MODEL ACTIVITY TASK CLASS 3 PORIBESH PART 7 ANSWERS
Model Activity Task Part 7
তৃতীয় শ্রেনি
আমাদের পরিবেশ
১. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো :
উত্তর :-
২. একটি বাক্যে উত্তর দাও :
২.১ লুপ্তপ্রায় জীবিকার একটি উদাহরণ লেখো।
উত্তর :- লুপ্তপ্রায় জীবিকার একটি উদাহরণ হল- শাঁখা ফেরি করা।
২.২ তোমার বাবার বোন তোমার কে হন ?
উত্তর :- আমার বাবার বোন আমার পিসি হন।
২.৩ এমন একটি জিনিসের নাম লেখো যা তোমার স্কুলের ভেতরে আছে কিন্তু বাড়িতে নেই।
উত্তর :- ব্ল্যাকবোর্ড হল এমন একটি জিনিস যা আমার স্কুলের ভেতরে আছে কিন্তু বাড়িতে নেই।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ নদীর পাড়ে বাড়ি থাকার একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো।
উত্তর :- নদীর পাড়ে বাড়ি থাকার একটি সুবিধা হল - (১) প্রতিদিনের প্রয়োজনীয় কাজে ব্যবহার করার জল নদী থেকে পাওয়া যায়।
▪️নদীর পাড়ে বাড়ি থাকার একটি অসুবিধা হল - (১) নদীর পাড় ধসে বাড়ি পড়ে যেতে পারে।
৩.২ গরমকালে ও শীতকালে তুমি কি ধরনের পোশাক ব্যবহার করো ?
উত্তর :- গরমকালে আমি সুতির পোশাক ব্যবহার করি এবং শীতকালে পশমের পোশাক ব্যবহার করি।
৩.৩ বাড়ির ছাদ না থাকলে কী কী অসুবিধা হতে পারে ?
উত্তর :- বাড়ির ছাদ না থাকলে বৃষ্টির জল ঘরের ভিতরে এসে পড়বে এবং গরমকালে রোদের তাপ ঘরের মধ্যে চলে আসবে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ পাখিরা তাদের বাচ্চাদের কীভাবে বড়ো করে ?
উত্তর :- পাখিরা সারাক্ষণ তাদের বাচ্চাগুলোকে আগলে রাখে এবং ওদের খাওয়ায়। উড়তে শেখায়। এইভাবেই পাখিরা তাদের বাচ্চাদের বড় করে। তবে বাচ্চাগুলো বড় হয়ে গেলে বাচ্চাদের সঙ্গে পাখিদের বাঁধন আলগা হয়ে যায়।
**********সমাপ্ত ***********