📚 GENDER OF NOUN - (বিশেষ্যের লিঙ্গ) 📚
🔴 Gender :- যে শব্দ দ্বারা কোন Noun বা Pronoun পুরুষ, স্ত্রী বা এদের কোনটিই নয় অথবা ক্লীব (অবচেতন পদার্থ) কিনা তা বোঝায়, তাকে Gender বা লিঙ্গ বলে।
🔴 প্রকারভেদ :- Gender চার প্রকার, যথা -
- Masculine Gender (পুং লিঙ্গ)
- Feminine Gender (স্ত্রী লিঙ্গ)
- Common Gender (উভয় লিঙ্গ)
- Neuter Gender (ক্লীব লিঙ্গ)।
1. Masculine Gender :- যে Noun দ্বারা শুধুমাত্র পুরুষ জাতি বোঝায়, তাকে Masculine Gender বা পুং লিঙ্গ বলে।
🔹যেমন - Father, Son, Brother etc.
2. Feminine Gender :- যে Noun দ্বারা শুধুমাত্র স্ত্রী জাতি বোঝায়, তাকে Feminine Gender বা স্ত্রী লিঙ্গ বলে।
🔹যেমন - Mother, Daughter, Sister etc.
3. Common Gender :- যে Noun দ্বারা পুরুষ ও স্ত্রী জাতি উভয়কেই বোঝায়, তাকে Common Gender বা উভয় লিঙ্গ বলে।
🔹যেমন - Parent, Friend, Student etc.
4. Neuter Gender :- যে Noun দ্বারা কোনো অবচেতন পদার্থকে বোঝায়, তাকে Neuter Gender বলে।
🔹যেমন - Chair, Table, Book etc.
📚 GENDER CHANGE বা লিঙ্গ পরিবর্তনের নিয়মাবলী 📚
(1) ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে Masculine Gender কে Feminine Gender -এ রূপান্তরিত করা হয়।
🔹যেমন -
(2) Masculine Gender -এর শেষে 'ess' যোগ করে Feminine করা হয়।
🔹যেমন -
(3) Masculine Gender -এর শেষের Syllable - এর Vowel উঠিয়ে ওর সাথে 'ess' যোগ করে Feminine করা হয়।
🔹যেমন -
(4) Masculine Gender - এর শেষ Syllable বাদ দিয়ে ওর সাথে 'ess' যোগ করে Feminine করা হয়।
🔹যেমন -
(5) কতকগুলি Masculine Gender - কে অনিয়মিতভাবে বিশেষ নিয়মে Feminine করা হয়।
🔹যেমন -
(6) Compound Noun - এর Masculine অংশকে Feminine করা হয়।
🔹যেমন -
(7) কতকগুলি Masculine Noun - এর শেষে trix, ine, a প্রভৃতি যোগ করে Feminine করা হয়।
🔹যেমন -
(8) কতকগুলি Noun আছে, যেগুলি Feminine অর্থাৎ এদের কোনো Masculine হয়না।
🔹যেমন -
(9) শিশু, ইতর প্রাণী ও Collective Noun কে Neuter Gender বলে গণ্য করা হয়।
🔹যেমন -
The child is crying for its mother.
(10) নিম্নলিখিত Noun গুলি Common Gender অর্থাৎ, পুরুষ ও স্ত্রী উভয় জাতিরূপে ব্যবহৃত হয়।
🔹যেমন -
------*-------*------ The End ------*------*-------