জিকে প্রশ্নোত্তর 'কারেন্ট অ্যাফেয়ার্স'
নভেম্বর ২৬, ২০২৩
0
⏰♻️ ⏰♻️
🌉আজকের কারেন্ট অ্যাফেয়ার্স🌉
1. ভারতে সংবিধান দিবস পালন করা হয় ২৬শে নভেম্বর
2.২০২৪ সালে International Sugar Organisation-এর চেয়ারম্যান হবে ভারত
3. নেপালের সাথে 17th SURYA KIRAN নামে মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত
4. বন্ধন ব্যাঙ্কের MD এবং CEO পদে পুনরায় নিযুক্ত হলেন চন্দ্র শেখর ঘোষ
5. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Imad Wasim পাকিস্তানের খেলোয়াড়
6.Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI)-র প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন অনীশ শাহ
7.AS-IT-IS Nutrition কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন রবীন্দ্র জাদেজা
৪. মোজাম্বিকে ভারতের হাই কমিশনার হিসাবে নিযুক্ত হলেন Robert Shetkintong
9. উত্তর প্রদেশের প্রথম সোলার এক্সপ্রেসওয়ে হতে চলেছে Bundelkhand Expressway
10."India's Most Innovative Tile Brand"-এর তকমা পেল Qutone Tiles কোম্পানি