪️He went to Dhaka after a week. 

(X) In / On/ to - এর ব্যবহার  :- সীমার মধ্যে বোঝালে "in"  , সীমার উপরে বোঝালে  "On" এবং সীমার বাইরে বোঝালে "to" বসে।
🔹যেমন -                               
▪️Kolkata is  in  the East of India.
▪️India borders  on  Bangladesh. 
▪️Assam is  to  the North of Bangladesh. 

(Xi) Beside / Besides - এর ব্যবহার  :- পার্শ্বে বোঝালে "Beside" এবং অধিকন্তু অর্থে "Besides" বসে।
🔹যেমন :-                            
▪️He sat  beside  me.
▪️ Besides  money, he gave me rice. 


♦️ কোথায় PREPOSITION বসেনা ? ♦️    

1. Resemble, discuss, order, resign, reach, sign, recommend, violet, investigate প্রভৃতি Verb - এর পরে কোনো Preposition বসেনা।

2. Adverb বা Adverbial Phrase - এর পূর্বে Preposition বসেনা।

3. Preposition বা Prepositional Phrase - এর পরে Noun বা Gerund বসে।

******* সমাপ্ত ********

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ