Type Here to Get Search Results !

Class 3 Bengali Model Activity Task Part 2 February 2022 | তৃতীয় শ্রেনি বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারি ২০২২


প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দ্বিতীয় শ্রেনি পাশ করে তৃতীয় শ্রেনিতে ভর্তি হয়েছো। করোনার জন্য দীর্ঘদিন ধরে তোমাদের স্কুল বন্ধ রয়েছে। তো প্রতিবারের মতো এবারও তোমাদের তৃতীয় শ্রেনির নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্কুল থেকে দিয়েছে। যেটা তোমরা ইতিমধ্যেই পেয়ে গেছ। তো সেগুলো প্রশ্নের সমস্ত উত্তর এখানে পেয়ে যাবে। নীচে Class 3 Bengali Model Activity Task Part 2 February 2022 এর সমস্ত উত্তর পেয়ে যাবে। তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও।

Model Activity Task
Class - 3 (তৃতীয় শ্রেনি) 
Sub - Bengali (বাংলা)

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×৩=৩

১.১ ডাক্তারবাবুর হাতে ছিল - (ক) চশমা (খ) ব্যাগ (গ) বই (ঘ) সুটকেশ
উত্তর :- (খ) ব্যাগ

১.২ ট্রেন এসে দাঁড়িয়েছিল যে স্টেশনটিতে - (ক) শিয়ালদহ (খ) মেদিনীপুর (গ) কারমাটার (ঘ) বেলানগর
উত্তর :- (গ) কারমাটার

১.৩ 'কুলি' যে নামে নিজের পরিচয় দিয়েছিল - (ক) বিদ্যালয় (খ) ঈশ্বর (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) ঈশ্বরচন্দ্র শর্মা
উত্তর :- (ঘ) ঈশ্বরচন্দ্র শর্মা

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১×৩ = ৩

২.১ ডাক্তারবাবু ট্রেন থেকে নেমে 'কুলি-কুলি' বলে চিৎকার শুরু করে দিলেন কেন ?
উত্তর :- নিজে হাতে ব্যাগ বইতে লজ্জা বোধ হওয়ায় ডাক্তারবাবু ট্রেন থেকে নেমে 'কুলি-কুলি' বলে চিৎকার শুরু করে দিলেন।

২.২ কুলি ডাক্তারবাবুর ব্যাগ কোথায় পৌঁছে দিয়েছিল ?
উত্তর :- কুলি ডাক্তারবাবুর ব্যাগ স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে পৌঁছে দিয়েছিল।

২.৩ 'তিনি প্রতিজ্ঞা করলেন...' - ডাক্তারবাবু কী প্রতিজ্ঞা করলেন ?
উত্তর :- ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন যে, তিনি নিজের কাজ নিজ হাতে করতে আর কখনো সঙ্কুচিত হবেন না।

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২×৩ = ৬

৩.১ 'একটি ট্রেন এসে দাঁড়াল। - এরপর কী দেখা গেল ?
উত্তর :- কারমাটার রেল স্টেশনে একটি ট্রেন এসে দাঁড়ানোর পর দেখা গেল ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন। তাঁর হাতে একটি ব্যাগ ছিল। নিজে হাতে ব্যাগটি বইতে তাঁর লজ্জাবোধ হওয়ায় তিনি 'কুলি-কুলি' বলে চিৎকার শুরু করে দিলেন।

৩.২ কুলি বলল, 'পয়সা লাগবে না। কেন সে একথা বলেছিল ?
উত্তর :- ট্রেন থেকে নেমে ডাক্তারবাবু তাঁর ব্যাগটি বয়ে নিয়ে যেতে লজ্জা পাচ্ছিলেন। তাই তাকে সাহায্য করার জন্য ঈশ্বরচন্দ্র শর্মা ব্যাগটি বয়ে দিয়েছিলেন, পারিশ্রমিক নেওয়ার জন্য নয়। এই কারণে তিনি বলেছিলেন যে, তাঁর পয়সা লাগবে না।

৩.৩ নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। - তাঁর চমকে ওঠার কারণ কী ?
উত্তর :- ডাক্তারবাবু চমকে উঠলেন কারণ, ডাক্তারবাবু যাকে কুলি ভেবে ব্যাগ বইতে দিয়েছিলেন তিনি স্বয়ং পন্ডিত ঈশ্বরচন্দ্র শর্মা (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো।

'ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো। - ডাক্তারবাবু কীভাবে 'উচিত শিক্ষা' লাভ করলেন ?
উত্তর :- ট্রেন থেকে নামার পর ডাক্তারবাবু তাঁর নিজের ব্যাগ বয়ে নিয়ে যেতে লজ্জাবোধ করছিলেন। তাই তিনি কুলি ডাকেন। কুলি তাঁর ব্যাগ পালকিতে তুলে দেওয়ার পর ডাক্তারবাবু তাকে পারিশ্রমিক দিতে গিয়ে জানতে পারেন যে তিনি কুলি নন, তিনি হলেন পন্ডিত ঈশ্বরচন্দ্র শর্মা। এই ঘটনায় ডাক্তারবাবু খুবই লজ্জিত হন এবং নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান। এভাবেই তিনি 'উচিত শিক্ষা' লাভ করলেন।

*******************সমাপ্ত*****************
আশা করছি, তোমরা সবকটি উত্তরগুলো লিখে নিয়েছ। তো যদি আমাদের দেওয়া উত্তরগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের অনুরোধ, আমাদের Anwar Study Point ইউটিউব (YOUTUBE) চ্যানেলটি অবশ্যই SUBSCRIBE করবে। আমরা ইউটিউবেও (Youtube) উত্তরগুলো ভিডিও করে আপলোড করে থাকি। ধন্যবাদ! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ