Type Here to Get Search Results !

Class 4 আমাদের পরিবেশ প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর



Class 4 আমাদের পরিবেশ প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর

পরিবেশের উপাদান : জীবজগৎ
চারপাশের নানা জীব 
পৃষ্ঠা - ১

প্রশ্ন:- জীব কাকে বলে ? জীব কত প্রকার ও কী কী এবং তাদের প্রত্যেকের উদাহরণসহ সংজ্ঞা দাও। 
উত্তর :-  জীব  : যাদের জীবন আছে, জন্ম ও মৃত্যু হয়, যারা ছোট থেকে বড় হয় তাদের এককথায় জীব বলে।

 জীবের প্রকারভেদ  :- জীব প্রধানত দুই প্রকার, যথা - (১) উদ্ভিদ (২) প্রাণী।

(১)  উদ্ভিদ  : যারা ক্ষুদ্র বা বৃহৎ, গুল্ম বা বৃক্ষ, এদেরকে বলা হয় উদ্ভিদ। অর্থাৎ, সমস্ত  প্রকৃতির ক্ষুদ্র ও বৃহৎ, গুল্ম, বৃক্ষ, বিরুৎ জাতীয় উদ্ভিদের কথা বলা হয়েছে এখানে।
উদাহরণ : আমগাছ, জামগাছ, সেগুন গাছ ইত্যাদি।

(১)  প্রাণী  : যারা এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে, যারা আওয়াজ করতে পারে, তাদের প্রাণী বলা হয়। অর্থাৎ, ছোট-বড় সমস্ত ধরনের প্রাণীদের বলা হয়েছে।
উদাহরণ : ইঁদুর, কেঁচো, বাঘ, হাতি, সিংহ, মানুষ ইত্যাদি।

প্রশ্ন :- জীবের বৈশিষ্ট্যগুলি লেখো।
উত্তর :-  জীবের বর্ণনা বা বৈশিষ্ট্য  : ১. জীবের জন্ম ও মৃত্যু আছে। ২. এরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। ৩. এরা খাবার খায় ও মল-মূত্র ত্যাগ করে। ৪. এরা বংশবিস্তার করে। ৫. জীবেরা সুস্থ ভাবে জীবন যাপন করার জন্য সুস্থ বা বসবাস উপযুক্ত পরিবেশের প্রয়োজন হয়। ৬. জীবেদের অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয়। ৭. জীবেদের জল ছাড়া কোন অস্তিত্ব নেই, তাই বেঁচে থাকার জন্য জলের একান্ত প্রয়োজন। তাই জলের অপর নাম জীবন বলা হয়। ৮. এরা প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়ের সঙ্গে সম্পর্কিত। ৯. এদের স্পর্শ করলে সাড়া দেয়।

প্রশ্ন :- মাছেরা কী খায় ?
উত্তর :- মাছেরা পিঁপড়ের ডিম খায়। এছাড়াও নানা ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ, জলের পোকামাকড়, জলে ফেলে দেওয়া মানুষের বিভিন্ন খাদ্যদ্রব্য এরা খায়।

প্রশ্ন :- পিঁপড়ের ডিম কোথায় ছিল ?
উত্তর :- বহু পুরোনো শ্যাওলাধরা ইটের তলায় পিঁপড়ের ডিম ছিল।

প্রশ্ন :- একটি জীবের নাম লেখো।
উত্তর :- শালিক পাখি।

প্রশ্ন :- একটি জড় পদার্থের নাম লেখো।
উত্তর :- টেবিল।

প্রশ্ন :- ইট কী পদার্থ ?
উত্তর :- ইট হল জড় পদার্থ।

প্রশ্ন :- জড় পদার্থ কাকে বলে ?
উত্তর :- যারা শ্বাস নিতে ও ছাড়তে পারে না, নিজে থেকে জায়গা পরিবর্তন করতে পারে না, আবার নিজে থেকে আকারেও বাড়ে না, তাদের জড় পদার্থ বলে।
উদাহরণ : ইট, চেয়ার, টেবিল, বই, খাতা, কলম ইত্যাদি।

প্রশ্ন :- ব্যাঙাচি কাদের বলে ?
উত্তর :- ব্যাঙের বাচ্চাদের ব্যাঙাচি বলে।

প্রশ্ন :- ব্যাঙাচি কোথায় থাকে ?
উত্তর :- পুকুরে এবং নোংরা জলাশয়ে।

প্রশ্ন :- বৃষ্টির দিনে আবহাওয়া কেমন থাকে ?
উত্তর :- বৃষ্টির দিনে আবহাওয়া ঠান্ডা থাকে।

প্রশ্ন :- পুকুরে আর কোন্ কোন্ প্রাণী থাকে ?
উত্তর :- সাপ, ব্যাঙ, মাছ ইত্যাদি।

প্রশ্ন :- স্কুল ব্যাগে থাকা একটি জড় পদার্থের নাম লেখো।
উত্তর :- জলের বোতল, বই, খাতা, কলম ইত্যাদি।

প্রশ্ন :- রাস্তার ধারে পড়ে থাকা একটি জড় পদার্থের নাম লেখো।
উত্তর :- পাথর, বালি, ইট ইত্যাদি।

প্রশ্ন :- তুমি জীব না জড় ?
উত্তর :- জীব।

সঠিক উত্তরটি নির্বাচন করো :

১. ব্যাগ হল - (জীব/জড়/ জীব ও জড়/কোনোটিই নয়)। 
উত্তর :- জড়।

২. ব্যাঙ হল - (জীব/জড়/জীব ও জড়/কোনোটই নয়)। 
উত্তর :- জীব।

৩. ইটের সংখ্যা ও ব্যাঙ-এর সংখ্যা - (বাড়ে/কমে/একই থাকে/ব্যাঙ-এর সংখ্যা বৃদ্ধি পায়)।
উত্তর :- ব্যাঙ-এর সংখ্যা বৃদ্ধি পায়।

৪. পুরোনো ইটে - (মরিচা পড়ে/শ্যাওলা পড়ে/উই পোকা লাগে/নতুন হয়ে থাকে)।
উত্তর :- শ্যাওলা পড়ে।

তোমরা তোমাদের ঘিরে থাকা নানা জীব ও জড় পদার্থের তালিকা করে ফেলো। 

তোমাকে ঘিরে থাকা জীবের তালিকা

তোমাকে ঘিরে থাকা জড় পদার্থের তালিকা

১। কুকুর

১। খাট

২। বটগাছ

২। বালি

৩। ছাগল

৩। পাথর

৪। গরু

৪। ইট

৫। পিঁপড়ে

৫। ধূলো



   জীবের এত কাজ   
পৃষ্ঠা - ২

প্রশ্ন :- আমরা কী দিয়ে কাজ করি ?
উত্তর :- আমরা হাত পা শরীর দিয়ে কাজ করি।

প্রশ্ন :- কাঠবিড়ালি কীভাবে পেয়ারা খায় ?
উত্তর :- হাতে ধরে পেয়ারা খায়।

প্রশ্ন :- পিঁপড়ে কীভাবে খাবার বয়ে নিয়ে আসে ?
উত্তর :- মুখ দিয়ে খাবার বয়ে নিয়ে আসে।

প্রশ্ন :- বাসা বানাতে পারে কোন্ কোন্ পাখি ?
উত্তর :- পায়রা, চড়ুই এবং বাবুই পাখি।

প্রশ্ন :- পায়রা, চড়াই কিভাবে বাসা বাঁধে ?
উত্তর :- গাছের ডাল ঠোঁটে নিয়ে এসে বাসা বাঁধে।

প্রশ্ন :- কোন্ প্রাণী গন্ধ শুঁকে রান্নাঘর থেকে মাছ খায় ?
উত্তর :- বিড়াল।

নীচের তালিকায় নানাধরনের জীবের নানারকম কাজের কথা লেখা আছে। তোমরা দলে আলোচনা করে তোমার পরিচিত কোন কোন জীবকে ওই কাজ করতে দেখেছ তা লেখো।

জীবের নানারকম কাজের তালিকা

জীবের নাম

১। খাবার জোগাড় করা 

১। কুকুর, বাঘ, সিংহ

২। জায়গা পরিবর্তন করা 

২। পিঁপড়ে, কাক

৩। ডিম পাড়া

৩। হাঁস, মুরগি, মাছ

৪। শ্বাস নেওয়া ও ছাড়া 

৪। মানুষ, কুকুর, গরু

৫। শিকার করা

৫। বাঘ, সিংহ

৬। বাড়ি বানানো

৬। মানুষ

৭। মধু সংগ্রহ করা

৭। মৌমাছি

৮। গাছের পোকামাকড় খাওয়া

৮। কাঠঠোকরা পাখি


   একই রকম জীব যারা  
 পৃষ্ঠা - ৩

প্রশ্ন :- জলে বসবাসকারী দুটি প্রাণীর নাম লেখো।
উত্তর :- মাছ, সাপ ইত্যাদি।

প্রশ্ন :- জলে বসবাসকারী দুটি উদ্ভিদের নাম লেখো।
উত্তর :- কচুরিপানা, শ্যাওলা ইত্যাদি।

প্রশ্ন :- স্থলে বসবাসকারী একই রকম প্রাণীর নাম লেখো।
উত্তর :- কুকুর, বিড়াল ইত্যাদি।

প্রশ্ন :- স্থলে রয়েছে এমন একই রকম উদ্ভিদের নাম লেখো।
উত্তর :- পেয়ারা গাছ, লেবু গাছ ইত্যাদি।


নীচে বিভিন্ন ধরনের জীবের নাম লেখা আছে। তোমরা দলে আলোচনা করে ওদের নীচের ছকে সাজানোর চেষ্টা করো। 

১. থানকুনি ২. ব্যাং ৩. সজনে ৪. গরান ৫. বাঘ ৬. শকুন ৭. শিমুল ৮. ব্যাঙের ছাতা ৯. মশা ১০. গন্ডার ১১. হরিণ ১২. হাতি ১৩. শ্যাওলা ১৪. গোরু ১৫. ভালুক ১৬. পেয়ারা ১৭. পাইন ১৮. ফার্ন ১৯. মানুষ ২০. শাল

উদ্ভিদ

প্রাণী

১. থানকুনি

২. ব্যাং

৩. সজনে

৫. বাঘ

৪. গরান

৬. শকুন

৭. শিমুল

৯. মশা

৮. ব্যাঙের ছাতা

১০. গন্ডার

১৩. শ্যাওলা

১১. হরিণ

১৬. পেয়ারা

১২. হাতি

১৭. পাইন

১৪. গোরু

১৮. ফার্ন

১৫. ভালুক

২০. শাল

১৯. মানুষ


নীচের প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায়। সবার খাবার এক নয়। যে যা খায়, তার ভিত্তিতে তাদের আলাদা দলে ভাগ করে :

১. হরিণ ২. বাঘ ৩. কাক ৪. শকুন ৫. গোরু ৬. ভালুক ৭. চড়ুই ৮. মশা ৯. প্রজাপতি ১০. হাতি ১১. সিংহ ১২. রুই ১৩. কুকুর ১৪. বিড়াল ১৫. শালিক ১৬. ভেড়া ১৭. কেঁচো ১৮. ব্যাং ১৯. টিকটিকি ২০. আরশোলা ২১. ইঁদুর

প্রাণীদের নাম

কী খায়

১. হরিণ, হাতি, গরু, ভেড়া

১. ঘাস, লতা-পাতা, খড়, ছোট ছোট বৃক্ষ

২. বাঘ, ভালুক, কুকুর, সিংহ, বিড়াল

২.মাছ ও মাংস

৩. চড়ুই, শালিক

৩. সরষে দানা, ধান, বিভিন্ন পোকামাকড়

৪. মশা

৪. রক্ত, গাছের রস

৫. প্রজাপতি

৫. ফুলের মধু

৬. রুই

৬. ক্ষুদ্র ক্ষুদ্র জলজ উদ্ভিদ ও জীব

৭. কেঁচো 

৭. মাটি

৮. ব্যাঙ

৮. ফড়িং এবং বিভিন্ন ছোট ছোট পতঙ্গ

৯. টিকটিকি

৯. আরশোলা এবং ছোট ছোট পোকামাকড়

১০. আরশোলা

১০. বিভিন্ন নোংরা খাদ্য বস্তু

১১. ইঁদুর

১১. শস্যদানা, গৃহ খাবার, পোকামাকড় এবং রুটি


আমরা সবাই মিলে বাঁচব 
পৃষ্ঠা নং - ৪ 
প্রশ্ন ঃ- সাপ কী খায় ? 
উত্তর ঃ- সাপ ইঁদুর খায় ।

প্রশ্ন ঃ- সব সাপ মেরে ফেললে কী হবে ?
উত্তর ঃ- ইঁদুরের সংখ্যা বেড়ে যাবে।

প্রশ্ন ঃ- কখন ব্যাং ডাকে ?
উত্তর ঃ- বর্ষাকালে বৃষ্টি হলে ব্যাং ডাকে । 

প্রশ্ন ঃ- ব্যাঙ কী খায় ?
উত্তর ঃ- পোকামাকড়।

প্রশ্ন ঃ- জমিতে পোকামাকড় মারার জন্য আমরা কী করি ?
উত্তর ঃ- বিষ প্রয়োগ করি। 

প্রশ্ন ঃ- জমিতে বিষ প্রয়োগ করার ফলে ব্যাঙেদের কি ক্ষতি হতে পারে ?
উত্তর ঃ- ব্যাং মারা যেতে পারে।

প্রশ্ন ঃ- হরিণ কী খায় ?
উত্তর ঃ- হরিণ ঘাস খায় । 

প্রশ্ন ঃ- হরিণকে কে খায় ?
উত্তর ঃ- হরিণকে বাঘ খায়। 

প্রশ্ন ঃ- জিরাফ কী খায় ?
উত্তর ঃ- উঁচু গাছের পাতা খায় ।

প্রশ্ন ঃ- ছাগল কী খায় ?
উত্তর ঃ- ছাগল ঘাস খায়।

প্রশ্ন ঃ- আমরা কাদের উপর নির্ভর করে বেঁচে থাকি ? 
উত্তর ঃ- অন্য জীবদের উপর।

তোমরা দলে আলোচনা করে নীচের ফাঁকা খোপগুলো ভরাট করো। তির চিহ্ন হচ্ছে কে কাকে খায় তার নির্দেশ । দেখো তো তোমার পরিচিত জীবের দল বেঁচে থাকার জন্য কোন কোন প্রাণীর ওপর নির্ভর করে থাকি । 

১) ঘাস -----> ঘাস ফড়িং -----> ব্যাং -------> সাপ

২) জলের শ্যাওলা -----> মাছ ------> মাছরাঙা

৩) ঘাসপাতা ------> খরগোশ -----> কুকুর

৪) গাছের মূল -----> কেঁচো -----> পাখি

     গাছের পাতা -----> ভেড়া -----> শিয়াল
                            -------> পোকামাকড় -----> ব্যাং -----> সাপ

     গাছের কান্ড -----> হাতি
     
     গাছের ফল -------> পাখি -----> শিয়াল



Dear Students, আজ এই পর্যন্তই । আমরা এর পরের বিভাগের প্রশ্ন ও উত্তর গুলো খুব শীঘ্রই এই সাইটে পোস্ট করবো। তোমরা সেই প্রশ্ন ও উত্তরগুলো পেতে আমাদের সাথেই থাকো । আমাদের  TELEGRAM CHANNEL - এ যুক্ত হয়ে যাও। তাহলে যখন পোস্ট করা হবে তখন জানতে পারবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটি SUBSCRIBE করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ