Type Here to Get Search Results !

Class 5 Bengali MCQ Adaptation Package / বহুবিকল্পভিত্তিক প্রশ্ন


MCQ ADAPTATION PACKAGE CLASS 5 BENGALI ANSWERS


MCQ Adaptation Package 
পঞ্চম শ্রেণি
বাংলা 


ভাগ ১ - নীচে দেওয়া অংশটি পড়ো :

           প্রৌঢ় বয়সে বিদ্যাসাগর মহাশয় তাঁর নিজের রচিত বাংলা ও সংস্কৃত শেখার জন্য বইগুলি মুদ্রিত ও বিক্রয় করে অনেক টাকা উপার্জন করেন। তাঁর মৃত্যুর পূর্বে প্রায় বিশ বৎসর তিনি বার্ষিক তিরিশ হাজার টাকা আয় করেন এইভাবে। কিন্তু সে টাকা সমস্তই ছেলেমেয়েদের ইস্কুল, মেট্রোপলিটন কলেজ (এখন তার নাম বিদ্যাসাগর কলেজ), সমাজের মঙ্গলের জন্য বিধবাবিবাহ আইন সিদ্ধ করার আন্দোলন, দুর্ভিক্ষ ও মহামারীতে নিজের আহার্য দিয়েও চিকিৎসা করে লোক বাঁচানো, এই ব্যাপারে খরচ হয়ে যেত। বাড়ির লোকের জন্য ব্যবস্থা ছিল মোটা ভাত মোটা কাপড়ের, যা তিনি নিজেও চিরকাল নিজের জন্য ব্যবস্থা করেছিলেন।

◾নীচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও। 

1. বিদ্যাসাগর তাঁর বই বিক্রি করে উপার্জন করেন -
(A) যুবক বয়সে
(B) প্রৌঢ় বয়সে
(C) বৃদ্ধ বয়সে
(D) অতি বৃদ্ধ বয়সে

উত্তর :-  (B) প্রৌঢ় বয়সে।

2. বই বিক্রি করে জীবনের শেষভাগে বিদ্যাসাগরের বার্ষিক আয় ছিল -
(A) দশ হাজার টাকা
(B) কুড়ি হাজার টাকা
(C) তিরিশ হাজার টাকা
(D) চল্লিশ হাজার টাকা

উত্তর :- (C) তিরিশ হাজার টাকা।

3. এখনকার 'বিদ্যাসাগর কলেজ' এর আগের নাম ছিল -
(A) মেট্রোপলিটন কলেজ
(B) সিটি কলেজ
(C) রিপন কলেজ
(D) সেন্ট স্টিফেনস্ কলেজ

উত্তর :- (A) মেট্রোপলিটন কলেজ।

4. বিদ্যাসাগরের নামের সঙ্গে যে সমাজ-সংস্কার আন্দোলন যুক্ত -
(A) সতীদাহ প্রথা রদ
(B) কৃষকদের খাজনা রদ
(C) বিধবাবিবাহ আইনসিদ্ধ করা
(D) পর্দাপ্রথার অবসান

উত্তর :- (C) বিধবাবিবাহ আইনসিদ্ধ করা।

5. 'মোটা ভাত মোটা কাপড়' কথাটি যা বোঝায় -
(A) অত্যন্ত দারিদ্র্য
(B) বিলাসিতাহীন জীবন কাটানো
(C) অত্যন্ত কৃপণতা
(D) অত্যন্ত বঞ্চনা

উত্তর :- (B) বিলাসিতাহীন জীবন কাটানো।


ভাগ ২ - নীচে দেওয়া অংশটি পড়ো :

        শুধু দুধ ভাত নয়, মাছে - ভাতে বাঁচার স্বপ্নও বাঙালি দেখেছে তার জীবন-যাপনের গোড়ার দিনটি থেকে। ভাতের সঙ্গে মাছের নানান পদ, নিদেনপক্ষে এক আধ টুকরো, বাঙালির নিত্য অভ্যাসে। নেমন্তন্নে রুই-কাতলা খাওয়ানোর রেওয়াজ ছিল বাঙালি পরিবারগুলিতে। গোয়াল ভরা গোরু, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ - এ সবই এখন বাঙালি জীবনের স্বপ্নে দেখা রূপকথা। তবু মাছ-ভাত আজও প্রায় সর্বস্তরের বাঙালির মূল খাদ্য। সর্ষে বাটা দিয়ে মাখো মাখো বোয়াল, ফুলকপি দিয়ে ভেটকি, কই, মৌরলার অম্বল, বাটার পাতলা ঝোল, মুলো দিয়ে বড় শোল মাছ রান্না যাঁরা আবিষ্কার করেছিলেন, তাঁরা কি এই পৃথিবীর মানুষ ছিলেন ? নাকি কোনো স্বর্গের বাসিন্দা ? সন্দেহ জাগে।

নীচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও।

6. দুধ-ভাতের মতোই বাঙালি আর যাতে বাঁচার স্বপ্ন দেখেছে -
(A) ডাল-ভাতে
(B) হাসি-কান্নায়
(C) ডালে-ফলে
(D) মাছে-ভাতে

উত্তর :- (D) মাছে-ভাতে।

7. নেমন্তন্নে বাঙালি পরিবারের রেওয়াজ ছিল -
(A) দুধ-ঘোল খাওয়ানো
(B) রুই-কাতলা খাওয়ানো
(C) অতিথিকে পান-সুপুরি দেওয়া
(D) অতিথিকে উপহার দেওয়া

উত্তর :- (B) রুই-কাতলা খাওয়ানো।

8. এখনকার বাঙালি জীবনের স্বপ্নে দেখা রূপ কথা -
(A) গোয়াল ভরা গোরু
(B) গোলা ভরা ধান
(C) পুকুর ভরা মাছ
(D) সবকটিই

উত্তর :- (D) সবকটিই।

9. ফুলকপি দিয়ে রান্না হতো -
(A) বাটা মাছ
(B) মৌরলা মাছ
(C) ভেটকি মাছ
(D) বোয়াল মাছ

উত্তর :- (C) ভেটকি মাছ।

10. যাঁরা এই পৃথিবীর মানুষ ছিলেন কিনা তা নিয়ে সন্দেহ যাদের -
(A) সেকালের দাপুটে জমিদাররা
(B) মাছ-ভরা পুকুরের মালিকরা
(C) সেকালের মাছের নানা পদের রাঁধুনিরা
(D) অনুষ্ঠান বাড়ির কর্তারা

উত্তর :- (C) সেকালের মাছের নানা পদের রাঁধুনিরা।

ভাগ ৩ - নীচে দেওয়া অংশটি পড়ো :

নীচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটিতে গোল দাগ দাও।

11. 'সবুজসাথী' প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণির সমস্ত পড়ুয়াকে বিনামূল্যে দেওয়া হয় -
(A) বিদ্যালয়ের পোশাক
(B) পাঠ্যপুস্তক
(C) মধ্যাহ্নকালীন আহার
(D) সাইকেল

উত্তর :- (D) সাইকেল।

12. 'আই সি টি @ স্কুল' - এর মতো বিদ্যালয়ে কম্পিউটারের ব্যবস্থা করেছে এমন আরেকটি প্রকল্প হলো -
(A) কন্যাশ্রী
(B) দুয়ারে সরকার
(C) কে - ইয়ান
(D) লক্ষ্মীর ভান্ডার

উত্তর :- (C) কে - ইয়ান।

13. পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রত্যেক পড়ুয়াকে বিদ্যালয়ের পোশাক দেওয়া হয় -
(A) প্রথম - পঞ্চম শ্রেণি পর্যন্ত
(B) পঞ্চম - অষ্টম শ্রেণি পর্যন্ত
(C) নবম - দ্বাদশ শ্রেণি পর্যন্ত
(D) প্রথম - অষ্টম শ্রেণি পর্যন্ত

উত্তর :- (D) প্রথম - অষ্টম শ্রেণি পর্যন্ত।

14. পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রথম - অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীর জন্য ব্যবস্থা করা হয়েছে -
(A) কম্পিউটারের
(B) মধ্যাহ্নকালীন আহারের
(C) বিনামূল্যে পাঠ্যপুস্তকের
(D) সবুজসাথী প্রকল্পের

উত্তর :- (B) মধ্যাহ্নকালীন আহারের।

15. 'স্থিরীকৃত' শব্দের একটি সমার্থক শব্দ হলো -
(A) প্রদত্ত
(B) প্রকল্পিত
(C) অনুমিত
(D) অনুমোদিত

উত্তর :- (D) অনুমোদিত। 



*************** সমাপ্ত **************

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ