MODEL ACTIVITY TASK CLASS 8 HISTORY PART 7 ANSWERS
Model Activity Task Part 7
অষ্টম শ্রেণি
ইতিহাস
১. 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মেলাও :
উত্তর :-
২. শূন্যস্থান পূরণ করো :
২.১ সাগরে কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন...................................।
উত্তর :- লর্ড ওয়েলেসলি
২.২ মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়.......................... নেতৃত্বে।
উত্তর :- বীরেশলিঙ্গম পান্তুলুর
২.৩ আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন.................................।
উত্তর :- স্যার সৈয়দ আহমেদ খান
২.৪ স্বামী বিবেকানন্দ................. ধর্ম সম্মেলনে যোগদান করেন।
উত্তর :- শিকাগো
৩. দু-তিনটি বাক্যে উত্তর দাও :
৩.১ 'বারাসাত বিদ্রোহ' কী ?
উত্তর :- ১৮২০-৭০ সালের ওয়াহাবি আন্দোলনের প্রভাব সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের উদ্দেশ্য অনুসারে বাংলার বারাসাত অঞ্চলে তিতুমিরের নেতৃত্বে জমিদার, মহাজন, নীলকর এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এক বিরাট কৃষক বিদ্রোহ সংঘটিত হয়। এই বিদ্রোহ বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।
৩.২ 'নব্যবঙ্গ' নামে কারা পরিচিত ছিলেন ?
উত্তর :- উনিশ শতকে সমাজ সংস্কার আন্দোলনের পটভূমিতে কলকাতার হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিও - র মতাদর্শকে কেন্দ্র করে, যুক্তিবাদী চিন্তা-ভাবনা এবং আধুনিক মতাদর্শে বিশ্বাসী একদল তরুণ অনুগামী বা ছাত্রগোষ্ঠী সংগঠিত হয়, এদেরকেই ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলা হতো। প্যারীচাঁদ মিত্র, রাধানাথ শিকদার, রামতনু লাহিড়ী ইত্যাদিরা ছিলেন উল্লেখযোগ্য সদস্য।
৩.৩ মোপালা বিদ্রোহ কেন হয়েছিল ?
উত্তর :- কেরলের মালাবার অঞ্চলের দরিদ্র কৃষিজীবী সম্প্রদায়ের নাম ছিল মোপলা। ১৮৩৬ সাল থেকে ১৮৫৮ সালের মধ্যে এরা ২২ বার বিদ্রোহ করে। ইংরেজদের বলপূর্বক চাপিয়ে দেওয়া বিপুল রাজস্বের বোঝা, স্থানীয় জমিদারের তীব্র শোষণ ও অত্যাচার এবং ঋণের জালে জর্জড়িত করা ছিল মোপলাদের বারংবার বিদ্রোহের কারণ।
৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও :
৪.১ সাঁওতাল বিদ্রোহের সমর্থনে 'হিন্দু প্যাট্রিয়ট' কেমন ভূমিকা পালন করেছিল ?
উত্তর :- হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি নানানভাবে ব্রিটিশ অপশাসনের সমালোচনা করত। সেই সময়কালের একটি দর্পণ ছিল এই পত্রিকা। কোম্পানির নৃশংস রূপকে তুলে ধরার পাশাপাশি তিনি ১৮৫৫ সালে সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিলেন। এই পত্রিকাটি সাঁওতাল বিদ্রোহের সমর্থনে কতকগুলি গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছিলেন।
- মাত্রাতিরিক্ত অর্থনৈতিক শোষণ যে সাঁওতালদের বিদ্রোহ করতে বাধ্য করেছিল তা এই পত্রিকায় তুলে ধরা হয়।
- কোম্পানি তাদের ওপর বেগার শ্রমের বোঝা চাপিয়ে তাদের বিভিন্নভাবে অত্যাচার করত। এমনকি সাঁওতালদের নিজস্ব সম্পত্তি, বাড়ির মহিলারায় কোম্পানির নজর এড়াতে পারেনি।
- এই পত্রিকায় তুলে ধরা হয় যে, সাঁওতালরা স্বভাবত শান্তিপ্রিয়। তারা শান্তির সাথে জঙ্গলে স্বাধীনভাবে বসবাস করতে চায়। কিন্তু ব্রিটিশের কালো হাত তাদের শান্তিতে থাকার সব সুযোগ কেড়ে নেয়। ফলে তারা বিদ্রোহ করতে বাধ্য হয়।
৪.২ ১৮৫৭ - র বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য পরিবর্তনের উল্লেখ করো।
উত্তর :- মহাবিদ্রোহের পর ১৮৫৮ সালেই 'মহারানীর ঘোষণাপত্র' জারি করার মাধ্যমেই ভারতে ব্রিটিশ শাসনের আমূল পরিবর্তন ঘটে। প্রশাসনিক ক্ষেত্রে কয়েকটি পরিবর্তন আনা হয়।
- ১৮৫৭ সালের মহাবিদ্রোহের পর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং মুঘলদের শাসনের অবসান ঘটানো হয়। ব্রিটিশ সরকার পুরোপুরি ভাবে ভারতের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন।
- স্বত্ববিলোপ নীতির অবসান ঘটে। দেশীয় রাজারা দত্তক পুত্র গ্রহণ করার অধিকার পায়। সরকারি পদে যোগ্যতার ভিত্তিতে ভারতীয়দের যোগদান করার বন্দোবস্ত করা হয়। পাশাপাশি ভারতীয়দের ধর্ম , সামাজিক রীতিনীতিতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ বন্ধ হয়।
********সমাপ্ত *******