Anwar Study Point

সফলতার সাথী

Breaking

বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

Alphabet কাকে বলে? কয় ভাগে বিভক্ত ও কী কী?



✴️ Alphabet (বর্ণমালা)  ✴️

💠 Alphabet কাকে বলে ? 

Alphabet :- ইংরেজী ভাষায় মোট ২৬ টি বর্ণ বা অক্ষর আছে, এদের সমষ্টিকে Alphabet  বা বর্ণমালা বলে।

💠 Alphabet কত প্রকার ও কি কি ? 

🔘 শ্রেণীবিভাগ :- Alphabet বা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যায়, যথা- 
                     (1) Vowel (স্বরবর্ণ), 
                     (2) Consonant (ব্যঞ্জনবর্ণ) ।

💠 Vowel কাকে বলে ? Vowel কয়টি ও কি কি ? 

Vowel  :-  ইংরেজী ভাষায় যেসব বর্ণ বা Letter নিজে নিজে উচ্চারিত হতে  পারে, কারো সাহায্যের প্রয়োজন  হয়না, সেসব Letter কে Vowel  বা স্বরবর্ণ বলে।

👉 Vowel 5 টি, যথা - A, E, I, O, U
                                    a, e, i, o, u

💠 Consonant কাকে বলে ? Consonant কয়টি ও কি কি ? 

Consonant  :- ইংরেজী ভাষায় যেসব বর্ণ বা Letter নিজে নিজে উচ্চারিত হতে পারেনা, উচ্চারিত হতে Vowel এর সাহায্যের প্রয়োজন হয়, সেসব Letter কে Consonant বলে।

👉 Consonant 21 টি, যথা - B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, Z. (Capital Letter)

b, c, d, f, g, h, j, k, l, m, n, p, q, r, s, t, v, w, x, y, z. (Small Letter)

💠 Semi Vowel কাকে বলে ?

Semi - Vowel  :- ইংরেজী বর্ণমালার 'W' এবং 'Y' বর্ণদুটিকে Semi - Vowel বা অর্ধ্বস্বর বলে।

💠 W এবং Y বর্ণদুটিকে Semi Vowel বলে কেন ?

কারণ  :- ইংরেজী ভাষায় W  এবং Y বর্ণদুটির আলাদা আলাদা ব্যবহার থাকার জন্য W এবং Y বর্ণদুটিকে Semi Vowel বলে।

💠 W এবং Y কখন Vowel ও কখন Consonant হয় ?

▪️W এবং Y যখন কোনো  শব্দের প্রথমে বসে তথন Consonant হয়। আর যখন শব্দের মধ্যে বা শেষে বসে তখন Vowel হয়।

***** সমাপ্ত ****

৪টি মন্তব্য: