MODEL ACTIVITY TASK CLASS 5 PORIBESH PART 6 ANSWERS
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 6
পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ পশ্চিমবঙ্গে চা চাষ হয় -
(ক) রাঢ় অঞ্চলে (খ) গাঙ্গেয় সমভূমি অঞ্চলে
(গ) উত্তরের পার্বত্য অঞ্চলে (ঘ) উপকূলের সমভূমি অঞ্চলে।
উত্তর :- (গ) উত্তরের পার্বত্য অঞ্চলে ।
১.২ যেটি সমুদ্রের মাছ সেটি হলো -
(ক) পারসে (খ) ট্যাংরা
(গ) রুই (ঘ) সার্ডিন।
উত্তর :- (ঘ) সার্ডিন।
১.৩ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হলো -
(ক) শিক্ষক দিবস (খ) পরিবেশ দিবস
(গ) শিশু দিবস (ঘ) সাধারণতন্ত্র দিবস।
উত্তর :- (ক) শিক্ষক দিবস।
২. শূন্যস্থান পূরণ করো :
২.১ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও ________________।
উত্তর :- বাংলাদেশ।
২.২ বিপ্লবী সূর্য সেন ___________ নামে পরিচিত ছিলেন।
উত্তর :- মাস্টারদা।
২.৩ একটি নিত্যবহ নদীর নাম হলো ________।
উত্তর :- গঙ্গা।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর :-
সুন্দরবন অঞ্চলের মাটির বৈশিষ্ট্য : সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য হল -
(১) সমুদ্রের নোনতা জল মেশায় এই অঞ্চলের মাটি খুব নোনতা হয়।
(২) মাটিতে বালির ভাগ বেশি, কাদার ভাগ খুব কম।
৩.২ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে ?
উত্তর :- লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের জন্য নেওয়া পদক্ষেপগুলি হল -
(১) লুপ্তপ্রায় মাছগুলিকে যাতে অন্য বড় মাছ খেয়ে না ফেলে, তাই তাদের জন্য আলাদা পুকুরের ব্যবস্থা করতে হবে।
(২) বাজারে লুপ্তপ্রায় মাছ যাতে বিক্রয় না হয় ও লুপ্তপ্রায় মাছ ধরার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করতে হবে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি ?
উত্তর :- সাধারণতন্ত্র মানে হল সাধারণ মানুষই দেশ চালাবে। সাধারণ মানুষ ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। স্বাধীন দেশটা আমরা কেমন করে চালাব তার এমন নিয়ম চালু হয়েছিল ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারী। তাই এই দিনটি আমরা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি।
********* সমাপ্ত *******