১. ঠিক উত্তরটি নির্বাচন করো :-
১.১. চাপের SI একক হলো - (ক) নিউটন (খ) নিউটন বর্গমিটার (গ) নিউটন/বর্গমিটার (ঘ) নিউটন/মিটার
উত্তর :- (গ) নিউটন/বর্গমিটার
১.২. আইসোবারদের ক্ষেত্রে যে নীচের কথাটি ঠিক তা হল এদের - (ক) ভর সমান (খ) প্রোটনসংখ্যা সমান (গ) নিউট্রন সংখ্যা সমান (ঘ) ভরসংখ্যা সমান
উত্তর :- (ঘ) ভরসংখ্যা সমান
১.৩. যে কোশীয় অঙ্গানুর মধ্যে পুরোনো জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো - (ক) মাইটোকনড্রিয়া (খ) রাইবোজোম (গ) নিউক্লিয়াস (ঘ) লাইসোজোম
উত্তর :- (ঘ) লাইসোজোম
২. সংক্ষিপ্ত উত্তর দাও :-
২.১. এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে ?
উত্তর :- এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে।
২.২. লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলো - Na, Fe, (H), Cu, Au - এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎধণাত্মক ধাতুটিকে চিহ্নিত করো।
উত্তর :- Na
২.৩. চোখের রেটিনায় উপস্থিত কোন কোশ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে ?
উত্তর :- চোখের রেটিনায় উপস্থিত দন্ডাকার রড কোষ মৃদু আলোয় দর্শনের সাহায্য করে।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :-
৩.১. কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং K রাশিটির SI একক উল্লেখ করো।
উত্তর :- কুলম্বের সূত্রের গাণিতিক রূপ :
F = k°q1°q2 / r2
এখানে, q1 ও q2 হলো তড়িতাহিত বস্তুটির আধানের পরিমাণ, r হল তড়িৎ আহিত বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব, F হলো তড়িৎ আহিত বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল (আকর্ষণ বা বিকর্ষণ বল) এবং K এর মান নির্ভর করে তড়িতাহিত বস্তুর মধ্যবর্তী অঞ্চল কি পদার্থ আছে তার ওপরে।
K রাশিটির একক SI হল নিউটন.(মিটার)2/(কুলম্ব)2
৩.২. খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কী কী বিশেষ বৈশিষ্ট্য দেখা যায় ?
উত্তর :- খুব শুকনো পরিবেশে অর্থাৎ মরু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের দেহেে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি দেখা যায় :
কোন কোন প্রাণীর ত্বক অধিকৃত পুরু হয়, কোন কোন প্রাণীর লেজ চওড়া পুরো হয় এবং লেজে চর্বি সঞ্চিত থাকে, কোন প্রাণীর পা খুব লম্বা হয়, কোন কোন প্রাণীর পিঠে কুচ চর্বি সঞ্চিত থাকে, কোন প্রাণীর চোখের পাতাা স্বচ্ছ হয়, প্রয়োজনমত নাকের ফুটো খুলতে ও বন্ধ করতে পারে।
খুব ঠান্ডা পরিবেশে অর্থাৎ মেরু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের দেহে নিম্নলিখিত বৈশিষ্ট্য দেখা যায় :
কোন কোন প্রাণীর চামড়ার নিচে ফ্যাটের পুরু আস্তরণ থাকে, কোন কোন প্রাণীর চামড়ার উপরে ঘন লোমের দুটো স্তর থাকে, অনেক প্রাণীদের দেহে আন্টিফ্রিজ প্রোটিন থাকে, কোন কোন প্রাণীর পা বরফের জুতোর মত হয়।
৪. তিন - চারটি বাক্যে উত্তর দাও :-
৪.১. সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কীরকমের তা এঁকে দেখাও।
উত্তর :-
জলের অণুর গঠন : অক্সিজেন পরমাণুর শেষ কক্ষে ৬ টি ইলেকট্রন ও হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষে একটি করে ইলেকট্রন আছে। দুটি হাইড্রোজেন পরমাণুর দুটি ইলেকট্রন অক্সিজেন পরমাণু ৬ টি ইলেকট্রনের সাথে যুক্ত হয়। দুটি ইলেকট্রন জোড় গঠন করে সুস্থিত হয় এবং H2O অণু গঠন করে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে।
মিথেন অণুর গঠন : কার্বন পরমাণুর শেষ করে চারটি ও চারটি হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষে একটি করে ইলেকট্রন আছে। চারটি হাইড্রোজেন পরমাণুর চারটি ইলেকট্রন কার্বন পরমাণুর ইলেকট্রন এর সাথে যুক্ত হয়ে চারটি ইলেকট্রন জোড় গঠন করে সুস্থিত হয় এবং CH4 অণু গঠন করে।
অ্যামোনিয়া অণুর গঠন : নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ কক্ষে পাঁচটি ও তিনটি হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষে্ একটি করে ইলেকট্রন থাকে। তিনটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নাইট্রোজেন পরমাণুর ৫ টি ইলেকট্রন এর সাথে যুক্ত হয়ে ৩ টি ইলেকট্রন জোড় গঠন করে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং NH3 অণু গঠন করে।
৪.২. এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো।
উত্তর :-
গঠন : এন্ডোপ্লাজমীয় জালিকা প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত, (১) সিস্টারনি (২) ভেসিকল (৩) টিউবিউল।
(১) সিস্টারনি : এগুলি শাখাবিহীন, লম্বা, চ্যাপটা থলির মত দেখতে।
(২) ভেসিকল : এগুলি গোলাকার বা ডিম্বাকার গহ্বরের মতো দেখতে।
(৩) টিউবিউল : এগুলি শাখাযুক্ত নালিকার গঠনবিশেষ।
অনেক সময় এই তিন ধরনের গঠন একত্রিত হয়ে একটি আকার ধারণ করে। এন্ডোপ্লাজমীয় জালিকাতে রাইবোজোম দানা উপস্থিত থাকলে সেগুলিকে অমসৃণ বা দানাদার এন্ডোপ্লাজমীয় জালিকা বলে। আবার, এতে রাইবোজোম দানা না থাকলে সেগুলিকে মসৃণ বা দানাবিহীন এন্ডোপ্লাজমীয় জালিকা বলে।
কাজ : এন্ডোপ্লাজমীয় জালিকা সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবেে কোশ অঙ্গাণু গঠনেে অংশ নেয়।
সাইটোপ্লাজমের বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়াকে পৃথক রাখে ও দানাদার বা অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে।
****** সমাপ্ত ******