Type Here to Get Search Results !

Class 9 Physical Science Model Activity Task Part 6 / মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণি ভৌতবিজ্ঞান পার্ট 6


MODEL ACTIVITY TASK CLASS 9 PHYSICAL SCIENCE PART 6 ANSWERS

  মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 6
  নবম শ্রেণি
  ভৌতবিজ্ঞান

১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১ কোনো স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো -
(ক) Nm (খ) Nm2 (গ) N/m2 (ঘ) N/m
উত্তর :- (ঘ) N/m

১.২ গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো -
(ক) N2O5 (খ) N2O (গ) NO2 (ঘ) NO
উত্তর :- (গ) NO2

১.৩ একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছোঁড়া হলো। যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির -
(ক) গতিশক্তি সর্বাধিক (খ) স্থিতিশক্তি সর্বাধিক
(গ) গতিশক্তি ও স্থিতিশক্তির মান সমান (ঘ) গতিশক্তি অপেক্ষা স্থিতিশক্তির মান কম।
উত্তর :- (খ) স্থিতিশক্তি সর্বাধিক। 

২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো :

২.১ ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে।
উত্তর :- সত্য।

২.২ যে দ্রবণে মিথাইল অরেঞ্জের র‌ঙ হলুদ তার pH > 7
উত্তর :- সত্য।

২.৩ কার্য একটি ভেক্টর রাশি।
উত্তর :- মিথ্যা। 

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অণুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কী তা ব্যাখ্যা করো।
উত্তর :- জলে সোডিয়াম ক্লোরাইডের (NaCl) আয়ন দ্রবীভূত হলে তা Na+ ক্যাটায়ন এবং Cl- অ্যানায়নে বিয়োজিত হয়ে যায়। ফলে সোডিয়াম ক্লোরাইড জলের মধ্যে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায়। 

     অপরদিকে, যেহেতু প্রোটিন অণুগুলি অধ্রুবীয় প্রকৃতির, তাই জলে প্রোটিন অণু দ্রবীভূত করলে প্রোটিনের অণুগুলি জলের মধ্যে বিভাজিত হয়ে বৃহৎ বা ক্ষুদ্রঅণুতে পরিণত হয়। ফলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না। 

৩.২ কোনো বস্তুর ভর m ও গতিশক্তি E হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ হলো (2mE)1/2
উত্তর :- 




৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ একটি জৈব যৌগে ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে। যদি ঐ যৌগটির একটি অণুতে একটিই ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো (তোমাকে দেওয়া আছে P = 31)। যৌগটির একটি অণুর আয়তন সম্বন্ধে তুমি কী বলতে পারো ?
উত্তর :- প্রশ্নানুসারে, জৈব যৌগে ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে।

   .
.      . আমরা বলতে পারি,

0.031 গ্রাম ফসফরাস আছে 100 গ্রাম জৈব যৌগে

1 গ্রাম ফসফরাস আছে 100/0.031 গ্রাম জৈব যৌগে

31 গ্রাম ফসফরাস আছে 100×31/0.031 গ্রাম 
জৈব যৌগে
= 100000 গ্রাম

.   .
  .    ফসফরাসের আণবিক ভর 31

   .
.     . যৌগের মোলার ভর হবে = 100000 গ্রাম

◾অ্যাভোগাড্রো সূত্রানুসারে, যৌগটিতে
6.023 × 10™23 টি (23 টা ™ এর কাছে হবে🙏) অণুর আয়তন 22.4 লিটার

  .
.    . 1টি অণুর আয়তন 22.4/6.023×10™23 লিটার
= 3.72 × 10™-23 লিটার (উত্তর)

👉 সংখ্যাগুলি টাইপিং-এর কারণে কিছু মিস্টেক আছে, ঠিক করে নিবে। 🙏

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ