Anwar Study Point

সফলতার সাথী

Breaking

শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

জেনারেল স্টাডিজ গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর


🔴গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর👇👇:: সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী 👇

১. কৃত্রিম ভাবে ফল পাকানোর জন্য নীচের কোনটি ব্যবহার করা হয় ?
উত্তর . ইথিলিন

২. দাঁতের ডাক্তারেরা দাঁত পরীক্ষার জন্য কোন ধরণের দর্পণ ব্যবহার করেন ?
উত্তর . অবতল

৩. জাতীয় যুব দিবস কোন দিন পালিত হয়?
উত্তর . 12 january

৪. এই ধরনের টপোলজি যেখানে প্রতিটি নোড অন্য নোডের সাথে সংযুক্ত থাকে তাকে ___ বলে?
উত্তর . রিং

৫. বিশ্বে প্রথম কোন মহিলা এভারেস্টে আরোহন করেন?
উত্তর . জুনকো তাবেই

৬. কোন যৌগিক পদার্থে তাপ প্রয়োগে রাসায়নিক পরিবর্তন সাধিত হয়?
উত্তর . লেড নাইট্রেট

৭. Boat Racing নীচের কোন উৎসবের একটি বিশেষ বৈশিষ্ট?
উত্তর . ওনাম

৮. "Freedom Behind Bar" বইটি কার লেখা?
উত্তর . কিরণ বেদী

৯. UN General Assembly তে প্রথম কোন ভারতীয় হিন্দিতে কথা বলেছিল?
উত্তর . অটল বিহারী বাজপাই

১০. Bose Institute কোথায় অবস্থিত?
উত্তর . কলকাতা

১১. কোন ভিটামিনটিতে কোবাল্ট থাকে ?
উত্তর . B12

১২. প্রথম জনগননা কতসালে হয়?
উত্তর . 1871

১৩. ক্যালকাটা মাদ্রাসা 1780 সালে প্রতিষ্ঠা হয়, যার বর্তমান নাম কী?
উত্তর . আলিয়া বিশ্ববিদ্যালয়

১৪. DRDO কতসালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর . 1958

১৫. সম্প্রতি বিক্রমজীত করাম্পাল মারা যান তিনি কিসের সাথে সম্পর্কিত ছিল ?
উত্তর . অভিনেতা

১৬. তৃতীয় গোলটেবিল বৈঠক কবে আয়োজন করা হয়েছিল?
উত্তর . 1932

১৭. লাক্ষা দ্বীপপুঞ্জ হল - 
উত্তর . প্রবাল দ্বীপপুঞ্জ

১৮. প্রথম কোন ভারতীয় সিভিল সার্ভিসে যোগ দেন?
উত্তর . সত্যেন্দ্রনাথ ঠাকুর

১৯. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল ?
উত্তর . হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি

২০. "জন-গন-মন.." কে National Anthem এর মর্যাদা দেওয়া হয় কবে?
উত্তর . 1950, 24th January

২১. "সত্যমে জয়তে" কোথা থেকে নেওয়া হয়েছে?
উত্তর . মুন্ডক উপনিষদ

২২. Ease of Doing Business report or index কে প্রকাশ করে?
উত্তর . World Bank

২৩. ASCII হল কয়টি বিটের কোড?
উত্তর . 8 বিট

২৪. গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন সিটিজেন অ্যাওয়ার্ড 2021-এ কাকে সম্মানিত করা হয়েছে? 
উত্তর . বিরল সুধীরভাই দেশাই
 
২৫. বৈদিক যুগে মানুষ যে কর দিত সেটি হল-
উত্তর . Bali

২৬. হলুদ বিপ্লব কোনটির ক্ষেত্রে হয়?
উত্তর . তৈলবীজ

২৭. গয়টার রোগের ট্রিটমেন্ট করা হয় কোন আইসোটোপে সাহায্যে?
উত্তর . I 131

২৮. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর . নকরেক

২৯. মুখ্য নির্বাচন কমিশনার হলেন-
উত্তর . রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন