Anwar Study Point

সফলতার সাথী

Breaking

রবিবার, ৭ মার্চ, ২০২১

Auxiliary Verb - এর ব্যবহার | Modal Verb


👉 Auxiliary Verb - এর ব্যবহার  :-
👉 Helping Verb - এর ব্যবহার  :-   
👉 Modal Verb - এর ব্যবহার  :-     

🔘 Auxiliary Verb  :- যেসব Verb Principal Verb - কে Tense, Voice এবং Mood গঠন করতে সাহায্য করে, তাকে Auxiliary Verb বা Helping Verb বা Modal Verb বলে।

🔹যেমন - Be, have, can, could, shall, should, will, would, may, might, do, must, ought, need, dare ইত্যাদি ।

          👁️👁️ 👉 ব্যবহার  👈 👁️👁️
             👄                                👄

👉 'Be' Verb - এর ব্যবহার  :-    
('Be' Verb গুলি হল - be, am, is, are, was, were, been, being) 
  • হওয়া বা থাকা অর্থে 'Be' Verb ব্যবহৃত হয়।
  • Principal Verb রূপে 'Be' Verb ব্যবহৃত হয়। 
  • Continuous Tense গঠন করতে 'Be' Verb ব্যবহৃত হয়। 
  • Passive Voice গঠন করতে 'Be' Verb ব্যবহৃত হয়। 
  • আশা বা সম্ভাবনা প্রকাশ করতে Infinitive - এর সহিত 'Be' Verb ব্যবহৃত হয়। 
  • Intransitive Verb - এর Past Participle - এর পূর্বে 'Be' Verb ব্যবহৃত হয়। 

👉 Have - এর ব্যবহার  :-   
(have বা has - এর past tense 'had') 
  • আছে বা অধিকার অর্থে Have Verb ব্যবহৃত হয়। 
  • বাধ্যবাধকতা বোঝাতে Have Verb ব্যবহৃত হয়। 
  • Perfect Tense গঠনে Have Verb ব্যবহৃত হয়। 

👉 Must - এর ব্যবহার  :-    
  • নিশ্চয়তা বোঝাতে Must ব্যবহৃত হয়। 
  • আবশ্যকতা বা কর্তব্য বোঝাতে Must ব্যবহৃত হয়। 
  • দৃঢ় সংকল্প বোঝাতে Must ব্যবহৃত হয়। 
  • আদেশ বোঝাতে Must ব্যবহৃত হয়। 

👉 Can / Could - এর ব্যবহার  :-     
  • সামর্থ বোঝাতে Can/Could ব্যবহৃত হয়। 
  • নিশ্চয়তা বোঝাতে Can/Could ব্যবহৃত হয়। 

👉 May / Might - এর ব্যবহার  :-     
(May - এর Past Tense হল Might) 
  • অনুমতি বোঝাতে May/Might ব্যবহৃত হয়। 
  • সম্ভাবনা বোঝাতে May/Might ব্যবহৃত হয়। 
  • ইচ্ছা বোঝাতে May/Might ব্যবহৃত হয়। 

👉 Shall / Will - এর ব্যবহার  :-   
1.  সাধারণ ভবিষ্যৎ (simple future) বোঝাতে First Person - এর সহিত Shall এবং Second ও Third Person - এর সহিত Will বসে। 
🔹যেমন -                                  
▪️ I shall go.     
▪️ You will go.  
▪️ They will go.

2. ইচ্ছা, সংকল্প, প্রতিজ্ঞা বোঝাতে First Person - এর শেষে Will বসে।
🔹যেমন -                                  
▪️I will do.
▪️I will lend you five rupees. 

3. বক্তার আদেশ, ইচ্ছা, ভীতি, প্রতিজ্ঞা বোঝাতে 2nd ও 3rd Person - এর শেষে Shall বসে।
🔹যেমন -                              
▪️He shall suffer for his sins.

♦️ সাধারণ ভবিষ্যতের বিপরীত রূপ :-
🔹যেমন :-                            
▪️I will go.
▪️You shall go. 
▪️They shall go. 

4. প্রশ্নবোধক বাক্যসমূহের ভবিষ্যৎ বোঝাতে First ও Second Person - এ Shall এবং 3rd Person - এ Will ব্যবহৃত হয়।
🔹যেমন -                         
▪️Shall I go?
▪️Shall you go?
▪️Will they go?

5. প্রশ্নবোধক বাক্যসমূহে যে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হচ্ছে, তার অভিপ্রায় বা আদেশ জানবার ইচ্ছা বোঝালে 2nd Person - এর সহিত Will এবং 3rd Person - এর সহিত Shall বসে।
🔹যেমন -                        
▪️Will you go?
▪️Shall they go?

♦️বি : দ্র :- 1st Person - এর পূর্বে কখনও Will বসেনা। ♦️     

👉 Should & Would / Ought to - এর ব্যবহার  :-    
(Shall - এর Past Tense 'should' এবং Will - এর Past Tense 'would', এরা Future in the Past বোঝাবার জন্য ব্যবহৃত হয়।)
1. বিনয় প্রকাশ করতে 1st Person - এ Should ব্যবহার করা হয়।
2. শর্ত কিংবা ইচ্ছা প্রকাশ করতে Should ব্যবহার করা চলে।
3. সকল Person - এ Should কর্তব্য ও বাধ্যবাধকতা বোঝায়।
4. Lest, Conjunction - এর পরে Should ব্যবহার করা হয়।
5. অতীতের অভ্যাস বোঝাতে Would ব্যবহৃত হয়।
6. মাঝে মাঝে করণীয় অনিয়মিত কাজ বোঝাতে সকল Person - এ Would বা Used to ব্যবহৃত হয়।
7. বিনয় সহকারে অনুরোধ করা বোঝালে Would ব্যবহার করতে হয়।
8. "করা উচিৎ ছিল" - এই অর্থে Should - এর পরে Have এবং Ought to - এর পরে to have বসে।
9. "করা উচিৎ" - এই অর্থে Should এবং Ought to বসে।
10. বিনয়ের সহিত অনুরোধ করা বোঝালে Principal Verb - এর সাথে Would বসে।
11. অনিশ্চয়তা বা অসতর্কতা বোঝাতে Would বা Should বসে।
12. Sub-ordinate Clause - এর অতীতকালে ভবিষ্যৎ বোঝাতে Would বসে।

👉 'Do' Verb - এর ব্যবহার  :-    
1. করা অর্থে Principal Verb হিসাবে Do ব্যবহার করা হয়।
2. পূর্ববর্তী কোনো Verb - এর পরিবর্তে Do বসে।
🔹যেমন -   He plays better than I do    . (play - এর পরিবর্তে)
3. জোড় দিয়ে বলতে Do ব্যবহার হয়।
4. Present Indefinite Tense - এর Negative Sentence - এ 'Do' ব্যবহৃত হয়।
5. Present Indefinite Tense - এর Interrogative Sentence - এর পূর্বে Do ব্যবহৃত হয়।

👉 Need - এর ব্যবহার  :-   
1. যখন 'Need' Auxiliary Verb রূপে ব্যবহৃত হয়, তখন Present এবং Future Tense - এর একই Form থাকে। ওটি Interrogative এবং Negative Sentence - এ ব্যবহৃত হয়। 'প্রয়োজন থাকা' অর্থে Negative Sentence - এ Subject যখন 3rd Person Singular Number হয়, তখন Need - এর সহিত 'S' যুক্ত হয়না এবং ওর পরে 'to' অপ্রকাশ থাকে।
🔹যেমন - He need not go there.

2. Need যখন 'চাওয়া' বা 'অভাব' অর্থে ব্যবহৃত হয়, তখন Present Indefinite Tense - এর Subject 3rd Person Singular - এ Need - এর সহিত 'S' যুক্ত হয়।
🔹যেমন - He needs my book.

👉 Dare - এর ব্যবহার  :-   
1. Dare - এর অর্থ 'সাহস করা'। এই অর্থে Ordinary Verb - এর ন্যায় ব্যবহৃত হয়।
🔹যেমন - I dare.

2. ঐ একই অর্থে Auxiliary Verb হিসাবে ব্যবহৃত হলে Negative Sentence - এর Present Indefinite Tense - এ Subject 3rd Person Singular - এ 'Dare' - এর সহিত 'S' যুক্ত হয়না এবং এর পরে 'to' অপ্রকাশ থাকে।
🔹যেমন - He dare not do it.

3. Dare - এর Past Tense 'dared' বা 'durst' হয়। Affirmative Sentence - এ শুধু 'dared' হয়, কিন্তু Negative - এ উভয় শব্দই ব্যবহৃত হয়। Durst - এর পরে 'to' থাকতে পারে কিংবা নাও পারে।
🔹যেমন -                             
▪️He durst (dare) not do the sum.
▪️He dared do the sum. 
▪️He dared to do the work. 

4. 'To Challenge' যুদ্ধে আহ্বান করা অর্থে Dare - এর পরে Infinitive - এর 'to' প্রকাশ থাকে, তখন 'dare' Transitive Verb হয়। তখন সাধারণ Verb - এর ন্যায় সকল Tense - এ এর বিভিন্ন রূপ হতে পারে।
▪️যেমন - I dare to fight with him.

************ সমাপ্ত *************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন