প্রাণী হরমোন সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রাণী হরমোন |
প্রিয় ছাত্রছাত্রীরা,
আজ ‘প্রাণী হরমোন’ সম্পর্কিত প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে , যেটিতে প্রাণী দেহের
বিভিন্ন হরমোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে। যারা বিভিন্ন
Competitive Exam-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এটি খুবই ভালো স্টাডি ম্যাটেরিয়ালস।
কারণ, যেকোন চাকইরির পরীক্ষায় জীবন বিজ্ঞানের অংশ হিসাবে ‘হরমোন’ অধ্যায় থেকে প্রায়ই
প্রশ্ন এসে থাকে ।
প্রাণী হরমোন
প্রশ্ন উত্তর
১। প্রাণীদেহের
রাসায়নিক সমন্বয়কারী কে ?
উত্তরঃ হরমোন।
২। মানবদেহের
একটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ দাও, যেটি মস্তিষ্কে অবস্থিত।
উত্তরঃ পিটুইটারি
।
৩। গ্রীবাদেশে
কোন অনাল গ্রন্থি অবস্থিত ?
উত্তরঃ থাইরয়েড।
৪। অগ্ন্যাশয়ের
কোন অনাল গ্রন্থি অবস্থিত ?
উত্তরঃ আইলেটস
অব ল্যাঙ্গারহ্যান্স ।
৫। মানবদেহের
একটি মিশ্র গ্রন্থির নাম কী ?
উত্তরঃ অগ্ন্যাশয়
।
৬। আয়োডিন
কোন হরমোনের উপাদান ?
উত্তরঃ থাইরক্সিন
।
৭। কোন হরমোনের
অভাবে মধুমেহ রোগ হয় ?
উত্তরঃ ইনসুলিন
।
৮। কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয় ?
উত্তরঃ থাইরক্সিন
।
৯। কোন হরমোনের
অভাবে বহুমূত্র রোগ হয় ?
উত্তরঃ
ADH বা অ্যান্টি ডাই-ইউরেটিক হরমোন ।
১০। কোন হরমোনের
অভাবে বামনত্ব রোগ হয় ?
উত্তরঃ
STH বা সোমাটোট্রফিক হরমোন ।
১১। কোন হরমোনের
অধিক ক্ষরণে অতিকায়ত্ব রোগ হয় ?
উত্তরঃ
STH
১২। কোন হরমোনের
অধিক ক্ষরণে গয়টার বা গলগন্ডরোগ হয় ?
উত্তরঃ থাইরক্সিন।
১৩। একটি
হরমোনের নাম করো যা অ্যাডরিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে ?
উইত্তরঃ
ACTH
১৪। কোন হরমোন
থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে?
উত্তরঃ
TSH
১৫। একটি
পুং-যৌন হরমোনের নাম কী ?
উত্তরঃ টেস্টোস্টেরন
।
১৬। ICSH
–এর পুরো কথা কী ?
উত্তরঃ ইন্টারস্টিসিয়াল
সেল স্টিম্যুলেটিং হরমোন ।
১৭। FSH
–এর পুরো কপথা কী ?
উত্তরঃ ফলিকল
স্টিম্যুলেটিং হরমোন ।
১৮। LH –এর
পুরো কথা কী ?
উত্তরঃ লিউটিনাইজিং
হরমোন ।
১৯। LTH
–এর পুরো নাম কী ?
উত্তরঃ লিউটোট্রফিক
হরমোন ।
২০। কোন হরমোনের
অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় ?
উত্তরঃ ইনসুলিন।
২১। কোন হরমোন
হৃদগতি বাড়িয়ে দেয় ?
উত্তরঃ অ্যা
ড্রিনালিন।
২২। কোন হরমোন
BMR বাড়িয়ে দেয় ?
উত্তরঃ থাইরক্সিন
।
২৩। ইনসুলিনের
বিপরীত হরমোন কোনটি ?
উত্তরঃ গ্ল ু কাগন ।
২৪। অ্যা
ড্রিনালিন হরমোনের বিপরীত হরমোন কোনটি ?
উত্তরঃ নর-
অ্যা ড্রিনালিন ।
২৫। পিটুইটারি
গ্রন্থির ওজন কত ?
উত্তরঃ ০.৫
গ্রাম ।
২৬। দুগ্ধ
ক্ষরণে কোন হরমোন সাহায্য করে ?
উত্তরঃ ইস্ট্রোজেন
ও প্রজেস্টেরোন ।
২৭। দুটি
স্টেরইয়েড জাতীয় হরমোনের নাম কী ?
উত্তরঃ ইস্ট্রোজেন
ও প্রজেস্টেরোন ।
২৮। পৌষ্টিকনালি
থেকে নিঃসৃত হয় এরূপ কয়েকটি হরমোনের নাম কী ?
উত্তরঃ গ্যাসট্রিন,
সিক্রিটিন, প্যানক্রিওজাইমিন ও কোলেসিস্টোকাইনিন।
২৯। পিটুইটারির
ট্রফিক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না এমন কয়েকটি অনাল গ্রন্থির নাম কী ?
উত্তরঃ প্যারাথাইরয়েড
, অগ্ন্যাশয়, অ্যাড্রিনাল মেডালা।
৩০। পিটুইটারির
অপর নাম কী ?
উত্তরঃ হাইপোফাইসিস
।
৩১। বৃক্ক
থেকে নিঃসৃত হয় এমন দুটি হরমোনের নাম কী ?
উত্তরঃ রেনিন
ও এরিথ্রোপয়োটিন ।
৩২। টিট্যানি
রোগ কেন হয় ?
উত্তরঃ রক্তে
প্যারাথ হরমোনের পরিমাণ কমে গেলে ।
৩৩। HRF-এর
পুরো কথা কী ?
উত্তরঃ হাইপোথ্যালামিক
রিলিজিং ফ্যাক্টর ।
৩৪। পিটুইটারি
গ্রন্থি নিঃসৃত কোন হরমোন ডিম্বাশয় ও শুক্রাশয়ের ক্ষরণ নিয়ন্ত্রণ করে ?
উত্তরঃ গোনাডোট্রফিক
হরমোন ।
৩৫। লক্ষ্য
অঙ্গ (Target Organ) কী ?
উত্তরঃ হরমোন
যে অঙ্গের উপর কাজ করে তাকে লক্ষ্য অঙ্গ বলে ।
৩৬। পিটুইটারির
কোন হরমোন সরাসরি দেহকোষের উপর কাজ করে ?
উত্তরঃ
STH এবং GH
৩৭। GH –এর
পুরো কথা কী ?
উত্তরঃ গ্রোথ
হরমোন ।
৩৮। কী রকম
কলা দিয়ে অগ্র পিটুইটারি গঠিত ?
উত্তরঃ গ্রন্থীময়
আবরণী কলা।
৩৯। কোন হরমোনকে
অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে ?
উত্তরঃ ইনসুলিনকে
।
৪০। ইস্ট্রোজেন
ক্ষরণের উৎস কী ?
উত্তরঃ ডিম্বাশয়ের
পরিণত ডিম্বথলি ।
৪১। প্রজেস্টেরোন
হরমোন ক্ষরণের উৎস কী ?
উত্তরঃ করোপাস
লুটিয়াম ।
৪২। দেহের
সর্বত্র পাওয়া যায় এমন একটি হরমোনের নাম কী ?
উত্তরঃ প্রোস্টাগ্ল্যানডিন
।
৪৩। অগ্ন্যাশয়
ছাড়া অপর মিশ্র গ্রন্থীটির নাম কী ?
উত্তরঃ শুক্রাশয়
।
৪৪। ট্রফিক
হরমোন কাকে বলে ?
উত্তরঃ যে
হরমোন কোন একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অন্য কোন অন্তঃক্ষরা গ্রন্থিকে
হরমোন নিঃসরণে সাহায্য করে, তাকে ট্রফিক হরমোন বলে ।
৪৫। লোকাল
বা স্থানীয় হরমোন কাকে বলে ?
উত্তরঃ যে
হরমোন উৎস স্থলে ক্রিয়া করে, তাকে লোকাল বা স্থানীয় হরমোন বলে।
৪৬। অ্যা
ড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত ?
উত্তরঃ বৃক্কের
উপর।
৪৭। পিটুইটারি
গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মুখ্য গ্রন্থি বলা হয় কেন ?
উত্তরঃ পিটুইটারি
গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি দেহের অন্যান্য অনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে ।
৪৮। MSH
–এর পুরো কথা কী ?
উত্তরঃ মেলানোসাইট
স্টিম্যুলেটিং হরমোন ।
৪৯। গোনাড
কী ?
উত্তরঃ পুরুষের
শুক্রাশয় ও স্ত্রীর ডিম্বাশয়কে একত্রে গোনাড বলা হয়।
৫০। কোন হরমোন
গ্লাইকোজেনেসিসে সহায়তা করে ?
উত্তরঃ ইনসুলিন
।
৫১। অগ্ন্যাশয়কে
মিশ্র গ্রন্থি বলা হয় কেন ?
উত্তরঃ অগ্ন্যাশয়
সনাল ও অনাল উভয় রকম গ্রন্থির সমন্বয়ে গঠিত বলে।
৫২। কোন হরমোন
গ্লাইকোজেনোলাইসিসে সহায়তা করে ?
উত্তরঃ গ্ল
ু কাগন ।
৫৩। পিটুইটারি
গ্রন্থি কোথায় অবস্থিত ?
উত্তরঃ মানুষের
মস্তিষ্কের মূলদেশে স্ফেনয়েড অস্থির সেলা টারসিকা প্রকোষ্টে।
আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পোষ্টে ।