📚 ADJECTIVE - বিশেষণ 📚
🔘 Adjective :- যে Word কোন Noun বা Pronoun - এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ করে, তাকে Adjective বলে।
🔹যেমন - The boy is tall .
🔘 শ্রেণীবিভাগ Adjective গুলি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত, যথা -
- Proper Adjective,
- Adjectives of Quality,
- Adjectives of Quantity,
- Numeral Adjectives,
- Pronominal Adjectives,
- Emphasizing Adjectives.
1. Proper Adjective :- যেসকল Adjective Proper Noun হতে গঠিত হয়, তাকে Proper Adjective বলে।
2. Adjectives of Quality :- যেসকল Adjective ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ অথবা অবস্থা প্রকাশ করে, তাকে Adjectives of Quality বা Qualitative Adjective বা Descriptive Adjective বলে।
3. Adjectives of Quantity :- যেসকল Adjective দ্বারা পরিমাণ বোঝায়, তাকে Adjectives of Quantity বলে।
4. Numeral Adjectives :- যেসকল Adjective কোন Noun - এর সংখ্যা, স্থান বা পর্যায় বোঝায়, তাকে Numeral Adjectives বলে।
5. Pronominal Adjectives :- যেসকল Adjective Pronoun হতে গঠিত হয়, তাকে Pronominal Adjectives বলে।
6. Emphasizing Adjective :- যেসকল Adjective দ্বারা জোর বা গুরুত্ব বোঝায়, তাকে Emphasizing Adjective বলে।
👉 Pronominal Adjective - কে পাঁচ ভাগে ভাগ করা যায়, যথা -
- Demonstrative Adjectives,
- Distributive Adjectives,
- Possessive Adjectives,
- Interrogative Adjectives,
- Relative Adjectives.
[ A ] Demonstrative Adjectives :- যেসকল Demonstrative Pronoun কোন Noun - এর পূর্বে বসিয়ে ইহাকে Qualify করে, তাকে বলে Demonstrative Adjectives.
[ B ] Distributive Adjectives :- যেসকল Distributive Pronoun যখন কোন Noun - এর পূর্বে বসিয়ে ইহাকে Qualify করে, তখন তাকে Distributive Adjectives বলে।
[ C ] Possessive Adjectives :- My, our, your, his, her, its, their প্রভৃতি Pronoun গুলি সর্বদা Noun - এর পূর্বে বসিয়ে ইহার সহিত সম্বন্ধ প্রকাশ করে (অর্থাৎ, উল্লেখিত Pronoun গুলির পরে কোন না কোন Noun বসবেই), তখন তাকে Possessive Adjectives বলে।
[ D ] Interrogative Adjectives :- যখন কোন Interrogative Pronoun, Adjective রূপে ব্যবহৃত হয় এবং কোন প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায়, তখন তাকে Interrogative Adjectives বলে।
[ E ] Relative Adjectives :- যেসকল Relative Pronoun, Adjective রূপে ব্যবহৃত হয় এবং সেই সঙ্গে দু'টি Sentence কে যুক্ত করে, তাকে Relative Adjectives বলে।
*********** সমাপ্ত ***********
খুব সুন্দর লিখেছেন । আরো বিস্তারিত ভাবে চাই।
উত্তরমুছুনঅবশ্যই বিস্তারিতভাবে নিয়ে আসব, ইনশাআল্লাহ
মুছুন