🌹আদিম যুগের ইতিহাস 🌹
প্রশ্ন :- আদিম মানুষ বেঁচে থাকার জন্য কী করতে শিখল?
উত্তর :- আদিম মানুষ বেঁচে থাকার জন্য দল বাঁধতে বা জোট বাঁধতে শিখল, কথাও বলতে শিখল।
প্রশ্ন :- আদিম মানুষ শীতে কষ্ট পেত কেন?
উত্তর :- শীত বা ঠান্ডার সময় গরম পোশাক ছিল না বলে আদিম মানুষকে শীতে কষ্ট পেতে হত।
প্রশ্ন :- বাচ্চা আর বুড়োরা অনেক সময় পশুদের হাতে মারা পড়ত কেন?
উত্তর :- বাচ্চা আর বুড়োদের যখন দলের সঙ্গে খাবারের খোঁজে দূরে কোথাও যেতে হত, তখন তারা অনেক সময় দল থেকে আলাদা হয়ে পড়ত। আর পশুদের হাতে তারা মারা যেত।
প্রশ্ন :- কোথায় আদিম মানুষ নিরাপদ হল?
উত্তর :- গুহার আশ্রয়ে গিয়ে আদিম মানুষ নিরাপদ হল।
প্রশ্ন :- মানুষ কোথায় কীভাবে আগুন জ্বলতে দেখেছিল?
উত্তর :- ঝড়ের সময় গাছে গাছে ঘষা লেগে যে আগুন জ্বলে উঠত, সেটা মানুষ দেখেছিল।
প্রশ্ন :- দাবানল কাকে বলে?
উত্তর :- মেঘে মেঘে ঘষা লেগে যে বিদ্যুৎ জ্বলে উঠত, তাই ছিটকে এসে গাছে এসে পড়ত আর তা থেকে সব গাছে আগুন ধরে যেত। এই আগুন বাতাসে ছড়িয়ে গিয়ে সবকিছু পুড়িয়ে ছাই করে দিত। বনের এই আগুনই হল দাবানল।
প্রশ্ন :- কখন থেকে মানুষ শিকার করা পশু আগুনে পুড়িয়ে খেতে শিখল?
উত্তর :- দাবানলের আগুন থেকে যেসব জীবজন্তু পালাতে পারত না, তারা ওই আগুনে পুড়ে মারা যেত। গুহাবাসী মানুষ সেই পোড়া মাংস খেয়ে বুঝতে পারল, সেই পোড়া মাংস বেশ নরম, স্বাদও ভালো, খাওয়ার সুবিধাও বেশি আর হজমও হয় সহজে। এসব দেখে গুহাবাসী মানুষ শিকার করা পশু পুড়িয়ে খেতে আরম্ভ করল।
প্রশ্ন :- সভ্যতার প্রথম ধাপ কোথা থেকে শুরু হল?
উত্তর :- আগুন জ্বালাতে শেখা থেকেই শুরু হল সভ্যতার প্রথম ধাপ।
প্রশ্ন :- ঠান্ডার বা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য মানুষ কী উপায় বের করল?
উত্তর :- মরা পশুর চামড়া ছাড়িয়ে কড়া রোদে শুকিয়ে গুহাবাসী মানুষ ভালো করে গায়ে জড়িয়ে নিত। এভাবেই তারা ঠান্ডা বা বৃষ্টির হাত থেকে নিজেদের বাঁচাত। এভাবেই শুরু হল পোশাকের ব্যবহার।
প্রশ্ন :- গুহাবাসী মানুষ অবসর সময় কীভাবে কাটাত?
উত্তর :- কাঠকয়লা, গেরিমাটি ইত্যাদি দিয়ে তারা গুহার দেওয়ালে ছবি আঁকত।
************ সমাপ্ত *************
Very nice.
উত্তরমুছুনদাবানল কাকে বলে?
মুছুন