✏️ Parts of Speech :- Parts of Speech হল বাক্যের অংশসমূহ, অর্থাৎ বাক্যের এক একটি অংশের নাম হল Parts of Speech ।
🔴 প্রকারভেদ :- Parts of Speech আট প্রকার, যথা -
- Noun (বিশেষ্য),
- Pronoun (সর্বনাম),
- Adjective (বিশেষণ),
- Verb (ক্রিয়া),
- Adverb (ক্রিয়া বিশেষণ বা ভাব বিশেষণ বা বিশেষণের বিশেষণ),
- Preposition (সম্বন্ধক বা পদান্বয়ী অব্যয়),
- Conjunction (সংযোজক অব্যয়),
- Interjection (বিস্ময়সূচক অব্যয়) ।
1. Noun :- যে Word দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা স্থান প্রভৃতির নাম বোঝায়, তাকে Noun বলে।
🔹যেমন - (i) Sayed is a teacher.
(ii) Kolkata is a big city.
2. Pronoun :- যে Word কোন Noun - এর পরিবর্তে বসিয়ে সেই Noun কে নির্দেশ করে, অর্থাৎ Noun এর পরিবর্তে যে Word বসে, তাকে Pronoun বলে।
🔹যেমন - Raju is a good boy. (এখানে Raju হল Noun)
He goes to school everyday. (এখানে He হল Pronoun)
3. Adjective :- যে Word কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ করে, তাকে Adjective বলে।
🔹যেমন - The boy is tall .
4. Verb :- যে Word বা শব্দ দ্বারা হওয়া, খাওয়া প্রভৃতি কর্ম বোঝায়, তাকে Verb বলে।
🔹যেমন - I eat rice. I am glad.
5. Adverb :- যে Word কোন Verb কীভাবে, কোথায়, কখন কার্য সম্পন্ন করে, অথবা কোন Adjective ও অন্য Adverb এর দোষ-গুণ নির্দেশ করে, তাকে Adverb বলে।
"কোন Verb কীভাবে, কোথায়, কখন কার্য সম্পন্ন করে, এগুলো প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, তাকেই Adverb বলে"
🔹যেমন - The horse can run fast .
6. Preposition :- যে Word বা শব্দ Noun বা Pronoun এর পূর্বে বসিয়ে ওর সহিত বাক্যের অন্য পদের সম্বন্ধ প্রকাশ করে, তাকে Preposition বলে।
🔹যেমন - Put the book on the table.
7. Conjunction :- যে Word দুই বা ততোধিক Word বা Sentence কে সংযুক্ত করে, তাকে Conjunction বলে।
🔹যেমন - Rahit and Hriday are good boys.
8. Interjection :- যে Word দ্বারা হর্ষ, বিষাদ, ভয়, ঘৃণা, বিস্ময়, আনন্দ, দুঃখ প্রভৃতি মনের আবেগ প্রকাশ করে, তাকে Interjection বলে।
🔹যেমন - Hurrah ! We have won the game.