🔴 ARTICLES - পদাশ্রিত নির্দেশক 🔴
💠 Article কাকে বলে ? Article কত প্রকার ও কি কি ?
উত্তর :-
◾Articles :- যেসকল বিশেষণ বাচক শব্দ বা অক্ষর Noun - এর পূর্বে বসিয়ে তার সংখ্যা বা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে, তাকে Articles বলে।
🔹যেমন - The boy. An apple. A man.
👉 Articles গুলি Noun - এর সাথে সংযুক্ত থাকে, ফলে এগুলি Adjective.
◾প্রকারভেদ :- Article দুই প্রকার, যথা -
(1) Indefinite Article (অনির্দিষ্ট),
(2) Definite Article (নির্দিষ্ট)।
(1) Indefinite Article :- যে Article কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না, তাকে Indefinite Article বলে।
🔹যেমন - A, An
=> A book. An egg.
(2) Definite Article :- যে Article কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায়, তাকে Definite Article বলে।
🔹যেমন - The
=> The bird is red.
💠 Indefinite Article - এর ব্যবহার :-
Or,
A এবং An - এর ব্যবহার :-
1. Consonant Letter দ্বারা Word শুরু হলে তার পূর্বে সাধারণত 'A' বসে।
🔹যেমন - A girl.
2. শব্দের প্রথম অক্ষর Vowel হওয়া সত্বেও যদি উচ্চারণ 'ইউ' বা 'ওয়া' - এর মত হয়, তবে এর আগে 'A' বসে।
🔹যেমন - I saw a one - eyed man.
3. সাধারণত শব্দের প্রথমে Vowel থাকলে এর আগে 'An' বসে।
🔹যেমন - An apple.
4. শব্দের প্রথমে Consonant থাকা সত্বেও যদি Vowel - এর মত উচ্চারণ হয়, তবে 'A' না বসিয়ে 'An' বসবে।
🔹যেমন - An M.L.A.
5. শব্দের প্রথমে অনুচ্চারিত (silent) 'H' থাকলে এর আগে 'An' বসে।
🔹যেমন - An hour.
6. Proper Noun - এর আগে কোনো Article বসেনা, কিন্তু তুলনার্থে Proper Noun যখন Common Noun রূপে ব্যবহৃত হয়, তখন তার আগে 'An' বসে।
🔹যেমন - You are a Nazrul.
7. Abstract Noun - এর আগে 'A' বসে।
🔹যেমন - Tajmahal was a beauty.
8. অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে 'A' বসে।
🔹যেমন - One morning a dog came to my house.
👉 বিঃ দ্রঃ - Common Noun কে সমগ্র জাতি বোঝাতে কখনও কখনও 'A' বা 'An' বসে।
🔹যেমন - A cow is a useful animal.
9. 'A' অনেক সময় Preposition হিসাবে ব্যবহৃত হয়।
🔹যেমন - He went a hunting.
💠 Definite Article - এর ব্যবহার :-
Or,
The - এর ব্যবহার :-
1. নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে 'The' বসে।
🔹যেমন - The girl is laughing.
2. জাতি বোঝাতে Singular Common Noun - এর পূর্বে 'The' বসে।
🔹যেমন - The horse is a beautiful animal.
👉 বিঃ দ্রঃ :- সমগ্র মানব জাতি বোঝাতে এবং কোন ভাষার নামের পূর্বে 'The' বসেনা ।
🔹যেমন - Man is mortal.
3. জাতি বোঝাতে Adjective - এর পূর্বে 'The' বসে এবং যখন শ্রেণীর সমস্ত ব্যক্তিকে বোঝায়, তখন এটিকে Plural Noun রূপে গণ্য করা হয়।
🔹যেমন - The poor are not always happy.
4. চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ, নক্ষত্র প্রভৃতি নির্দিষ্ট এককের পূর্বে 'The' বসে।
🔹যেমন - The sun gives us light.
5. ঋতু এবং দিকের নামের পূর্বে 'The' বসে।
🔹যেমন - The Spring.
▪️The sun rises in the East.
6. নদী, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতশ্রেণী, জাহাজ, ধর্মগ্রন্থ ইত্যাদির নামের পূর্বে 'The' বসে।
🔹যেমন - The Quran is a holy book.
7. অর্থপূর্ণ ভৌগলিক নাম বা স্থান, প্রসিদ্ধ প্রতিষ্ঠান, ঐতিহাসিক ঘটনা, হোটেল, সিনেমাগৃহ, সংবাদপত্রের নাম ও তারিখের পূর্বে 'The' বসে।
🔹যেমন - The Punjab is a land of five rivers.
8. Possessive Adjective - এর পরিবর্তে 'The' বসে।
🔹যেমন - He struck me on the head.
9. Superlative Degree - এর পূর্বে 'The' বসে।
🔹যেমন - He is the best boy in the class.
10. একই গুণসম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হলে যার সঙ্গে তুলনা করা হয়, তার আগে 'The' বসে। অর্থাৎ, সমগোত্রীয় Noun - এর সহিত তুলনা করতে Proper Noun - এর পূর্বে 'The' বসে।
🔹যেমন - Madhusudan is the Homer of India.
▪️Bankim is the scott of Bengal.
11. কোন ব্যবসায় বা পেশা বোঝালে তার পূর্বে 'The' বসে।
🔹যেমন - Mr. Jamun joined the Bar.
12. নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ, ব্যক্তি বা বস্তুর গুণ বোঝালে Material Noun এবং Abstract Noun - এর পূর্বে 'The' বসে।
🔹যেমন - The water of this pond is muddy.
13. জাতি, সম্প্রদায় বা দলের নামের পূর্বে 'The' বসে।
🔹যেমন - The Bangalees are brave.
14. Superlative Sense - এ ব্যবহৃত কিংবা Adverb রূপে ব্যবহৃত Comparative Degree -এর Adjective - এর পূর্বে 'The' বসে।
🔹যেমন - The sooner, the better.
15. Abstract idea বোঝাবার জন্য Common Noun বা Adjective - এর পূর্বে 'The' বসে।
🔹যেমন - Check the beast in you.
16. প্রথম, দ্বিতীয় ইত্যাদি সংখ্যা যখন অক্ষর দ্বারা ইংরেজিতে লেখা হয়, তখন ওর পূর্বে 'The' বসে।
🔹যেমন - He was the first man to arrive.
17. বাদ্যযন্ত্রের পূর্বে 'The' বসে।
🔹যেমন - He can play the flute.
18. (a) একই ব্যক্তি বা বস্তু বোঝাতে 'and' দ্বারা যুক্ত প্রথম Noun এর পূর্বে 'The' বসে।
🔹যেমন - The Secretary and Headmaster is an honest man.
(b) কিন্তু যদি বিভিন্ন মানুষ বা বস্তুকে বোঝায়, তাহলে প্রত্যেকটির পূর্বে 'The' বসে।
🔹যেমন - The Headmaster and the Secretary are talking in the office.
19. বাংলা শব্দের পরে "টি, টা, খানা, খানি" প্রভৃতি যুক্ত থাকলে ওদের পূর্বে 'The' বসে।
🔹যেমন - গরুটি --> The cow.
20. বাংলা শব্দের শেষে "গণ, গুলি" প্রভৃতি যুক্ত থাকলে 'The' বসে।
🔹যেমন - শিক্ষকগণ --> The teachers.
💠 কোথায় Article - এর ব্যবহার নিষিদ্ধ ?
Or,
কোথায় Article বসেনা ?
Or,
কোথায় A, An, The বসেনা ?
◾উত্তর :-
1. যখন কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় না, তখন Plural Common Noun - এর পূর্বে 'The' বসেনা ।
🔹যেমন - Cows give us milk. (কোন Article বসেনি)
2. নির্দিষ্ট করে কিছু না বোঝালে Material Noun এবং Abstract Noun - এর পূর্বে 'The' বসেনা।
🔹যেমন - Water has no taste.
3. (a) সাধারণত, Proper Noun - এর পূর্বে Article বসেনা।
🔹যেমন - Malda is a small town.
(b) যখন Proper Noun - এর পূর্বে Article বসে, তখন ওটি Common Noun রূপে গণ্য হয়।
🔹যেমন - This man is a second Nazrul.
4. Proper Noun - এর Adjective রূপে Common Noun ব্যবহৃত হলে ওর পূর্বে Article বসেনা।
🔹যেমন - Headmaster Pal is an honest man.
5. Pronominal Adjective বা Numeral Adjective যদি Common Noun কে Qualify করে, তখন এর পূর্বে Article বসেনা।
🔹যেমন - This is his book.
▪️He gave me this ring.
6. (a) ভাষার নামের পূর্বে 'The' বসেনা।
🔹যেমন - He speaks in English.
(b) কিন্তু ভাষার নাম Adjective রূপে ব্যবহৃত হলে তার পূর্বে 'The' বসে।
🔹যেমন - The English language is an international language.
7. (a) রাস্তা বা পার্কের নামের পূর্বে 'The' বসেনা।
🔹যেমন - Sayed goes to Adina Park daily.
▪️I have a shop in Rankeen street.
(b) কিন্তু রাস্তার নামের শেষে 'Road' থাকলে এর পূর্বে 'The' বসে।
🔹যেমন - The Islampur road is busy.
8. Vocative Case (সম্বোধন পদ) - এ Common Noun - এর পূর্বে 'The' বসেনা।
🔹যেমন - Boys, listen to me.
9. হ্রদের নামের পূর্বে 'The' বসেনা।
🔹যেমন - Balkan is an important lake in Asia.
10. (a) রোগের নামের পূর্বে 'The' বসেনা।
🔹যেমন - Influenza is a contagious disease.
(b) কিন্তু বিশেষ কতকগুলি রোগের নামের পূর্বে 'The' বসে।
🔹যেমন - The gout. The measles.
11. বার বা মাসের পূর্বে 'The' বসেনা।
🔹যেমন - He came here on Monday.
▪️January is the first month of the year.
12. Elect, appoint, select, crown, make প্রভৃতি Verb - এর Complement - এর পূর্বে Article বসেনা।
🔹যেমন - He was elected President.
▪️They appointed him Headmaster.
👉 কিন্তু, নির্দিষ্ট করে বোঝালে 'The' বসে।
🔹যেমন - We made him the chairman of the meeting.
13. (a) Market, School, College, Work, Table, Bed, Hospital, Prison প্রভৃতি Noun যখন Primary উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তখন এদের পূর্বে Article বসেনা।
🔹যেমন - We go to bed.
(b) কিন্তু, কোন উদ্দেশ্যে এই সকল স্থান পরিদর্শন করলে বা এই সকল স্থান নির্দিষ্টভাবে উল্লেখ থাকলে এদের পূর্বে 'The' বসে।
🔹যেমন - I went to the market to meet you.
14. Travel (ভ্রমণ করা), Come, go প্রভৃতি Verb - এর পর যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে কোন Article বসেনা।
🔹যেমন - I went to Kaliachak by bus.
15. কতকগুলি Phrase - এ Singular Noun - এর পূর্বে Article বসেনা।
🔹যেমন - At home, at morning, at night.
16. আল্লাহর নামের / ঈশ্বরের নামের পূর্বে 'The' বসেনা।
🔹যেমন - Allah is kind. (for muslims)
God is kind. (for others religions)
17. মানব জাতির আগে 'The' বসেনা ।
🔹যেমন - Man is mortal.
18. আত্মীয় - স্বজনের পূর্বে Article বসেনা।
🔹যেমন - Father has gone home.
******** সমাপ্ত *******