১) ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে ?
উঃ- দ্রৌপদী মুর্মু।
২) ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে ?
উঃ- জগদীপ ধনকর।
৩) ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে ?
উঃ- নরেন্দ্র দামোদরদাস মোদি।
৪) ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কে ?
উঃ- অমিত শাহ।
৫) ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে ?
উঃ- ওম বিড়লা।
৬) সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে ?
উঃ- ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়।
৭) ভারতের বর্তমান মূখ্য নির্বাচন কমিশনার কে ?
উঃ- শ্রী রাজিব কুমার।
৮) ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কে ?
উঃ- অরুণ গোয়েল ও অনুপ চন্দ্র পান্ডে।
৯) ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে ?
উঃ- শক্তিকান্ত দাস।
১০) ভারতের বর্তমান CAG - কে ?
উঃ- গিরিশচন্দ্র মুর্মূ।
১১) ভারতের বর্তমান সেনা প্রধান কে ?
উঃ- জেনারেল মনোজ পান্ডে।
১২) ভারতের বর্তমান নৌসেনা প্রধান কে ?
উঃ- অ্যাডমিরাল হরি কুমার।
১৩) ভারতের বর্তমান বায়ুসেনা প্রধান কে ?
উঃ- বিবেক রাম চৌধুরী।
১৪) Border Security Force (BSF) - এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে ?
উঃ- নিতিন আগরওয়াল।
১৫) Enforcement Directorate (ED) - এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে ?
উঃ- সঞ্জয় কুমার মিশ্র।
১৬) Central Bureau of Investigation (CBI) - এর বর্তমান ডিরেক্টর কে ?
উঃ- শ্রী প্রবীণ সুদ।
১৭) The Intelligence Bureau (IB) - এর বর্তমান ডিরেক্টর কে ?
উঃ- তপন ডেকা।
১৮) Central Reserve Police Force (CRPF) - এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে ?
উঃ- সুজয় লাল থাওসেন।
১৯) ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে ?
উঃ- আর. ভেঙ্কটরামানি।
২০) ভারতের বর্তমান চিফ ইনফরমেশন কমিশনার কে ?
উঃ- যশোবর্ধন কুমার সিনহা।
২১) NITI Aayog - এর বর্তমান CEO - কে ?
উঃ- বি. ভি. আর. সুব্রামানিয়াম।
২২) ভারতের বর্তমান ডিফেন্স সেক্রেটারি কে ?
উঃ- গিরিধর আরামানে।
২৩) ভারতের বর্তমান স্বরাষ্ট্র সচিব কে ?
উঃ- অজয় কুমার ভাল্লা।
২৪) ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারী হলেন ?
উঃ- রাজিব গৌবা।
২৫) ভারতের বর্তমান রেভিনিউ সেক্রেটারী হলেন ?
উঃ- সঞ্জয় মালহোত্রা।
২৬) ভারতের বর্তমান ফাইন্যান্স সেক্রেটারী হলেন ?
উঃ- টি. ভি. সোমানাথন।
২৭) Defence Research and Development Organisation (DRDO) - এর বর্তমান অধ্যক্ষ কে ?
উঃ- ডক্টর সমীর ভি. কামাত।
২৮) Indian Space Research Organisation (ISRO) - এর বর্তমান চেয়ারম্যানের নাম কী ?
উঃ- এস. সোমনাথ।
২৯) State Bank of India (SBI) - এর বর্তমান চেয়ারম্যান এর নাম কী ?
উঃ- দীনেশ কুমার খাড়া।
৩০) Union Public Service Commission (UPSC) - এর বর্তমান চেয়ারম্যান কে ?
উঃ- ডঃ মনোজ সোনি।
৩১) Staff Selection Commission (SSC) - এর বর্তমান চেয়ারম্যান কে ?
উঃ- এস. কিশোর।
৩২) Life Insurance Corporation of India (LIC) - এর বর্তমান চেয়ারম্যান কে ?
উঃ- সিদ্ধার্থ মোহান্তি।
৩৩) LIC - এর ম্যানেজিং ডিরেক্টর কে ?
উঃ- আর. ডরাইস্বামী।
৩৪) Indian Olympic Association - এর বর্তমান প্রেসিডেন্ট কে ?
উঃ- পি. টি. উষা।
৩৫) জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে ?
উঃ- অরুণ কুমার মিশ্র।
৩৬) জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান হলেন ?
উঃ- রেখা শর্মা।
৩৭) National Bank for Agriculture and Rural Development (NABARD) - এর বর্তমান চেয়ারম্যান কে ?
উঃ- শাজি কে. ভি.।
৩৮) Board of Control for cricket in India (BCCI) - এর বর্তমান প্রেসিডেন্ট কে ?
উঃ- রজার বিনি।
৩৯) Central Board of Direct Taxes (CBDT) - এর বর্তমান চেয়ারপারসন কে ?
উঃ- নীতিন গুপ্ত।
৪০) Securities and Exchange Board of India (SEBI) - এর বর্তমান অধ্যক্ষ কে ?
উঃ- মাধবী পুরী বাচ।
৪১) প্রসার ভারতীর বর্তমান CEO - কে ?
উঃ- গৌরব দ্বিবেদী।
৪২) Bharat Sanchar Nigam Limited (BSNL) - এর বর্তমান CMD - কে ?
উঃ- প্রবীন কুমার পুর্বার।
৪৩) ভারতের বর্তমান National Security Advisor হলেন ?
উঃ- অজিত দোভাল।
৪৪) Indian Farmers Fertilizer Cooperative Limited (IFFCO) - এর বর্তমান CEO - কে ?
উঃ- ইউ. এস. আবাস্থি।