👉 VERB - ক্রিয়া 👈
🔘 Verb :- যে word বা শব্দ দ্বারা হওয়া, খাওয়া প্রভৃতি কর্ম বোঝায়, তাকে Verb বলে।
🔘 প্রকারভেদ :- Verb - কে দু'টি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়, যথা -
- Principal Verb (প্রধান ক্রিয়া)
- Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া)
1. Principal Verb :- যে Verb নিজে নিজেই কাজ সম্পন্ন করতে পারে, তাকে Principal Verb বলে।
🔹যেমন - walk, eat, go ইত্যাদি ।
>> He walks slowly.
2. Auxiliary Verb :- যে Verb, Principal Verb কে Tense, Voice ও Mood গঠন করতে সাহায্য করে, তাকে Auxiliary Verb বা Helping Verb বলে।
🔹যেমন - be, have, can, could, shall, should, will, would, may, might, do, must, ought, need, dare ইত্যাদি ।
👉 Auxiliary Verb কতক সময় Principal Verb রূপে ব্যবহৃত হয়, যেমন -
🔹Auxiliary verb >> I am playing football.
🔹Principal verb >> I am glad.
🔘 বাক্যকে Interrogative ও Negative করার পদ্ধতি :-
1. কোনো বাক্যে যদি Auxiliary Verb - এর যেকোন একটি থাকে, তবে ঐ বাক্যকে Interrogative Sentence - এ পরিণত করার সময় ঐ সাহায্যকারী Verb টিকে Subject - এর পূর্বে বসাতেে হবে।
🔹যেমন -
🔹You should obey your parents. (Int)
>> Should you obey your parents?
2. কোনো বাক্যে যদি Auxiliary Verb - এর একটিও না থাকে, তবে লক্ষ্য রাখতে হবে যে, মূল Verb কোন্ Tense । যদি মূল Verb Present Tense হয়, তবে ঐ বাক্যকে Interrogative বাক্যে পরিণত করার সময় সাহায্যকারী Verb, Do বা Does Subject - এর পূর্বে বসাতেে হবে।
🔹যেমন -
🔹I eat rice. (Int).
>> Do I eat rice?
🔹Anwar goes to school. (Int)
>> Does Anwar go to school?
👁️ Do বা Does - এর ব্যবহার 👁️
✏️ Subject যদি 3rd Person Singular Number হয়, তাহলে Does বসবে এবং অন্যান্য Subject - এর পূর্বে Do বসাতে হবে।
3. কোনো বাক্যে যদি Auxiliary Verb - এর একটিও না থাকে, তবে লক্ষ্য রাখতে হবে মূল Verb Past Tense কিনা। মূল Verb Past Tense হলে Interrogative বাক্যে পরিণত করার সময় সাহায্যকারী Verb "Did" Subject - এর পূর্বে বসিয়েে মূল Verb কে Present Tense করতে হবে।
🔹যেমন -
🔹I went to school yesterday. (Int)
>> Did I go to school yesterday?
4. কোনো বাক্যে যদি Auxiliary Verb - এর যেকোনো একটি থাকে, তবে ঐ বাক্যকে Negative বাক্যে পরিণত করার সময় Auxiliary Verb - এর পরে "not" বসাতে হবে।
🔹যেমন -
🔹He will go to Kolkata. (Neg)
>> He will not go to Kolkata.
5. কোনো বাক্যে Auxiliary Verb না থাকলে এবং মূল Verb Present Tense হলে ঐ বাক্যকে Negative বাক্যে পরিণত করার সময় Subject - এর পরে "does not" বা "do not" বসাতে হবে।
🔹যেমন -
🔹He eats rice. (Neg).
>> He does not eat rice.
6. কোনো বাক্যে Auxiliary Verb - এর একটিও না থাকলে Negative বাক্যে পরিণত করার সময় লক্ষ্য রাখতে হবে মূল Verb Past Tense কিনা। যদি মূল Verb টি Past Tense হয়, তবে Subject - এর পরে "did not" বসিয়ে মূল Verb টিকে Present Tense - এ পরিণত করতে হবে।
🔹যেমন -
🔹She found me writing a letter. (Neg)
>> She did not find me writing a letter.
7. Negative বাক্যে পরিণত করতে হবে এমন বাক্য Imperative Sentence হলে বাক্যের প্রথমে "Do not" বসাতে হবে।
🔹যেমন -
🔹Go home. (Neg)
>> Do not go home.
8. Negative বাক্যে পরিণত করতে হবে এমন বাক্য "If" দ্বারা শুরু হলে ঐ বাক্যকে "double Negative" করতে হবে। অর্থাৎ, বাক্যের প্রথমাংশে Subject - এর পরে "do not" বা "does not" বসাতে হবে এবং বাক্যের দ্বিতীয়াংশে Auxiliary Verb - এর পরে শুধু "not" বসাতে হবে।
🔹যেমন -
🔹If the sun rises, the day will be hot. (Neg)
>> If the sun does not rise, the day will not be hot.
👉 Principal Verb গুলি আবার দুই ভাগে বিভক্ত, যথা -
- Transitive Verb
- Intransitive Verb.
1. Transitive Verb :- যে Verb - এর কার্য Subject - এর মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্য কোন Word - এর সাহায্য ছাড়া অর্থ সম্পূূর্ণ করতেে পারেনা, তাকে Transitive Verb বলে।
🔹যেমন - He reads a book.
2. Intransitive Verb :- যে Verb - এর কার্য Subject - এর মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ যে Verb অন্য কোন Word - এর সাহায্য ছাড়াা অর্থ সম্পূর্ণ করে, যে Verb - এর Object প্রয়োজন হয়না, তাকে Intransitive Verb বলে।
🔹যথা - The boy sleeps.
👉Next Part - Auxiliary Verb - এর ব্যবহার
********** সমাপ্ত **********