✏️ Sentence :- যখন কতকগুলি word বা শব্দ পরপর পাশাপাশি বসে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে Sentence বা বাক্য বলে।
🔹যেমন- The bird is flying.
👉 প্রতিটি বাক্য দু'টি অংশে বিভক্ত, যথা - (1) Subject (উদ্দেশ্য), (2) Predicate (বিধেয়) ।
(1) Subject :- Sentence বা বাক্যের যে অংশে কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে উল্লেখ করা হয়, অর্থাৎ যার সম্পর্কে কোন কিছু বলা হয়, তাকে Subject বা উদ্দেশ্য বলে।
🔹যেমন - The sun shines brightly. (এই বাক্যে "The sun" হল Subject.)
(2) Predicate :- Subject বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়, তাকে Predicate বা বিধেয় বলে।
🔹যেমন - The sun shines brightly (এই বাক্যে "shines brightly" হল Predicate.)
✏️ Sentence এর প্রকারভেদ :- প্রকাশভঙ্গির দিক দিয়ে বা অর্থভেদে Sentence পাঁচ প্রকার, যথা - (i) Assertive Sentence (উক্তিমূলক বা বর্ণনামূলক বাক্য)
(ii) Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
(iii) Imperative Sentence (আদেশসূচক বাক্য)
(iv) Optative Sentence (ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য)
(v) Exclamatory Sentence (আবেগসূচক বাক্য) ।
(i) Assertive Sentence :- যে Sentence সাধারণভাবে কোন উক্তি বা বিবৃতি প্রকাশ করে, তাকে Assertive Sentence বলে।
🔴 আধুনিক ইংরেজি ব্যাকরণে Assertive Sentence কে "Declarative Sentence" ও বলা হয়।
🔹যেমন - The earth is round.
👉 Assertive Sentence আবার দুই প্রকার, যথা - (a) Affirmative Sentence - (হ্যাঁ-বোধক), (b) Negative Sentence - (না-বোধক) ।
(a) Affirmative Sentence :- যে প্রকারের Sentence কোন কিছু স্বীকার করে, তাকে Affirmative Sentence বলে।
🔹যেমন - He eats rice.
(b) Negative Sentence :- যে প্রকারের Sentence কোন কিছু স্বীকার করেনা বা অস্বীকার করে, তাকে Negative Sentence বলে।
🔹যেমন - I do not eat rice.
(ii) Interrogative Sentence :- যে Sentence দ্বারা কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তাকে Interrogative Sentence বলে।
🔹যেমন - What do you want?
(iii) Imperative Sentence :- যে Sentence দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায়, তাকে Imperative Sentence বলে।
🔹যেমন - Please lend me your pen.
(iv) Optative Sentence :- যে Sentence দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয়, তাকে Optative Sentence বলে।
🔹যেমন - May you live long.
(v) Exclamatory Sentence :- যে Sentence দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ অর্থাৎ বিস্ময়, দুঃখ, আনন্দ প্রভৃতি প্রকাশ পায়, তখন তাকে Exclamatory Sentence বলে।
🔹যেমন - Hurrah! We have won the game.