Type Here to Get Search Results !

Class 8 Science Model Activity Task Part 7 / মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণি বিজ্ঞান পার্ট 7


MODEL ACTIVITY TASK CLASS 8 SCIENCE PART 7 ANSWERS


Model Activity Task Part 7 
অষ্টম শ্রেণি
পরিবেশ ও বিজ্ঞান 

১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১ আপেক্ষিক তাপের একক হলো -
(ক) ক্যালোরি g  °C
(খ) ক্যালোরি / g  °C
(গ) ক্যালোরি g / °C
(ঘ) ক্যালোরি °C / g

উত্তর :-

১.২ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণের সময় -
(ক) অ্যানোডে সোডিয়াম উৎপন্ন হয়
(খ) অ্যানোডে বিজারণ ঘটে
(গ) ক্যাথোডে জারণ ঘটে
(ঘ) অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়।

উত্তর :-

১.৩ ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী সেটি হলো -
(ক) অ্যানোফিলিশ মশা
(খ) কিউলেক্স মশা
(গ) এডিস মশা
(ঘ) বেলেমাছি।

উত্তর :-

২. ঠিক বাক্যের পাশে '✔️' চিহ্ন আর ভুল বাক্যের পাশে '❌' চিহ্ন দাও :

২.১ অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। 
উত্তর :-

২.২ সবুজ চায়ে ভিটামিন K পাওয়া যায়।
উত্তর :-

২.৩ অপরিশোধিত ময়লা জল সরাসরি মাছ চাষে ব্যবহার করা হয়। 
উত্তর :-

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো।
উত্তর :-

৩.২ CuSO4 + Fe = Cu + FeSO4 বিক্রিয়াটির ক্ষেত্রে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটির সমীকরণ লেখো।
উত্তর :-

৩.৩ ডায়ারিয়া হলে কী কী সমস্যা দেখা দিতে পারে ?
উত্তর :-

৩.৪ মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে দুটো পার্থক্য উল্লেখ করো। 
উত্তর :-

৪. তিনটি - চারটি বাক্যে উত্তর দাও :

৪.১ তিনটি পর্যবেক্ষণ উল্লেখ করো যা থেকে প্রাথমিকভাবে মনে করা যেতে পারে যে কোনো পরিবর্তন রাসায়নিক পরিবর্তন। 
উত্তর :-

৪.২ "রাসায়নিক দমন পদ্ধতিতে ফসল-ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হয়" - তাহলেও এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয় কেন ?
উত্তর :-



👉 কিছুদিন পর উত্তরগুলো দেওয়া হবে। উত্তরগুলো পেতে আমাদের সাথেই থাকুন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ