Type Here to Get Search Results !

Adverb কাকে বলে? Adverb কত প্রকার ও কী কী? Adverb - এর ব্যবহার


♦️  ADVERB - ক্রিয়া বিশেষণ   ♦️

♦️  Adverb  :- যে Word কোনো Verb কেমন করে, কোথায়, কখন কার্য সম্পন্ন করে,  অথবা কোনো Adjective ও অন্য Adverb -এর দোষ-গুণ নির্দেশ করে, তাকে Adverb বলে।
🔹যেমন - The horse can run  fast  . 🐎🐴

👉 সাধারণত, Adjective - এর শেষে 'ly' যুক্ত করে Adverb গঠন করা হয়। যথা :- Slowly.

♦️  প্রকারভেদ  :- Adverb - এর ব্যবহার অনুযায়ী এটিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।
🔹যেমন :-                                                 
  1. Simple Adverb, 
  2. Interrogative Adverb, 
  3. Conjunctive Adverb. 

(i)  Simple Adverb  :- যে Adverb দ্বারা সরাসরি কোনো শব্দ  বা বাক্যের রূপ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে Simple Adverb বলে।
🔹যেমন :- He can run  fast   .

(ii)  Interrogative Adverb  :- যে Adverb দ্বারা কিছু জিজ্ঞাসা করা বোঝায়,  তাকে Interrogative Adverb বলে।
🔹যেমন -  How  are you?

(iii)  Conjunctive Adverb  :- যে Adverb দ্বারা Conjunctive - এর সংযোগ বা সমন্বয় বোঝায়, তাকে Conjunctive Adverb বলে।
🔹যেমন - I know  where  he lives.

♦️ অর্থানুযায়ী Simple Adverb - কে আবার নিম্নলিখিত  ভাগে ভাগ করা যায়,
 🔹যথা :-               

(a)  Adverb of time  :- এরা কোনো কিছু ঘটার সময় দেখিয়ে দেয়। অর্থাৎ, এরা ক্রিয়ার কাল বা সময় নির্দেশ করে। 
🔹যথা :- Now, when, today, early ইত্যাদি।

(b)  Adverb of Place  :- এরা কোথায় কিছু ঘটে বা কোনো কাজ হয় তা দেখিয়ে দেয়। অর্থাৎ, এরা ক্রিয়ার স্থান নির্দেশ করে।
🔹যথা :- Far, near, above, below ইত্যাদি।

(c)  Adverb of Manner or Quality  :- কিভাবে কিছু ঘটে বা কাজ করা হয়, অর্থাৎ ক্রিয়া কিরূপেে নিষ্পন্ন হয়, তা এটি বুঝিয়ে বা দেখিয়ে দেয়।
🔹যথা :- Slowly, quickly, highly ইত্যাদি।

(d)  Adverb of Degree or Number  :- কতটুকু বা কি পরিমাণ একটি কাজ হয়, তা এটি দেখিয়ে দেয়। এরা সংখ্যাও নির্দেশ করে।
🔹যথা :- Twice, very, much, too ইত্যাদি ।

(e) Adverb of Order  :- কি ক্রম (Order) অনুসারে একটি কাজ হয়, এরা তা দেখিয়ে দেয়, অর্থাৎ  এরা কাজের ক্রম নির্দেশ করে।
🔹যথা :- First, second, last ইত্যাদি ।

(f) Adverb of Cause and Effect  :- এরা কোন একটি জিনিস বা কাজ ঘটার কারণ বা ফলাফল দেখিয়ে দেয়।
🔹যথা :- Therefore, hence, why ইত্যাদি ।

(g) Adverb of Affirmation and Negation  :- এরা হ্যাঁ বা না-সূচক মত প্রকাশ করে।
🔹যথা :- Yes, no, probably, really, truely ইত্যাদি ।


♦️  ADVERB - এর ব্যবহার  ♦️

1. Adverb সাধারণত Intransitive Verb - এর পরে বসে।
🔹যথা :- We rise early  .

2. Transitive Verb - এর Adverb সাধারণত Object - এর পরে বসে।
🔹যথা :- He reads the book  attentively  .

3. Adverb সাধারণত Auxiliary Verb এবং Finite Verb - এর মধ্যে বসে।
🔹যথা :- He is  carefully  examining the scripts.

4. Adjective বা Adverb - কে modify করে এমন Adverb, modifying Adjective বা Adverb - এর পূর্বে বসে।
🔹যথা :-                              
(i) It is most  beautiful.
(ii) He is moving very  slowly.

5. Always, seldom, never, often প্রভৃতি Adverb of time সর্বদা 'to be' ছাড়া অন্যান্য Verb - এর পূর্বে বসে।
🔹যথা :- He never  tells a lie.

6. জোড় বোঝানোর জন্য অনেক সময় Adverb বাক্যের প্রথমে বসে।
🔹যথা :-                                   
(i) Surely   , I shall meet you.
(ii) Accidentally  , we won the game.
(iii) Down  , went the boat.


********* সমাপ্ত ***********

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ