MODEL ACTIVITY TASK CLASS 4 BENGALI PART 7 ANSWERS
Model Activity Task Part 7
চতুর্থ শ্রেণি
বাংলা
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ 'সেই ছবিটা দেখে উবা আমার দিকে তাকাল।' - উবার পরিচয় দাও । কোন ছবিটা দেখে সে কথকের দিকে তাকিয়েছে ?
উত্তর :- আমাজনের জঙ্গলে লেখক ঘুরতে গেলে যে ছেলেটি লেখক কে ঘুরতে সাহায্য করেছিল সেই ছেলেটির নাম উবা।
ভ্যান রিক্সায় অনেকটা টিনের বড় বাক্সের মতো দেখতে চারিদিক বন্ধ গাড়িতে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা গাদাগাদি করে বসে স্কুলে যাচ্ছে। সেই ছবিটা দেখে উবা কথকের দিকে তাকিয়েছে।
১.২ 'কোনো ভয় নেই মা, আমি ওষুধ বলে দিচ্ছি।' - বক্তা কে ? তিনি কোন ওষুধের কথা বলেছেন ?
উত্তর :- লীলা মজুমদার রচিত 'আলো' গল্পে উদ্ধৃত লাইনটির বক্তা হচ্ছে গুরুমশাই। এখানে তিনি হাড়ভাঙ্গা পাতার গাছ আর লাল মধুর কথা বলেছেন।
১.৩ 'মাঠের বৃষ্টি বড়ো বিশাল।' - সেই বৃষ্টির বিবরণ কথক কীভাবে দিয়েছে ?
উত্তর :- মণীন্দ্র গুপ্ত রচিত 'অ্যাডভেঞ্চার বর্ষায়' গল্পে কথক যে বৃষ্টির বিবরণ দিয়েছে সেখানে বলা হয়েছে, বৃষ্টি যেন পৃথিবীকে নিরাশ্রয় পেয়ে তার বল দুর্ধর্ষ সৃষ্টি করেছে। বাতাসের বেগ জলের রেখা কে থুর থুরে ধোয়া করে দিচ্ছে। পিঠের উপরে বৃষ্টি যেন কথকের পেরেক।
১.৪ 'আমার তরি বোঝাই করে দেবে উপহার।' - কে, কী উপহার দেবে ?
উত্তর :- কাজী নজরুল ইসলামের লেখা 'আমি সাগর পাড়ি দেবো' কবিতায় সিন্ধু সওদাগরের বন্ধু হয়ে মানিক বোঝাই করে উপহার দেওয়ার কথা বলেছে।
১.৫ 'দূরের পাল্লা' কবিতাংশে কতজন মাঝির কথা রয়েছে ? তারা নৌকোয় বসে কী করছেন ?
উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্তের 'দূরের পাল্লা' কবিতায় তিনজন মাঝির কথা রয়েছে। ওই তিনজন মাঝি আপন-মনে গান গেয়ে চারিদিকের দৃশ্য দেখতে দেখতে নৌকা বেয়ে চলেছে।
২. নীচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ সন্ধি বিচ্ছেদ করো :
২.১.১ অপেক্ষা
উত্তর :- অপেক্ষা = অপ + ইক্ষা
২.১.২ ব্যবহার
উত্তর :- ব্যবহার = বেব + হার
২.১.৩ অধ্যুষিত
উত্তর :- অধ্যুষিত = অধি + উষিত
২.২ সন্ধি করো :
২.২.১ অতি + উক্তি
উত্তর :- অতি + উক্তি = অত্যুক্তি
২.২.২ প্রতি + অক্ষ
উত্তর :- প্রতি + অক্ষ = প্রত্যক্ষ
************সমাপ্ত ************
Ami sagor pari debo boktar sagor park deyar uddesso ki
উত্তরমুছুন