মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2nd Series
গণিত/Math
পঞ্চম শ্রেণি
পঞ্চম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত বিষয় 2nd Series / Part 5 টাইপিং মিস্টেক - এর কারনে সম্পূর্ণ না লিখে প্রশ্নের কিছুটা লেখা হয়েছে। তোমরা ভালোভাবে মিলিয়ে উত্তরগুলো লিখবে। তোমাদের সুবিধার্থে মডেল অ্যাক্টিভিটি টাস্ক - এর প্রশ্নপত্র উপরে দেওয়া হয়েছে এবং এর উত্তরপত্র নীচে দেওয়া হয়েছে।
১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন :
(ক) ২/৩ এর একটি সমতুল্য ভগ্নাংশ হল -
(খ) ১/৪, ৩/৩২ কে একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে -
(গ) ১/৫ + ২/৫ = ?
(ঘ) ৬ ৫/৩ একটি -
২. সত্য/মিথ্যা লেখো :-
(ক) ৩ ও ২ পরস্পর মৌলিক সংখ্যা।
(খ) ০.৫ < ০.০৫
(গ) "...." সরলরেখা দুটি পরস্পরছেদী সরলরেখা।
(ঘ) আয়তাকার চিত্রের পরিসীমা = ২ দৈর্ঘ্য + প্রস্থ ।
৩. ফাঁকা স্থান পূরণ করো :
(ক) ✔️১৪৪ = ?
(খ) ১৮/১৮ - ১৫/১৮ = 🔲 (লঘিষ্ঠ আকারে লেখো)
(গ) ৬ ৫/৩ = 🔲 (অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো)
(ঘ) তোমার কাছে ৪.৫০ টাকা জমা ছিল। আমি ১৫.৫০ টাকা দিলাম। তোমার কাছে মোট কত টাকা হল ?
৪. (ক) একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য ৪০ মিটার। প্রতি বর্গমিটার ৬ টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে ?
(খ) ঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করো ।
(গ) সরল করো : ৫ × ৪ × ৩ ÷ ৬ ÷ ৫ × ৮