Type Here to Get Search Results !

Class 7 Science Model Activity Task Part 6 / মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান পার্ট 6


MODEL ACTIVITY TASK CLASS 7 SCIENCE PART 6 ANSWERS

  মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 6
 সপ্তম শ্রেণি
 পরিবেশ ও বিজ্ঞান

১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১ যেক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো -
(ক) দেয়াল (খ) কাগজ (গ) কাপড় (ঘ) আয়না।
উত্তর :- (ঘ) আয়না।

১.২ যেটি পরিবেশবান্ধব শক্তির উৎস নয় সেটি হলো -
(ক) সূর্য (খ) বায়ুপ্রবাহ (গ) জীবাশ্ম জ্বালানি (ঘ) জৈব গ্যাস।
উত্তর :- (গ) জীবাশ্ম জ্বালানি। 

১.৩ রূপান্তরিত অর্ধবায়বীয় কান্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো -
(ক) আলু (খ) কচুরিপানা (গ) বেল (ঘ) কুমড়ো।
উত্তর :- (খ) কচুরিপানা।

২. ঠিক বাক্যের পাশে '✔️' আর ভুল বাক্যের পাশে '×' চিহ্ন দাও :

২.১ কোনো দন্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয়।
উত্তর :- ঠিক। ☑️

২.২ কান্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্বমধ্য বলে।
উত্তর :- ভুল। [ × ] 

২.৩ তেঁতুল পাতা হলো একক পত্রের একটি উদাহরণ।
উত্তর :- ভুল। [ × ] 

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কীসের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত - লোহার চেয়ার না কাঠের টুল ? কেন ?
উত্তর :- চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুলের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিৎ, কারণ কাঠ ভালো অন্তরক পদার্থ। কাঠের উপর দাঁড়িয়ে সরবরাহ লাইনের তার স্পর্শ করলে বিদ্যুৎ, সংশ্লিষ্ট ব্যক্তির শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে বাধা পায় তাই সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কাঠের টুলের ওপর দাঁড়িয়ে কাজ করা হয়। 

৩.২ উদ্ভিদের মূলের প্রধান কাজ কী কী ?
উত্তর :- উদ্ভিদের মূলের প্রধান কাজগুলি হল - 
(ক) শাখা-প্রশাখা মূলের সাহায্যে গাছকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আটকে রাখে। 
(খ) মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। 
(গ) শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ কে জাইলেম কলার মাধ্যমে কান্ডে প্রেরণ করে। 

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

৪.১ সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে প্রতিকৃতির কী পরিবর্তন হবে ? ব্যাখ্যা করো।
উত্তর :- সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে প্রতিকৃতি আরো অস্পষ্ট হবে। 
       আসলে ছিদ্র বড়ো হলে তা অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টি রূপে কাজ করে প্রতিটি সূক্ষ্ম ছিদ্র এক একটি আলাদা আলাদা স্পষ্ট প্রতিকৃতি তৈরি করে। ফলে সমস্ত প্রতিকৃতি মিলেমিশে এক অস্পষ্ট প্রতিকৃতি তৈরি করে। 

৪.২ সমুদ্রের মাছ কীভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো।
 উত্তর :- সমুদ্রের মাছ নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করে সেগুলি হল -
(ক) ঘন মূত্র উৎপন্ন করে।
(খ) এদের ত্বক খুব পুরু হয় এবং ত্বকের ওপরে আঁশ ও শ্লেষ্মা ঝিল্লি দেহ থেকে জলের বহির্গমন কে রোধ করে।
(গ) মাছের ফুলকায় উপস্থিত বিশেষ কোনো কোষ বা ক্লোরাইড কোষ cl- ও Na+ আয়ন সক্রিয় পদ্ধতিতে দেহ থেকে মুক্ত করে দেয় ফলে সমুদ্রের তুলনায় এদের দেহ তরলের ঘনত্ব কম থাকে।


  ******* সমাপ্ত *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ