Type Here to Get Search Results !

Class 7 History Model Activity Task Part 5 Answers 2nd Series


MODEL ACTIVITY TASK CLASS 7 HISTORY PART 5
CLASS 7 HISTORY 2ND SERIES MODEL ACTIVITY TASK PART 5 ANSWERS

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2nd Series /Part 5
 সপ্তম শ্রেণি
 ইতিহাস

১. 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মেলাও :
উত্তর :-

'ক' স্তম্ভ

'খ' স্তম্ভ

১.১ খলিফার অনুমোদন 

(গ) ইলতুৎমিস

১.২ সিজদা ও পাইবস

(ক) গিয়াসুদ্দিন বলবন

১.৩ বাজারদর নিয়ন্ত্রণ

(ঘ) আলাউদ্দিন খলজি

১.৪ আমুক্তমাল্যদ

(খ) কৃয়দেব রায়


২. শূন্যস্থান পূরণ করো :

২.১ বন্দেগান-ইচিহলগানির সদস্য ছিলেন সুলতান _________।
উত্তর :- গিয়াসুদ্দিন বলবন।

২.২ বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন _______।
উত্তর :- শামসুদ্দিন ইলিয়াস শাহ।

২.৩ পোর্তুগিজ পর্যটক ________ বিজয়নগর পরিভ্রমন করেন।
উত্তর :- পেজ।

২.৪ বিজয়নগর পরাজিত হয়েছিল _______ যুদ্ধে।
উত্তর :- বানিহাটি বা তালিকোটার যুদ্ধ।

৩. সংক্ষেপে উত্তর দাও (৩০-৫০ টি শব্দে) :

৩.১ ইকতা ব্যবস্থা কী ?
উত্তর :- দিল্লির সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেগুলিকে এক একটি প্রদেশ ধরে নেওয়া হত। এই প্রদেশগুলিকে বলা হত ইক। ইকতা যাদের দেওয়া হত তাদের বলা হত তাহর না হওঁ ইকতাদার। ইকতাদাররা নিজ নিজ এলাকায় সরকারের নিয়ম ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতেন। ইকতাদাররা রাজস্বের একাংশ দিয়ে একদল সেনাবাহিনী পোষণ করতেন এবং সুলতানের প্রয়োজনে তা সরবরাহ করতেন।

৩.২ খলজি বিপ্লব বলতে কী বোঝ ?
উত্তর :- ১২৯০ খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন। এই ঘটনাকে 'খলজি বিপ্লব' বলা হয়। এর ফলে তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়। তার বদলে খলজি তুর্কি  ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল।

৪. নিজের ভাষায় লেখো (১০০-১২০ টি শব্দে) :

কৃয়দেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয় ?
উত্তর :- তুলুভ বংশের বিজয়নগরের বিখ্যাত শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। তাঁকে শ্রেষ্ঠ শাসক বলার কারণগুলি নিম্নে আলোচনা করা হল -

১. তাঁর রাজত্বকালে বিজয়নগরের গৌরব সবচেয়ে বেড়েছিল এবং রাজ্যের সীমানাও বহুদূর বিস্তৃত হয়েছিল।
২. তিনি অভ্যন্তরীণ ও বৈদিশিক বাণিজ্যের প্রসার ঘটিয়েছিলেন।
৩. এছাড়াও শিল্প, সাহিত্য, সংগীত এবং দর্শনশাস্ত্রের উন্নতি তাঁর সময়ে লক্ষ করা যায়। কৃষ্ণদেব রায় নিজেও একজন সাহিত্যিক ছিলেন। তেলেগু ভাষায় লেখা আমুক্তমাল্যদ গ্রন্থে তিনি রাজার কর্তব্যের কথা লিখেছেন।
৪. পোর্তুগিজ পর্যটক পেজ রাজা কৃষ্ণদেব রায়ের প্রশংসা করে বলেছেন, "রাজাদের মধ্যে তিনি সর্বাপেক্ষা পন্ডিত এবং সর্বোত্তম একজন মহান শাসক এবং সুবিচারক, সাহসী ও সর্বগুণান্বিত।


******* সমাপ্ত ******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ