Anwar Study Point

সফলতার সাথী

Breaking

রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

খোঁজ মিলল বিক্রমের, চাঁদের মাটিতেই রয়েছে, শীঘ্রই হবে যোগাযোগ, জানাল ইসরো

দেশবাসীর জন্য সুখবর। খোঁজ মিলল চন্দ্রযান -2 -এর ল্যান্ডার বিক্রমের । অবস্থান জানা গিয়েছে বিক্রমের । চাঁদের জমিতেই রয়েছে বিক্রম। অরবিটরের মাধ্যমে সেই ছবি পেল ইসরো । জানালেন ইসরো চেয়ারম্যান কে শিবন।

         শনিবার চাঁদের জমি থেকে মাত্র 2.1 কিমি দূরে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরো -র ।দুঃখে চোখে জল এসেছিল ইসরো চেয়ারম্যান -এর। কিন্তু হাল ছাড়েননি ইসরো । 14 দিন সময় নেন শিবন। জানান, আগামী 14 দিন যোগাযোগ করার চেষ্টা করা হবে বিক্রমের সঙ্গে ।

       14 দিন নয়, মাত্র একদিনের মধ্যেই বিক্রমের অবস্থান জানতে পারলেন ইসরো -র বিজ্ঞানীরা। শিবন বলেন, "বিক্রমের অবস্থান আমরা জানতে পেরেছি। বিক্রমের ছবি পাঠিয়েছে অরবিটর। তবে কোনও যোগাযোগ করা যায়নি এখনও। খুব শীঘ্রই বিক্রমের সঙ্গে যোগাযোগ করা হবে ।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন