Type Here to Get Search Results !

অষ্টম শ্রেণী ইতিহাস (প্রথম অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান) ১ নম্বরের প্রশ্ন ও উত্তর



শ্রেণী : অষ্টম
বিষয় : ইতিহাস
অধ্যায় : প্রথম (আঞ্চলিক শক্তির উত্থান)

১. কত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান ?
উত্তর :- ১৭০৭ খ্রীঃ।

২. ঔরঙ্গজেবের মৃত্যু এবং পলাশির যুদ্ধের মধ্যে কত বছরের ব্যবধান ছিল ?
উত্তর :- ৫০ বছর।

৩. কোন্ মুঘল সম্রাটের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের শক্তি দ্রুত নষ্ট হয়ে যেতে থাকে ?
উত্তর :- ঔরঙ্গজেব।

৪. কত খ্রিস্টাব্দের মধ্যে নাদির শাহ ভারত আক্রমণ করেন ?
উত্তর :- ১৭৩৮-৩৯ খ্রীঃ।

৫. কত খ্রিস্টাব্দের মধ্যে আহমদ শাহ আবদালি ভারত আক্রমণ করেন ?
উত্তর :- ১৭৫৬-৫৭ খ্রীঃ।

৬. ১৭৫৬-৫৭ খ্রিস্টাব্দের মধ্যে কার আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল ?
উত্তর :- আহমদ শাহ আবদালি।

৭. কোন্ সময়ে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল ?
উত্তর :- অষ্টাদশ শতকে।

৮. সুবা বাংলার রাজস্ব আদায়ের জন্য ঔরঙ্গজেব কাকে দেওয়ান নির্বাচন করেন ?
উত্তর :- মুর্শিদকুলি খানকে।

৯. মুঘল সম্রাট বাহাদুর শাহ-এর আমলে সুবা বাংলার 'দেওয়ান' কে ছিলেন ?
উত্তর :- মুর্শিদকুলি খান।

১০. কত খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খানকে বাংলার নাজিম পদ দেওয়া হয় ?
উত্তর :- ১৭১৭ খ্রীঃ।

১১. কার নেতৃত্বে আঞ্চলিক শক্তিরূপে বাংলার উত্থান ঘটে ?
উত্তর :- মুর্শিদকুলি খান।

১২. উমিচাঁদ কে ছিলেন ?
উত্তর :- হিন্দু ব্যবসায়ী।

১৩. খোজা ওয়াজিদ কে ছিলেন ?
উত্তর :- আর্মেনীয় ব্যবসায়ী।

১৪. মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারীর নাম কী ?
উত্তর :- জগৎ শেঠ।

১৫. সুবা বাংলার কোশাগার ও টাঁকশাল কার পরোক্ষ নিয়ন্ত্রণে চলত ?
উত্তর :- জগৎ শেঠ।

১৬. মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে যেসব বণিকদের প্রভাব ছিল, তারা কী নামে পরিচিত ?
উত্তর :- বণিকরাজা।

১৭. কত খ্রিস্টাব্দে হিরাপদ শাহ রাজস্থান থেকে পাটনায় চলে যান ?
উত্তর :- ১৬৫২ খ্রীঃ।

১৮. কে মুঘল সম্রাটের কাছ থেকে 'জগৎ শেঠ' বা 'জগতের শেঠ' উপাধি পান ?
উত্তর :- ফতেচাঁদ।

১৯. কত খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খান মারা যান ?
উত্তর :- ১৭২৭ খ্রীঃ।

২০. বর্গীরা কার আমলে বাংলা আক্রমণ করেছিল ?
উত্তর :- আলিবর্দী খান।

২১. কত খ্রিস্টাব্দে বাংলার নবাব এবং মারাঠাদের মধ্যে সন্ধি হয় ?
উত্তর :- ১৭৫৬ খ্রীঃ।

২২. কে সম্রাট ফারুখশিয়রের থেকে নিজাম - উল মুলক' উপাধি পান ?
উত্তর :- সিরাজ-উদ-দৌলা।

২৩. কোন্ নবাবের আমলে মুঘলদের হাত থেকে সুবা বাংলার অধিকার বেরিয়ে যায় ?
উত্তর :- সিরাজ-উদ-দৌলা।

২৪. কত খ্রিস্টাব্দে আলিবর্দি খান মারা যান ?
উত্তর :- ১৭৫১ খ্রীঃ।

২৫. আলিবর্দি খানের পর বাংলার সিংহাসনে কে বসেন ?
উত্তর :- মির কামার উদ-দিন খান সিদ্দিকি।

২৬. মহম্মদ শাহের থেকে কে 'আসফ ঝা' উপাধি পান ?
উত্তর :- মির কামার উদ-দিন খান সিদ্দিকি।

২৭. কত খ্রিস্টাব্দে হায়দরাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন ?
উত্তর :- ১৭২৪ খ্রীঃ।

২৮. কত খ্রিস্টাব্দে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে ?
উত্তর :- ১৭২২ খ্রীঃ।

২৯. বুরহান-উল মুলক' কার উপাধি ?
উত্তর :- সাদাৎ খানের।

৩০. সফদর জং মারা যাওয়ার পর কে অযোধ্যার শাসক হন ?
উত্তর :- সুজা-উদ দৌলা।

৩১. ১৭১৭ খ্রিস্টাব্দের 'ফরমান' কে জারি করেছিলেন ?
উত্তর :- মুঘল সম্রাট ফারুখশিয়র।

৩২. ফরমান অনুযায়ী ব্রিটিশ কোম্পানিকে কলকাতার নিকটবর্তী ক' টি গ্রাম কেনার অনুমতি প্রদান করা হয় ?
উত্তর :- ৩৮ টি।

৩৩. বাংলার কত খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণ হয়েছিল ?
উত্তর :- ১৭৪৪ খ্রীঃ।

৩৪. 'বক্সি' কথার অর্থ কী ?
উত্তর :- সেনাপতি।

৩৫. বক্সারের যুদ্ধের সময়ে দিল্লির মসনদে কোন মুঘল শাসক রাজত্ব করতেন ?
উত্তর :- দ্বিতীয় শাহ আলম ।

৩৬. ১৭৬৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার কে প্রদান করেন ?
উত্তর :- দ্বিতীয় শাহ আলম ।

৩৭. মির জাফরের পর কে বাংলার নবাব হন ?
উত্তর :- নজম উদ-দৌলা।

৩৮. কত খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা পায় ?
উত্তর :- ১৭৫৭ থেকে ১৭৫৬ খ্রীঃ।

৩৯. কলকাতা দখল করে সিরাজ উদ দৌলা কলকাতার কী নাম রাখেন ?
উত্তর :- আলিনগর।

৪০. কে 'অন্ধকূপ হত্যা' - কে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন ?
উত্তর :- অক্ষয় কুমার মৈত্রেয়।

৪১. ব্রিটিশ বাহিনী ক্লাইভের নেতৃত্বে কবে কলকাতা পুনর্দখল করেন ?
উত্তর :- ১৭৫৭ খ্রীঃ।

৪২. কোন্ সন্ধির ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বাণিজ্যিক অধিকারগুলি ফিরে পায় ?
উত্তর :- আলিনগরের সন্ধি।

৪৩. পলাশির যুদ্ধে কোন্ বাহিনী পরাজিত হয় ?
উত্তর :- নবাবের বাহিনী।

৪৪. পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হিসেবে ক্লাইভ কাকে নির্বাচিত করেন ?
উত্তর :- মিরজাফরকে।

৪৫. ১৭৬০ খ্রিস্টাব্দে মির জাফরের পর বাংলার নবাব কে হয়েছিলেন ?
উত্তর :- মির কাশিম।

৪৬. ব্রিটিশ কোম্পানির সহায়তায় বাংলার নবাব হওয়ায় মির কাশিম ইংরেজদের কত টাকা উপঢৌকন দিয়েছিলেন ?
উত্তর :- ২৯ লক্ষ।

৪৭. কাটোয়া, মুর্শিদাবাদ, গিরিয়া, উদয়নালা ও মুঙ্গেরের যুদ্ধে ইংরেজ কোম্পানির কাছে কে পরাজিত হন ?
উত্তর :- মির কাশিম।

৪৮. কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল ?
উত্তর :- ১৭৪৬ খ্রীঃ।

৪৯. বাংলায় দ্বৈতশাসন কত খ্রিস্টাব্দে শুরু হয় ?
উত্তর :- ১৭৫৬ খ্রীঃ।

৫০. কত খ্রিস্টাব্দে বাংলায় ভয়াবহ মন্বন্তর দেখা দিয়েছিল ?
উত্তর :- ১৭৭০ খ্রীঃ।

৫১. কোন্ গভর্নর জেনারেল ভারতে আসার পর সাময়িকভাবে রেসিডেন্সি ব্যবস্থার আগ্রাসন স্তব্ধ হয়ে যায় ?
উত্তর :- লর্ড কর্নওয়ালিস।

৫২. কত খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়েছিল ?
উত্তর :- ১৭৯৯ খ্রীঃ।

৫৩. কোন্ যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় ?
উত্তর :- চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে।

৫৪. ভারতে উপনিবেশ স্থাপন এবং বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে ব্রিটিশদের সঙ্গে ফরাসিদের স্বার্থের সংঘাত কত বছর ধরে চলেছিল ?
উত্তর :- প্রায় ২০ বছর ধরে।

৫৫. ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলি কী কী ?
উত্তর :- চন্দননগর ও পন্ডিচেরি।

৫৬. কত খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল ?
উত্তর :- ১৭৬০ খ্রীঃ।

৫৭. পেশওয়া নারায়ণ রাওকে কে হত্যা করেন ?
উত্তর :- রঘুনাথ রাও।

৫৮. কোন্ সন্ধির মাধ্যমে ইংরেজ কোম্পানির সাথে মারাঠাদের সম্পর্ক ভালো হয়ে যায় ?
উত্তর :- সলবাই এর সন্ধি।

৫৯. ভারতে ব্রিটিশ কোম্পানির পরোক্ষ শাসনাধীন অঞ্চলে নিযুক্ত প্রতিনিধিরা কী নামে পরিচিত ছিল ?
উত্তর :- রেসিডেন্ট।

৬০. কোন্ যুদ্ধের ফলে মারাঠা সাম্রাজ্য ব্রিটিশ কোম্পানির অধিকারভু্ক্ত হয় ?
উত্তর :- তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ।

৬১. কত খ্রিস্টাব্দে অযোধ্যায় কোম্পানির প্রতিনিধি নিযুক্ত হয় ?
উত্তর :- ১৭৭৩ খ্রীঃ।

৬২. কত খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তর :- ১৮৪৬ খ্রীঃ।

৬৩. কোন্ গভর্নর জেনারেল কোম্পানির খরচ মেটানোর উদ্দেশ্যে হায়দরাবাদের বেরার প্রদেশ ছিনিয়ে নেন ?
উত্তর :- লর্ড ডালহৌসি।

৬৪. কোন্ যুদ্ধে জয়লাভের ফলে পাঞ্জাব ব্রিটিশ কোম্পানির অধিকারভুক্ত হয়েছিল ?
উত্তর :- দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ।

*********সমাপ্ত ******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ