MCQ ADAPTATION PACKAGE CLASS 5 MATH ANSWERS
MCQ Adaptation Package
পঞ্চম শ্রেণি
গণিত
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১. বর্তমানে পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৬৫ বছর। সাতবছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে ? - (১) ৭২ (২) ৭৯ (৩) ৮৬ (৪) ৭৫
উত্তর :- (২) ৭৯
২. ১৫ মিটার লম্বা ফিতে থেকে ৫ মিটার কেটে নেওয়ার পর কত অংশ অবশিষ্ট আছে ?
(১) ১/২ অংশ (২) ১/৫ অংশ (৩) ২/৩ অংশ (৪) ১/১০ অংশ
উত্তর :- (৩) ২/৩ অংশ
৩. একটি তরমুজের ওজন ২ কেজি ৭০০ গ্রাম এবং একটি আনারসের ওজন ১ কেজি ১০০ গ্রাম। তরমুজের ওজন আনারসের থেকে কত বেশি ?
(১) ১ কেজি ৬০০ গ্রাম (২) ৩ কেজি ৮০০ গ্রাম (৩) ১ কেজি ৮০০ গ্রাম (৪) ৮০০ গ্রাম
উত্তর :- (১) ১ কেজি ৬০০ গ্রাম
৪. 🔲 ÷ ১৫ = ৮
(১) ৮০ (২) ২৩ (৩) ১৫/৮ (৪) ১২০
উত্তর :- (৪) ১২০
৫. মূল্যসূচী অনুযায়ী ৮ টি পেনসিলের মোট মূল্য কত ?
(১) ৯২ টাকা (২) ১১৬ টাকা (৩) ১৬ টাকা (৪) ৭৬ টাকা
উত্তর :- (২) ১১৬ টাকা
৬. শূন্যস্থান পূরণ করো :
১/৫ = ৩/১৫ = ৫/২৫ = ৭/?
(১) ৩৫ (২) ৩০ (৩) ২৫ (৪) ২০
উত্তর :- (১) ৩৫
৭. ৫ মিটার লম্বা বাঁশ থেকে ৩ মিটার ২৫ সেমি টুকরো কেটে নেওয়া হল। কত সেন্টিমিটার বাঁশ অবশিষ্ট রইল ?
(১) ২০০ সেন্টিমিটার (২) ২৭৫ সেন্টিমিটার (৩) ১৭৫ সেন্টিমিটার (৪) ৮২৫ সেন্টিমিটার
উত্তর :- (৩) ১৭৫ সেন্টিমিটার।
৮. ১৬ পরবর্তী বর্গ সংখ্যাটি কত ?
(১) ১৭ (২) ২০ (৩) ২৫ (৪) ৩০
উত্তর :- (৩) ২৫
৯. ⏲️ ঘড়িটির কাঁটাদুটির মধ্যের কোণটি কি ধরণের ?
(১) সূক্ষ্মকোণ (২) সমকোণ (৩) স্থূলকোণ (৪) কোনটিই নয়
উত্তর :- (২) সমকোণ ।
১০. মিনার বাড়ি থেকে স্কুল যেতে ১০ মিনিট ১৫ সেকেন্ড এবং টিনার ১২ মিনিট ১০ সেকেন্ড সময় লাগে। টিনার কত বেশি সময় লাগে ?
(১) ২ মিনিট ৫ সেকেন্ড (২) ২২ মিনিট ২৫ সেকেন্ড (৩) ১ মিনিট ৫ সেকেন্ড (৪) ১ মিনিট ৫৫ সেকেন্ড
উত্তর :- (৪) ১ মিনিট ৫৫ সেকেন্ড।
১১. একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য ৩০ মিটার ও প্রস্থ ২৫ মিটার পার্কটির পরিসীমা কত ?
(১) ৭৫০ মিটার (২) ৭৫৩ মিটার (৩) ৫৫ মিটার (৪) ১১০ মিটার
উত্তর :- (৪) ১১০ মিটার।
১২. ২০০৮ = ?
(১) ২০০ + ৮ (২) ২০ + ০ + ৮ (৩) ২০০০ + ৮ (৪) ২ + ০ + ০ + ৮
উত্তর :- (৩) ২০০০ + ৮
১৩. ২৩০৫ টি পেন ১১ জন ছাত্রছাত্রীদের মধ্যে সমানভাবে ভাগ করার পর কয়টি পেন অবশিষ্ট আছে ?
(১) ৮ (২) ১০ (৩) ৬ (৪) ২৩
উত্তর :- (৩) ৬
১৪. একটি বর্গাকার মাঠের চারিদিকের পরিসীমা ৬৪ মিটার মাঠটির ক্ষেত্রফল কত ?
(১) ৮ বর্গমিটার (২) ২১৬ বর্গমিটার (৩) ২৫৬ বর্গমিটার (৪) ১৬ বর্গমিটার
উত্তর :- (৩) ২৫৬ বর্গমিটার।
১৫. কোনটি ছোটো ? ১৯৯৯ সেন্টিমিটার অথবা ১৯৯ মিটার
(১) ১৯৯৯ সেন্টিমিটার (২) ১৯৯ মিটার (৩) উভয়ে সমান (৪) বলা যায় না
উত্তর :- (১) ১৯৯৯ সেন্টিমিটার।
১৬. প্রতিকেজি আপেলের দাম ১০০ টাকা এবং প্রতিকেজি আমের দাম ৬৫ টাকা হলে ৩_১/২ কেজি আম ও ১_১/২ কেজি আপেলের মোট দাম কত ?
(১) ৩৬০.৫০ টাকা (২) ২৫০.৫০ টাকা (৩) ১৬৫ টাকা (৪) ৩৭৭.৫০ টাকা
উত্তর :- (৪) ৩৭৭.৫০ টাকা
১৭. সমান ১০০০ ভাগের ৫ ভাগ =?
(১) ০.০৫ (২) ০.০০৫ (৩) ০.০০০৫ (৪) ০.০০০০৫
উত্তর :- (২) ০.০০৫
১৮. রবি পরীক্ষায় নীচের তালিকা অনুযায়ী কোন বিষয়ে সবচেয়ে বেশি পেয়েছে ?
(১) বাংলা (২) অঙ্ক (৩) ইংরেজী (৪) বিজ্ঞান
উত্তর :- (২) অঙ্ক
১৯. ২০২৫ গ্রাম আলু ও ১৯৭৫ গ্রাম পিয়াজের মোট ওজন কত ?
(১) ৪ কেজির কম (২) ৪ কেজির বেশি (৩) ৪ কেজির সমান (৪) কোনোটাই নয়।
উত্তর :- (১) ৪ কেজির কম
২০. লুডোর ছক্কার কয়টি তল ? 🎲
(১) ৪ (২) ৮ (৩) ৩ (৪) ৬
উত্তর :- (৪) ৬
**************সমাপ্ত **************