Type Here to Get Search Results !

দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর


মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর 
দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর 

মাধ্যমিক /দশম শ্রেণি
ইতিহাস
প্রথম অধ্যায় : ইতিহাসের ধারণা
প্রতিটি প্রশ্নের মান : ১

১. কে 'ইতিহাসের জনক' নামে পরিচিত ? অথবা, 'ইতিহাসের জনক' কাকে বলা হয় ?
উত্তর :- গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।

২. কে 'বিজ্ঞানসম্মত ইতিহাসচর্চার জনক' নামে পরিচিত ?
উত্তর :- গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস।

৩. 'নিউ সায়েন্স' (১৭২৫ খ্রি.) গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর :- ইতালির চিন্তাবিদ ভিকো।

৪. কে ইতিহাসচর্চায় পেশাদারি পর্বের সূচনা করেন ?
উত্তর :- লিওপোল্ড ভন রাঙ্কে।

৫. 'দ্য অ্যানালস' নামক পত্রিকা কবে প্রকাশিত হয় ?
উত্তর :- ১৯২৯ খ্রিস্টাব্দে।

৬. 'দ্য অ্যানালস' পত্রিকাটি কে প্রকাশ করেন ?
উত্তর :- মার্ক ব্লখ ও লুসিয়েন ফেভর নামক দুই ইতিহাসবিদ।

৭. 'হিস্ট্রি ফ্রম বিলো' (History from Below) প্রবন্ধটি (১৯৬৬ খ্রি.) কে প্রকাশ করেন ?
উত্তর :- ব্রিটিশ ঐতিহাসিক ই. পি. টমসন।

৮. বিশ শতকের কোন্ সময় থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় ?
উত্তর :- ১৯৬০ এর দশক থেকে।

৯. আর জি কলিংউড লিখিত গ্রন্থের নাম কী ?
উত্তর :- The Idea of History.

১০. নতুন সামাজিক ইতিহাসচর্চার প্রতিষ্ঠান 'দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন' কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- ১৯৭৬ খ্রিস্টাব্দে।

১১. দুজন নিম্নবর্গীয় (সাবল্টার্ন) ঐতিহাসিকের নাম লেখো।
উত্তর :- রণজিৎ গুহ, গৌতম ভদ্র।

১২. ইউরোপে খেলার ইতিহাসের চর্চা কখন শুরু হয় ?
উত্তর :- ১৯৭০ সালে।

১৩. কবে 'ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি' প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- ১৯৮২ খ্রিস্টাব্দে।

১৪. কবে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় ?
উত্তর :- ১৭২১ খ্রিস্টাব্দে।

১৫. খেলাধুলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এমন দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো। 
উত্তর :- বোরিয়া মজুমদার ও রামচন্দ্র গুহ।

১৬. কবে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- ১৭৯২ খ্রিস্টাব্দে।

১৭. কোন্ খেলা 'খেলার রাজা' নামে পরিচিত ?
উত্তর :- ক্রিকেট খেলা।

১৮. ক্রিকেট ইতিহাস চর্চাকারী একজন গবেষকের নাম লেখো। 
উত্তর :- বোরিয়া মজুমদার ।

১৯. সিংজি ক্রিকেটারদ্বয়ের নাম লেখো। 
উত্তর :- রণজিৎ সিংজি এবং দলীপ সিংজি।

২০. রণজিৎ সিংজির নামে দুটি স্মারক কর্মসূচীর নাম কী কী ?
উত্তর :- রঞ্জি ট্রফি এবং রঞ্জি স্টেডিয়াম।

২১. ১৯২২ খ্রিস্টাব্দে ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফর বাধা পায় কেন ?
উত্তর :- ১৯৩২ খ্রিস্টাব্দে গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় আয়োজিত এই সফর থেকে কয়েকজন নির্বাচিত খেলোয়াড় গান্ধীজির আবেদনে সাড়া দিয়ে নিজেদের নাম প্রত্যাহার করে নিলে ভারতীয় দলের ইংল্যান্ড সফর বাধা পায়।

২২. পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম কী ?
উত্তর :- মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।

২৩. বাংলায় 'ইস্টবেঙ্গল ক্লাব' কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- ১৯২০ খ্রিস্টাব্দে।

২৪. কবে, কার নেতৃত্বে মোহনবাগান দল ইংরেজদের পরাজিত করে ?
উত্তর :- ১৯১১ খ্রিস্টাব্দে শিবদাস ভাদুড়ীর নেতৃত্বে ।

২৫. মোহনবাগান দল কোন্ খেলায় ইংল্যান্ডের কোন্ দলকে পরাজিত করে ?
উত্তর :- ১৯১১ খ্রিস্টাব্দের আই. এফ. এ শিল্ড খেলায় মোহনবাগান ইংল্যান্ডের ইস্ট ইয়র্ক দলকে পরাজিত করে।

২৬. ১৯১১ খ্রিস্টাব্দের ফুটবল খেলায় দুজন বাঙালি ফুটবলারের নাম লেখো।
উত্তর :- শিবদাস ভাদুড়ী, গোষ্ঠ পাল।

২৭. ১৯১১ খ্রিস্টাব্দের শিল্ড বিজয়ের ঘটনার অন্যতম বৈশিষ্ট্য কী ছিল ?
উত্তর :- প্রশ্নোক্ত খেলায়, ইংরেজরা যেখানে পায়ে বুট জুতো পরে খেলতে নেমেছিল, সেখানে বাঙালিরা খেলেছিল খালি পায়ে।

২৮. আধুনিক ইতিহাসচর্চায় ভারতীয় ক্রিকেট ও ফুটবল খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
উত্তর :- ইংরেজ-প্রাধান্য তুচ্ছ করে ভারতীয়রা এই দুটি খেলায় ইংরেজদের বিরুদ্ধে সফলভাবে মোকাবিলা করায় ভারতীয় জাতীয়তাবাদ উজ্জীবিত হয়েছিল বলে আধুনিক ভারতের ইতিহাসচর্চায়, ভারতীয় ক্রিকেট ও ফুটবলের ইতিহাস গুরুত্বপূর্ণ।

২৯. ভারতের খাদ্য তালিকায় পোর্তুগিজদের দুটি সংযোজন কী কী ?
উত্তর :- আলু ও কাঁচালঙ্কা।

৩০. বাঙালিদের প্রধান খাদ্য কী কী ?
উত্তর :- ভাত ও মাছ।

৩১. খাদ্যাভ্যাস সম্পর্কিত ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষকের নাম লেখো।
উত্তর :- কে. টি. আচয়।

৩২. শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে যুক্ত একজন গবেষক ও তাঁর গবেষণাগন্থের নাম লেখো।
উত্তর :- ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর রচিত গ্রন্থ 'বঙ্গীয় নাট্যশালার ইতিহাস' ।

৩৩. বাংলা সংগীতের দুটি ধারার নাম উল্লেখ করো। 
উত্তর :- বাউল/কীর্তন/ভাটিয়ালি এবং সর্বোপরি রবীন্দ্র সংগীত।

৩৪. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কাদের গান বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিল ?
উত্তর :- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর / রজনীকান্ত সেন / চারণ কবি মুকুন্দ দাস প্রমুখের গান বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিল।

৩৫. জাতীয়তাবাদী আন্দোলনের সময় রচিত দুটি স্বদেশি সংগীতের উদাহরণ দাও। 
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাংলার মাটি, বাংলার জল....' এবং অতুলপ্রসাদ সেনের 'ওঠো গো ভারতলক্ষ্মী'।

৩৬. 'কথাকলি' ভারতের কোন্ রাজ্যের নৃত্যশৈলী ?
উত্তর :- কেরল রাজ্যের।

৩৭. ভারতীয় নৃত্যশিল্পের দুটি ধারার নাম লেখো। 
উত্তর :- কত্থক এবং ভারতনাট্যম।

৩৮. মূল ধারার বাইরে দুটি ভারতীয় নৃত্যকলার নাম উল্লেখ করো। 
উত্তর :- রবীন্দ্র নৃত্য এবং উদয়শঙ্কর প্রবর্তিত নৃত্যধারা।

৩৯. কবে, কোন্ বিদেশি নাট্যকার ভারতে নাট্যচর্চা শুরু করেন ?
উত্তর :- ১৭৯৫ সালে রুশ নাট্যকার গেরাসিম লেবেডফ।

৪০. বাংলা নাট্যচর্চার প্রথম যুগে কোন্ দুটি বিদেশি নাটকের বাংলা অনুবাদ হয় ?
উত্তর :- 'লাভ ইস্ দ্য বেস্ট ডক্টর' এবং 'ডিসগাইস'।

৪১. বাংলা ভাষার প্রথম দুটি মৌলিক নাটক কী কী ?
উত্তর :- যোগেন্দ্র চন্দ্র গুপ্তের 'কীর্তিবিলাস' ও তারাচরণ শিকদারের 'ভদ্রার্জুন' ।

৪২. মধুসূদন দত্তের লেখা দুটি প্রহসনের নাম লেখো। 
উত্তর :- 'একেই কি বলে সভ্যতা' এবং 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ'।

৪৩. রবীন্দ্রনাটককে কী কী ভাগে বিভক্ত করা যায় ?
উত্তর :- রবীন্দ্রনাথের ভাগগুলি হল - সামাজিক নাটক, ব্যঙ্গরসাত্মক নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, নৃত্যনাট্য ইত্যাদি ।

৪৪. কারা প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন ?
উত্তর :- প্যারিসের লুমিয়্যের ভ্রাতৃদ্বয়।

৪৫. ফ্রান্সে কে চলমান চিত্রগ্রহণের মেশিন আবিষ্কার করে ?
উত্তর :- ল্যুমিয়ের ব্রাদার্স।

৪৬. দ্য রেস্টলারস ' নামক সচল ছবি কবে তৈরি হয় ?
উত্তর :- ১৮৯৬ খ্রিস্টাব্দে।

৪৭. 'আলম আরা ' ছবিটি কবে তৈরি হয় ?
উত্তর :- ১৯৩১ খ্রিস্টাব্দে।

৪৮. ভারতে কে, কবে 'রাজা হরিশচন্দ্র' চলচ্চিত্রটি নির্মাণ করেন ?
উত্তর :- ১৯১৩ খ্রিস্টাব্দে দাদাসাহেব ফালকে ।

৪৯. বাংলা চলচ্চিত্রের নতুন ধারার প্রথম ছবি কোনটি ? কে, কবে এই ছবি নির্মাণ করেন ?
উত্তর :- ১৯৫৬ খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় নির্মিত 'পথের পাঁচালী'।

৫০. পথের পাঁচালী ছবিটির পরিচালক কে ?
উত্তর :- সত্যজিৎ রায়।

৫১. সত্যজিৎ রায় বাদে বাংলা চলচ্চিত্রের দুজন নতুন ধারার চলচ্চিত্রকারের নাম লেখো।
উত্তর :- মৃণাল সেন ও ঋত্বিক ঘটক।

৫২. 'বাংলা চলচ্চিত্রের জনক' কাকে বলা হয় ?
উত্তর :- হীরালাল সেনকে।

৫৩. 'রয়্যাল বায়োস্কোপ কোম্পানি' (১৮৯৮ খ্রি.) কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর :- হীরালাল সেন।

৫৪. কলকাতায় 'স্টার থিয়েটার' কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- ১৮৮৪ খ্রিস্টাব্দে।

৫৫. নটী বিনোদিনী কে ?
উত্তর :- নটী বিনোদিনী উনিশ শতকের বাংলার একজন বিখ্যাত মঞ্চ অভিনেত্রী।

৫৬. ১৮৭০ - এর দশকে ইংল্যান্ডের একজন পোশাক সংস্কারকের নাম লেখো।
উত্তর :- মিসেস স্টানটন।

৫৭. পারসি রীতির অনুসরণে বাংলায় ব্রাহ্মসমাজের নারীরা যে শারী পরত তার নাম কী ?
উত্তর :- ব্রাহ্মিকা শাড়ী।

৫৮. 'বাঙালির বেশবাস' গ্রন্থটির লেখক কে ?
উত্তর :- মলয় রায়।

৫৯. মহাত্মা গান্ধীর ব্যবহৃত টুপি কী নামে পরিচিত ?
উত্তর :- গান্ধী টুপি নামে পরিচিত।

৬০. ভারতে রেলপথ কে, কবে প্রবর্তন করেন ?
উত্তর :- লর্ড ডালহৌসি ১৮৫৩ খ্রিস্টাব্দে ।

৬১. কোন্ দেশে প্রথম টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা শুরু হয় ?
উত্তর :- ইংল্যান্ডে।

৬২. ভারতীয় টেলিগ্রাফ ব্যবস্থা কবে চালু হয় এবং বিলুপ্ত হয় ?
উত্তর :- চালু হয় ১৮৫১ খ্রিস্টাব্দে এবং বিলুপ্ত হয় ২০১৩ খ্রিস্টাব্দে।

৬৩. কবে ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয় ?
উত্তর :- ১৮৩০ খ্রিস্টাব্দে।

৬৪. সুয়েজ খাল কবে খনন করা শুরু হয় ?
উত্তর :- ১৮৫৯ খ্রিস্টাব্দে।

৬৫. কলকাতায় কবে সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- ১৮৮২ খ্রিস্টাব্দে।

৬৬. ঘোড়ায় টানা কলকাতায় কবে থেকে চলতে শুরু করে ?
উত্তর :- ১৮৭৩ খ্রিস্টাব্দে।

৬৭. কলকাতায় কবে ইলেকট্রিক ট্রামগাড়ি চালু হয় ?
উত্তর :- ১৯০২ খ্রিস্টাব্দে।

৬৮. রাইট ভ্রাতৃদ্বয় কবে এরোপ্লেন আবিষ্কার করেন ?
উত্তর :- ১৯০৩ খ্রিস্টাব্দে।

৬৯. অবনীন্দ্রনাথ ঠাকুরের দু-জন শিল্পী শিষ্যের নাম লেখো।
উত্তর :- নন্দলাল বসু ও অসিতকুমার হালদার।

৭০. গগেনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা দুটি ছবির নাম লেখো। 
উত্তর :- অদ্ভুত লোক ও নবহুল্লোড়।

৭১. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের দুজন শিল্পীর নাম লেখো। 
উত্তর :- জয়নুল আবেদিন এবং চিত্তপ্রসাদ ভট্টাচার্য।

৭২. উনিশ শতকের দুজন বাঙালি ফটোগ্রাফারের নাম লেখো।
উত্তর :- রাজেন্দ্রলাল মিত্র এবং প্রিয়নাথ শেঠ।

৭৩. বর্তমান কলকাতার দুটি ব্রিটিশ স্থাপত্যের নাম লেখো। 
উত্তর :- রাইটার্স বিল্ডিং এবং জাতীয় গ্রন্থাগার।

৭৪. ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- ১৭৫৩ খ্রিস্টাব্দে।

৭৫. ভারতীয় জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- ১৮১৪ খ্রিস্টাব্দে।

৭৬. পশ্চিমবঙ্গ সংস্কৃতি গ্রন্থের লেখক কে ?
উত্তর :- বিনয় ঘোষ।

৭৭. ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি ?
উত্তর :- কলহনের 'রাজতরঙ্গিণী' ।

৭৮. বাংলার দুজন ঐতিহাসিক ও তাঁদের লেখা আঞ্চলিক ইতিহাস গ্রন্থের নাম লেখো।
উত্তর :- সতীশচন্দ্র মিত্র রচিত 'যশোহর খুলনার ইতিহাস' এবং নিখিলনাথ রায় রচিত 'মুর্শিদাবাদ কাহিনি'।

৭৯. 'সেতিহাস বগুড়ার বৃত্তান্ত' (১৮৬১ খ্রি.) গ্রন্থটি কার লেখা ?
উত্তর :- কালিকমল সার্ব্বভৌম-এর লেখা।

৮০. কলকাতা শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতাদের মধ্যে একজনের নাম লেখো। 
উত্তর :- পি টি নায়ার।

৮১. বাংলার দুজন শহরের ইতিহাসকার ও ইতিহাস গ্রন্থের নাম লেখো। 
উত্তর :- হরিসাধন মুখোপাধ্যায় রচিত 'কলিকাতা সেকালের ও একালের' এবং হরিহর শেঠ রচিত 'প্রাচীন কলকাতা পরিচয়' / বিনয় ঘোষ রচিত 'কলকাতা শহরের ইতিবৃত্ত'।

৮২. বোম্বাই শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতাদের মধ্যে বিখ্যাত একজনের নাম লেখো। 
উত্তর :- ক্রিস্টিন ডবিন ।

৮৩. মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া' গ্রন্থটি কে লিখেছেন ?
উত্তর :- যদুনাথ সরকার।

৮৪. প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে প্রামাণ্য গ্রন্থের রচয়িতা একজন ঐতিহাসিকের নাম লেখো। 
উত্তর :- মার্কিন ঐতিহাসিক এস বি ফে।

৮৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বিবেকানন্দ মুখোপাধ্যায় রচিত ইতিহাস গ্রন্থের নাম কী ?
উত্তর :- দ্বিতীয় মহাষুদ্ধের ইতিহাস ।

৮৬. দি অরিজিনস অব্ দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়র' - এই গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর :- এ জে পি টেলর।

৮৭. ডেভিড আর্নল্ড সম্পাদিত পরিবেশ সম্পর্কিত একটি গ্রন্থের নাম লেখো। 
উত্তর :- 'নেচার, কালচার'।

৮৮. 'ইকোলজিক্যাল ইম্পোরিয়ালজম' কার লেখা ?
উত্তর :- অ্যালফ্রেড ডব্লিউ ক্রুস - এর লেখা।

৮৯. মেধা পাটেকর কে ছিলেন ?
উত্তর :- নর্মদা বাঁচাও নামক পরিবেশ আন্দোলনের নেত্রী।

৯০. পরিবেশ আন্দোলনের দুজন নেত্রী কে ছিলেন ?
উত্তর :- মেধা পাটেকর এবং অরুন্ধতী রায়।

৯১. অরণ্যের অধিকার-কেন্দ্রিক দুটি বিদ্রোহের নাম লেখো।
উত্তর :- ১৮৫৫ খ্রি. সংঘটিত সাঁওতাল বিদ্রোহ এবং ১৯০০ খ্রি. সংঘটিত মুন্ডা বিদ্রোহ।

৯২. 'ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড' বইটির লেখক কে ?
উত্তর :- কীথ টমাস।

৯৩. 'দি স্ট্রাকচার অব সায়েন্টিফিক রেভোলিউশন' (১৯৬০) নামক গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর :- টমাস কুন।

৯৪. বিজ্ঞান - প্রযুক্তিচর্চা সম্পর্কিত একটি গ্রন্থের নাম লেখো।
উত্তর :- দীপক কুমার রচিত 'সায়েন্স অ্যান্ড দ্য রাজ'।

৯৫. চিকিৎসাবিদ্যায় রেডিয়োলজির ব্যবহার কখন হয় ?
উত্তর :- ১৮৯৫ খ্রিস্টাব্দে।

৯৬. ভারতের মঙ্গল অভিযান প্রকল্প কবে বাস্তবায়িত হয় ?
উত্তর :- ২০১৩ সালে।

৯৭. মধুসূদন গুপ্তের শব ব্যবচ্ছেদ স্মরণীয় কেন ?
উত্তর :- অন্ধ ধর্মবিশ্বাস ও কুসংস্কার ত্যাগ করে, শুধু চিকিৎসা বিজ্ঞানের প্রসারের জন্য এই শব ব্যবচ্ছেদ করা হয়েছিল বলে ঘটনাটি স্মরণীয়।

৯৮. ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী ?
উত্তর :- কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।

৯৯. জেরাল্ডিন ফরবেশ রচিত ভারতের নারী-ইতিহাস সম্পর্কিত গ্রন্থের নাম কী ?
উত্তর :- উওমেন ইন মডার্ন ইন্ডিয়া।

১০০. 'ইংরেজরা পাখি মারতে গেলে তারও ইতিহাস রচিত হয়' কথাটি কে বলেছিলেন ?
উত্তর :- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১০১. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ?
উত্তর :- মহাফেজখানা বা লেখ্যাগারে (আর্কাইভস্) সংরক্ষণ করা হয়।

১০২. ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত ?
উত্তর :- দিল্লিতে।

১০৩. গোপন নথিপত্রের মধ্যে উল্লেখযোগ্য দিকগুলি কী কী ?
উত্তর :- পুলিশ, গোয়েন্দা ও স্বরাষ্ট্র বিভাগের নথিপত্র।

১০৪. সরকারি আধিকারিকদের প্রতিবেদনের একটির উদাহরণ লেখো। 
উত্তর :- টমাস ব্যাবিংটন মেকলের প্রতিবেদন সরকারি আধিকারিকদের প্রতিবেদনগুলির অন্যতম।

১০৫. সরকারি নথিপত্রের মধ্যে একটি উল্লেখযোগ্য বিবকণের উদাহরণ লেখো। 
উত্তর :- নীল কমিশনের বিবরণ।

১০৬. উইলিয়াম উইলসন হান্টার কে ছিলেন ?
উত্তর :- ব্রিটিশ আমলের একজন দক্ষ প্রশাসক ও ঐতিহাসিক।

১০৭. 'সত্তর বৎসর' নামে আত্মজীবনীটি কার লেখা ?
উত্তর :- বিপিনচন্দ্র পালের লেখা।

১০৮. বিপিনচন্দ্র পালের অসমাপ্ত আত্নজীবনীটি 'সত্তর বৎসর' কবে গ্রন্থাকারে প্রকাশিত হয় ?
উত্তর :- ১৯৫৪ খ্রিস্টাব্দে।

১০৯. 'জীবনস্মৃতি' কার আত্মজীবনী ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুরের।

১১০. রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কী ?
উত্তর :- জীবন স্মৃতি।

১১১. রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত 'জীবনস্মৃতি' কবে প্রকাশিত হয় ?
উত্তর :- ১৯২২ খ্রিস্টাব্দে।

১১২. 'ছেড়ে আসা গ্রাম' কী ধরণের সাহিত্য ?
উত্তর :- আত্মজীবনী ও স্মৃতিমূলক সাহিত্য।

১১৩. জীবনের ঝরাপাতা কী ধরনের সাহিত্য ?
উত্তর :- আত্মজীবনীমূলক সাহিত্য।

১১৪. সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী গ্রন্থের নাম কী ?
উত্তর :- জীবনের ঝরাপাতা।

১১৫. জীবনের ঝরাপাতা কবে কোথায় প্রতাশিত হয় ?
উত্তর :- ১৯৫৪-৫৫ খ্রিস্টাব্দে সাপ্তাহিক 'দেশ' পত্রিকায়।

১১৬. স্বদেশি আন্দোলনকালে 'লক্ষ্মীর ভান্ডার' কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর :- সরলাদেবী চৌধুরানি।

১১৭. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম কী ?
উত্তর :- দিগদর্শন।

১১৮. স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানা যায় এমন দুটি আত্মজীবনীর নাম লেখো। 
উত্তর :- স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সম্পর্কিত দুটি আত্মজীবনী সরলাদেবী চৌধুরানির 'জীবনের ঝরাপাতা' এবং বিপিনচন্দ্র পালের 'সত্তর বৎসর'।

১১৯. জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর পরিচয় কী ?
উত্তর :- জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী এবং তাঁর কন্যা ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী।

১২০. 'দিগদর্শন' - এর সম্পাদক কে ছিলেন ?
উত্তর :- জে. মার্শম্যান।

১২১.  'সমাচার দর্পণ' কবে প্রকাশিত হয় ?
উত্তর :- ১৮১৮ খ্রিস্টাব্দের মে মাসে।

১২২. 'সমাচার চন্দ্রিকা' কে প্রকাশ করেন ?
উত্তর :- ভবানীচরণ বন্দোপাধ্যায়।

১২৩. উনিশ শতকের প্রথম সারির দুটি বাংলা সংবাদপত্রের নাম লেখো। 
উত্তর :- সংবাদ প্রভাকর এবং সোমপ্রকাশ।

১২৪. উনিশ শতকের প্রথম সারির কয়েকটি বাংলা সাময়িকপত্রের নাম লেখো। 
উত্তর :- বঙ্গদর্শন, ভারতী ইত্যাদি।

১২৫. 'বঙ্গদর্শন' পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয় ?
উত্তর :- ১২ এপ্রিল, ১৮৭২ খ্রিস্টাব্দে।

১২৬. 'বঙ্গদর্শন' সাময়িকপত্র কে প্রবর্তন করেন ?
উত্তর :- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১২৭. 'সোমপ্রকাশ' পত্রিকা কবে প্রকাশিত হয় ?
উত্তর :- ১৮৫৮ খ্রিস্টাব্দে।

১২৮. 'সোমপ্রকাশ ' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর :- সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ।

******'*********সমাপ্ত ******************

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ