Type Here to Get Search Results !

Parts of Speech কী? কয় প্রকার ও কী কী?


✏️ Parts of Speech  :- Parts of Speech হল বাক্যের অংশসমূহ, অর্থাৎ বাক্যের এক একটি অংশের নাম  হল Parts of Speech   ।

🔴 প্রকারভেদ  :- Parts of Speech আট প্রকার, যথা -
  1. Noun (বিশেষ্য),
  2. Pronoun (সর্বনাম),
  3. Adjective (বিশেষণ),
  4. Verb (ক্রিয়া),
  5. Adverb (ক্রিয়া বিশেষণ বা ভাব বিশেষণ বা বিশেষণের বিশেষণ),
  6. Preposition (সম্বন্ধক বা পদান্বয়ী অব্যয়),
  7. Conjunction (সংযোজক অব্যয়),
  8. Interjection (বিস্ময়সূচক অব্যয়) ।
1. Noun  :- যে Word দ্বারা কোন ব্যক্তি, বস্তু   বা স্থান প্রভৃতির নাম বোঝায়, তাকে Noun বলে। 
🔹যেমন - (i) Sayed  is a teacher.
(ii) Kolkata  is a big city.

2. Pronoun  :- যে Word কোন Noun - এর পরিবর্তে বসিয়ে সেই Noun কে নির্দেশ করে, অর্থাৎ Noun এর পরিবর্তে যে Word  বসে, তাকে Pronoun বলে।
🔹যেমন - Raju  is a good boy. (এখানে Raju হল Noun)
He  goes to school everyday. (এখানে He হল Pronoun)

3. Adjective  :- যে Word কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ করে, তাকে Adjective বলে।
🔹যেমন - The boy is tall  .

4. Verb  :- যে Word বা শব্দ দ্বারা হওয়া, খাওয়া প্রভৃতি কর্ম বোঝায়, তাকে Verb বলে।
🔹যেমন - I eat  rice. I am  glad.

5. Adverb  :- যে Word কোন Verb কীভাবে, কোথায়, কখন কার্য সম্পন্ন করে, অথবা কোন Adjective ও অন্য Adverb এর দোষ-গুণ নির্দেশ করে, তাকে Adverb বলে।

"কোন Verb কীভাবে, কোথায়, কখন কার্য সম্পন্ন করে, এগুলো প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, তাকেই Adverb বলে"
🔹যেমন - The horse can run fast  .

6. Preposition  :- যে Word বা শব্দ Noun বা Pronoun এর পূর্বে বসিয়ে ওর সহিত বাক্যের অন্য পদের সম্বন্ধ প্রকাশ করে, তাকে Preposition বলে।
🔹যেমন - Put the book on  the table.

7. Conjunction  :- যে Word দুই বা ততোধিক Word বা Sentence কে সংযুক্ত করে, তাকে Conjunction বলে।
🔹যেমন - Rahit and  Hriday are good boys.

8. Interjection  :- যে Word দ্বারা হর্ষ, বিষাদ, ভয়, ঘৃণা, বিস্ময়, আনন্দ, দু‌ঃখ প্রভৃতি মনের আবেগ প্রকাশ করে, তাকে Interjection বলে।
🔹যেমন - Hurrah !  We have won the game. 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ