মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2nd Series /Part 5
নবম শ্রেণি
ভৌতবিজ্ঞান
১. ঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ জলের যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো -
(ক) জলের ঘনত্ব (খ) জলের সান্দ্রতা (গ) জলের তাপ পরিবাহিতা (ঘ) জলের পৃষ্ঠটান।
উত্তর :- (ঘ) জলের পৃষ্ঠটান।
১.২ নীচের যে মিশ্রণটি একটি অদ্রব বা ইমালশনের উদাহরণ সেটি হলো -
(ক) কুয়াশা (খ) ধোঁয়াশা সমান (গ) দুধ (ঘ) জল ও চিনির সম্পৃক্ত মিশ্রণ।
উত্তর :- (গ) দুধ।
১.৩ শক্তির মাত্রীয় সংকেত হলো -
(ক) MLT (খ) ML-2T (গ) MLT-2 (ঘ) MT-2T
উত্তর :- (গ) MLT-2
২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও :
২.১ SI এককে এক মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর কত ?
উত্তর :- 44 × 10^-3 kg
২.২ রাবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে ?
উত্তর :- ইস্পাতের।
২.৩ একটি অ্যাসিড লবণের সংকেত লেখো।
উত্তর :- NaHCO3 সোডিয়াম বাই কার্বনেট।
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ এক লিটার দ্রবণে 18 g গ্লুকোজ (আণবিক ওজন 180) আছে। দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করো।
উত্তর :-
1 লিটার দ্রবণে গ্লুকোজ আছে 18g
গ্লুকোজের আণবিক ওজন = 180
1 মোল গ্লুকোজ = 180 g
180 g গ্লুকোজ = 1 মোল
1g গ্লুকোজ = (1/180) মোল
18g গ্লুকোজ = (18/180) মোল = 0.1 মোল
1 লিটার দ্রবণে দ্রবীভূত গ্লুকোজের পরিমাণ 0.1 মোল
প্রদত্ত দ্রবণের মাত্রা 0.1 মোল/লিটার
৩.২ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিড আছে। একটি রাসায়নিক পরীক্ষায় এই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কী বিকারক ব্যবহার করবে ? সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটির উল্লেখ করো।
উত্তর :- বিকারক : বেরিয়াম ক্লোরাইড (BaCl2) বিকারক হিসেবে ব্যবহার করা হলো
সমীকরণ : H2So4 + BaCl2 = BaSo4 + 2HCl
লঘু HCI এর জলীয় দ্রবনে BaCl2 যোগ করা হলে কোন অধঃক্ষেপ পড়ে না।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :-
৪.১ একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে m ও M, বস্তুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্নয় করো।
উত্তর :-
আমরা জানি, হালকা বস্তুর ভর = m
ভারী বস্তুর ভর = M
ধরি, বস্তু দুটির ভরবেগ = p
হালকা বস্তুর গতিশক্তি, E1 = (p2/2m)....... (i)
ভারী বস্তুর গতিশক্তি, E2 = (p2/2M).........(ii)
(i) + (ii) করে পাই,
(E1/F2) = (M/m) > 1
E1> E2
বস্তুটির ভরবেগ সমান হলে হালকা বস্তুটির গতিশক্তি গতিশক্তি বেশি
****** সমাপ্ত *****