প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা পঞ্চম শ্রেনি পাশ করে ষষ্ঠ শ্রেনিতে ভর্তি হয়েছো। করোনার জন্য দীর্ঘদিন ধরে তোমাদের স্কুল বন্ধ রয়েছে। তো প্রতিবারের মতো এবারও তোমাদের ষষ্ঠ শ্রেনির নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্কুল থেকে দিয়েছে। যেটা তোমরা ইতিমধ্যেই পেয়ে গেছ। তো সেগুলো প্রশ্নের সমস্ত উত্তর এখানে পেয়ে যাবে। নীচে Class 6 Bengali Model Activity Task Part 2 February 2022 এর সমস্ত উত্তর পেয়ে যাবে। তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও।
Model Activity Task
ষষ্ঠ শ্রেণি (Class - VI)
বাংলা (Bengali)
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×৩=৩
১.১ শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্ম - (ক) ১৯৩৩ সালে (খ) ১৯৪৭ সালে (গ) ১৯৬১ সালে (ঘ) ১৯৬৯ সালে
উত্তর :- (ক) ১৯৩৩ সালে।
১.২ মাস্টারমশাই বিভীষণ দাশ যে পাখির কথা বলছিলেন - (ক) শঙ্খচিল (খ) এমু (গ) বাজ (ঘ) বক
উত্তর :- (খ) এমু
১.৩ শংকরের স্বপ্নে দেখা এমুপাখি যে গাছের ডালে এসে বসেছিল - (ক) নারকেল (খ) সুপুরি (গ) সবেদা (ঘ) তাল
উত্তর :- (গ) সবেদা
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১×৩=৩
২.১ অভিমন্যু সেনাপতি কে ?
উত্তর :- শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা 'সেনাপতি শংকর' গল্পে শংকরের বাবা হলেন অভিমন্যু সেনাপতি।
২.২ শংকর কোন্ স্কুলে পড়ে ?
উত্তর :- শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা 'সেনাপতি শংকর' গল্পে শংকর আকন্দ বাড়ি স্কুলে পড়ে।
২.৩ 'বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ ? - কে একথা বলেছেন ?
উত্তর :- উদ্ধৃত অংশটি শ্যামল গঙ্গোপাধ্যায়ের 'সেনাপতি শংকর' গল্প থেকে নেওয়া হয়েছে। বিভীষণ দাস শংকরকে একথা বলেছে।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ৩×৩=৯
৩.১ 'চমকে উঠল ছেলেটি।' - কে চমকে উঠেছে ? তার চমকে ওঠার কারণ কী ?
উত্তর :- উদ্ধৃত অংশটি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা 'সেনাপতি শংকর' গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে শংকর চমকে উঠলো।
আকন্দবাড়ির স্কুলের পঞ্চম শ্রেণির প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে শিক্ষক মহাশয় বিভীষণ দাশ এমু পাখির কথা বলছিলেন এবং ঠিক সেই মুহূর্তে শংকর নিজের স্বপ্নের জগতে আনমনা হয়ে পড়েছিল। সে দেখছিল নারকেল গাছের মাথার ওপর দিয়ে কত উঁচুতে ডানা মেলে শঙ্খচিল ভাসছে। এক-একদিন রাতে স্বপ্নের ভিতরে সেও অমন ভেসে পড়ে এবং চিৎকারে শংকর চমকে উঠেছিল।
৩.২ 'সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। - সকলে হেসে উঠেছিল কেন ?
উত্তর :- উদ্ধৃত অংশটি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা 'সেনাপতি শংকর' গল্প থেকে নেওয়া হয়েছে।
প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে শংকর আনমনা থাকায় মাস্টারমশাই বিভীষণ দাস তাকে ধমক দিয়ে বলেন যে তিনি কী পড়াচ্ছেন ? সেটা শংকর জানে কিনা ? এ প্রশ্নের উত্তরে বলে যে তিনি এমু পাখির কথা পড়াচ্ছেন তখন মাস্টার মশাই তাকে জানতে চাই সে কোনদিন এমু পাখি দেখেছে কিনা এর উত্তরে সম্মতি জানিয়ে বলে যে সে ঘোলপুকুরের বড় দীঘির পাড়ে সবেদা গাছের ডালে এমু পাখি কে বসতে দেখেছে। এরথা শুনে সারা ক্লাস হাসিতে ফেটে পড়েছিল।
৩.৩ বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার জন্য কোন্ কোন্ সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন ?
উত্তর :- শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা 'সেনাপতি শংকর' গল্পে, বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার জন্য যে যে সাবধানতা অবলম্বন করার কথা বলেছে সেগুলি হল সাবধানে পা টিপে টিপে চলতে হবে, জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো। কারণ এই রং গাছের পাতা সঙ্গে মিশে থাকে, বেগুনি রঙের জামা পড়লে খুবই ভালো কারণ পাখি কোন রং দেখতে পায় না।
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :
'শংকরের বুকটা গর্বে ফুলে উঠল।
--- শংকরের গর্বিত হওয়ার কারণ শংকর সেনাপতি রচনাংশ অনুসরণে বুঝিয়ে দাও।
উত্তর :- উদ্ধৃত অংশটি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা 'সেনাপতি শংকর' গল্প থেকে নেওয়া হয়েছে।
এখানে পাখি দেখার জন্য শিক্ষকের উপদেশ অনুযায়ী সাবধানে পা টিপে টিপে চলতে হবে। জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো, কারণ এই রং গাছের পাতার পাতার সঙ্গে মিশে থাকে। বেগুনি রঙের জামা পরলে খুবই ভালো কারণ পাখি বেগুনি রং দেখতে পায়না। বিভীষণ মাস্টারমশাই শংকরকে বলেছিলেন গাছে গাছে ঘোড়ার কথা অনেক পাখি দেখার কথা, বলেছিলেন যত পারবে চোখ খোলা রেখে এই পৃথিবীর সব পাখি, গাছপালা দেখতে, এটা শুনে শংকরের বুকটা গর্বে ফুলে উঠেছিল।
**************সমাপ্ত***************
আশা করছি, তোমরা সবকটি উত্তরগুলো লিখে নিয়েছ। তো যদি আমাদের দেওয়া উত্তরগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের অনুরোধ, আমাদের Anwar Study Point ইউটিউব (YOUTUBE) চ্যানেলটি অবশ্যই SUBSCRIBE করবে। আমরা ইউটিউবেও (Youtube) উত্তরগুলো ভিডিও করে আপলোড করে থাকি। ধন্যবাদ!