Type Here to Get Search Results !

Word কাকে বলে? Syllable কাকে বলে? Syllable কয় প্রকার ও কী কী?

Word :- দুই বা ততোধিক Letter পাশাপাশি বসে যখন কোন অর্থ প্রকাশ করে, তখন তাকে Word বলে। যথা :- Student, Teacher, Bird, Cow ইত্যাদী।

বি:দ্র:- Vowel এর সাহায্য ছাড়া শুধু কয়েকটি Consonant একত্রে বসে Word গঠন করতে পারে না। তবে কিছু ব্যতিক্রম আছে। যথা:- Try, Cry, Dry ইত্যাদি।

Syllable :- Word -এর যে অংশটুকু একবারে উচ্চারিত হয়, তাকে Syllable বলে। যথা:- Tea + cher = Teacher ইত্যাদি।
✏ Syllable চার প্রকার । যথা:-

  1. Monosyllable
  2. Disyllable
  3. Trisyllable
  4. Polysyllable 
(1) Monosyllable :- যে সকল Word -এ একটি মাত্র Syllable থাকে, তাকে Monosyllable বলে। যথা :- Boy, Man, Pen ইত্যাদি।
(2) Disyllable :- যে সকল Word -এ দুটি Syllable থাকে, তাকে Disyllable বলে। যথা :- Bro + ther, Mo + ther ইত্যাদি।
(3) Trisyllable :- যে সকল Word -এ তিনটি Syllable থাকে, তাকে Trisyllable বলে। যথা :- Edu + ca + tion, Con + so + nant ইত্যাদি।
(4) Polysyllable :- যে সকল Word -এ তিনটির অধিক Syllable থাকে, তাকে Polysyllable বলে। যথা :- Exa + mi + na + tion,  Sa + tis + fac + tory ইত্যাদি।

বি:দ্র:- Syllable ভাগ করার সময় (-) হাইফেন চিহ্ন ব্যবহার করতে হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ