▪️সপ্তম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর - ইতিহাসের ধারণা - প্রতিটি প্রশ্নের মান ১
১. প্রাক-মধ্যযুগ কী নামে পরিচিত ছিল ?
উত্তর :- আদি মধ্যযুগ।
২. সিন্ধুনদের ব-দ্বীপ এলাকাকে কী বলা হত ?
উত্তর :- হিন্দুস্থান।
৩. হেরোডোটাস কোথা থেকে ভারত সম্পর্কে জানতে পেরেছিলেন ?
উত্তর :- পারসিক লেখাপত্র থেকে।
৪. হিন্দুস্থান কথাটি প্রথম কোন্ যুগে চালু হয় ?
উত্তর :- সুলতানি যুগে।
৫. ভারতের প্রাচীন নাম কী ?
উত্তর :- জম্বু দ্বীপ।
৬. 'ইন্ডিয়া' নামটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর :- গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।
৭. ইতিহাসের জনক কাকে বলে ?
উত্তর :- হেরোডোটাস কে।
৮. হর্ষবর্ধনের রাজত্বকালে কোন্ চিনা পর্যটক ভারতে আসেন ?
উত্তর :- হিউয়েন সাঙ।
৯. 'সকলোত্তরপথনাথ' উপাধি কে নিয়েছিলেন ?
উত্তর :- হর্যবর্ধন।
১০. কোন্ রাজা 'গঙ্গাইকোচোল' উপাধি নেন ?
উত্তর :- চোলরাজা প্রথম রাজেন্দ্র চোল।
১১. পাথরের ওপর লেখা লেখকে কী বলে ?
উত্তর :- শিলালেখ।
১২. তামার পাতে লেখা লেখকে কী বলে ?
উত্তর :- তাম্রলেখ।
১৩. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
উত্তর :- হরিষেণ।
১৪. এলাহাবাদ প্রশস্তি কে উৎকীর্ণ করেন ?
উত্তর :- সমুদ্রগুপ্ত।
১৫. প্রাচীন লেখ বা লিপি গুলোকে কী বলা হয় ?
উত্তর :- প্রত্নতাত্ত্বিক উপাদান।
১৬. তাজমহল কে নির্মাণ করেন ?
উত্তর :- মোগল সম্রাট শাহজাহান।
১৭. তাজমহল স্থাপত্যটি আসলে কী ?
উত্তর :- স্মৃতিসৌধ।
১৮. 'হুদুদ অল আলম' গ্রন্থটি কী ধরনের গ্রন্থ ?
উত্তর :- ভূগোল গ্রন্থ।
১৯. 'হুদুদ অল আলম' গ্রন্থটি কবে লিখিত হয় ?
উত্তর :- খ্রিস্টীয় দশম শতকে।
২০. সাসানীয় শাসক কোথায় রাজত্ব করতেন ?
উত্তর :- পারস্যে।
FILE NAME :- সপ্তম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ১ নম্বরের
LANGUAGE :- বাংলা