♦️ CONJUNCTION - সংযোজক অব্যয় ♦️
♦️ Conjunction :- যে Word দুই বা ততোধিক Word বা Sentence - কে সংযুক্ত করে, তাকে Conjunction বলে।
🔹যেমন :- Shaju and Sohel are good boys.
♦️ প্রকারভেদ :- Conjunction প্রধানত দুই প্রকার, যথা -
- Co-ordinating Conjunction,
- Sub-ordinating Conjunction.
1. Co-ordinating Conjunction :- যে Conjunction দু'টি সমজাতীয় Sentence বা Independent Clause বা Word - কে যুক্ত করে, তাকে Co-ordinating Conjunction বলে।
🔹যেমন - And, as, nor, for ইত্যাদি ।
👉 Co-ordinating Conjunction চার প্রকার, যথা -
- Cumulative বা Copulative Conjunction,
- Adversative Conjunction,
- Alternative Conjunction,
- Illative (illative - ইলেটিভ) Conjunction.
(i) Cumulative বা Copulative Conjunction :- এরা দুই বা ততোধিক Co-ordinate (সমশ্রেণীভুক্ত) Clause - কে যুক্ত করে।
🔹যেমন - As well as, Also````and, Both`````and.
>> 🔸 Both Rahim and Karim went to school.
(ii) Adversative Conjunction :- দুটি ভাবের মধ্যে তুলনা বা পার্থক্য বোঝাতে এরা ব্যবহৃত হয়।
🔹যেমন - But, only, still, yet, however ইত্যাদি।
(iii) Alternative Conjunction :- দুটি ভাবের মধ্যে একটি বোঝাতে এরা ব্যবহৃত হয়।
🔹যেমন - Either```````or, neither```````nor ইত্যাদি ।
>> 🔸Neither he nor his brother did this work.
(iv) Illative Conjunction :- এরা আকর্ষণ, সম্পর্ক বা অনুমান বোঝাতে ব্যবহৃত হয়।
🔹যেমন - Therefore, thus, for ইত্যাদি ।
>> 🔸Nobody trusts him for he is a thief.
2. Sub-ordinating Conjunction :- যে Conjunction, Sub-ordinate Clause - কে Principal Clause - এর সহিত যুক্ত করে, তাকে Sub-ordinating Conjunction বলে।
🔹যেমন - Before, that, as, since ইত্যাদি ।
>> 🔸Sayed said that Mahamuda was ill.
👉 Correlative Conjunction :- কোনো Sentence - এ যদি জোড়া জোড়া Conjunction বসে, তবে তাকে Correlative Conjunction বলেে।
🔹যেমন - Either------or, Neither------nor, So-----as, As------as, Such-----as, other-----than, Rather-------than ইত্যাদি ।
>> 🔸He is not so active.
******** সমাপ্ত ********