MODEL ACTIVITY TASK CLASS 4 PORIBESH PART 7 ANSWERS
Model Activity Task Part 7
চতুর্থ শ্রেণি
আমাদের পরিবেশ
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ সপ্তর্ষিমন্ডল দেখা যায় আকাশের -
(ক) উত্তর-পূর্ব দিকে (খ) দক্ষিণ-পূর্ব দিকে
(গ) উত্তর-পশ্চিম দিকে (গ) দক্ষিণ-পশ্চিম দিকে।
উত্তর :- (ক) উত্তর-পূর্ব দিকে।
১.২ মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শিখেছিল সেটি হলো -
(ক) লোহা (খ) ব্রোঞ্জ
(গ) তামা (ঘ) পিতল
উত্তর :- (গ) তামা
১.৩ নৌকা চালানোর সময় গাওয়া হয় -
(ক) বাউল গান (খ) ভাদু গান
(গ) টুসু গান (ঘ) সারি গান
উত্তর :- (ঘ) সারি গান
২. ঠিক বাক্যের পাশে '✔️' আর ভুল বাক্যের পাশে '❌' চিহ্ন দাও :
২.১ চাঁদের বুকে প্রথম পা দেন রাকেশ শর্মা।
উত্তর :- ❌
২.২ মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাত।
উত্তর :- ☑️
২.৩ আদিম মানুষেরা কাঠকয়লা দিয়ে ছবি আঁকত।
উত্তর :- ☑️
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ মহাকাশ নিয়ে গবেষণায় গ্যালিলিও-র অবদান উল্লেখ করো।
উত্তর :- বিজ্ঞানী গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন। যার সাহায্যে পৃথিবী থেকে দূরের বৃহস্পতি গ্রহ এবং তার চারটি উপগ্রহ দেখা সম্ভব হয়েছিল। এরপর থেকেই মানুষ মহাকাশ নিয়ে আরও গবেষণা শুরু করে।
৩.২ দৈনন্দিন জীবনে নানারকম 'টুল' - এর সাহায্য নেওয়া হয় কেন ?
উত্তর :- বুদ্ধি খাটিয়ে মানুষ নানারকম টুল অর্থাৎ যন্ত্রপাতি আবিষ্কার করেছে। টুল দিয়ে নানা কঠিন কাজকে সহজেই করা যায় বলে দৈনন্দিন জীবনে মানুষ টুল এর সাহায্য নেয়।
৩.৩ "কে কোথায় থাকেন তার ওপর জীবিকার ধরন অনেকটাই নির্ভর করে" - উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।
উত্তর :- মানুষ কোন অঞ্চলে বাস করে তার ওপর তার জীবিকা অনেকটাই নির্ভর করে। যেমন, সমভূমি অঞ্চলের মানুষ কৃষিকাজ, মাছধরা, ব্যবসা করেন, খনি সংলগ্ন এলাকার মানুষ খনিতে কাজ করেন। আবার যারা জঙ্গলের আশেপাশে থাকে তারা জঙ্গল থেকে কাঠ, মধু, মোম সংগ্রহের কাজের সাথে যুক্ত।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ "আগুনের আবিষ্কার আদিম যুগের মানুষের জীবনে নানারকম পরিবর্তনের সূচনা করে" - বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।
উত্তর :- আগুন আদিম মানুষের জীবনে একটি জরুরী আবিষ্কার। আগুনের আবিষ্কার আদিম যুগের মানুষের জীবনে নানারকম পরিবর্তন নিয়ে আসে। আগুন আদিম মানুষকে ঠান্ডার প্রকোপ থেকে বাঁচাল। তারা খাবার আগুনে ঝলসে খেতে শুরু করলো ফলে খাবার আরো সুস্বাদু হলো। অন্ধকারে চলাফেরা করতে তাদের সুবিধা হলো। আদিম মানুষ বন্য পশুর হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাত।
**********সমাপ্ত ***********