Type Here to Get Search Results !

Person কী? Person কয় প্রকার ও কী কী?


✏️ PERSON  :- ইংরেজিতে বাক্য গঠন করতে PERSON এর প্রয়োজন। PERSON শব্দটির অর্থ ব্যক্তি বা  পুরুষ। ইংরেজী ভাষায় Person তিন প্রকার, যথা - 
(1) First Person (উত্তম পুরুষ), 
(2) Second Person (মধ্যম পুরুষ), 
(3) Third Person (নাম পুরুষ) ।

(1) First Person  :- বক্তা নিজেকে বোঝাতে যে Person ব্যবহার করেন, তাকে First Person বলে।
🔹যেমন - I, me, my, mine, we, our, us. 

(2) Second Person  :- বক্তা যাকে উদ্দেশ্য করে  কিছু বলেন, তাকে Second Person বলে।
🔹যেমন - You, thou, your, yours. 

(3) Third Person  :-  যার সম্বন্ধে কিছু বলা হয়, তাকে Third   Person বলে। অর্থাৎ, First Person ও Second Person বাদে বাকি Person গুলোকে Third Person বলে।
🔹যেমন - He, She, It, They, Some, Many, Each, Karim, Sayed, Raju, Rimi, Rahit, Pencil, Dhaka, Kolkata ইত্যাদি। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ