Type Here to Get Search Results !

Class 4 Bengali 2nd Series Model Activity Task Part 5 Answers



   মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2nd Series /Part 5
  চতুর্থ শ্রেণি
  বাংলা (প্রথম ভাষা)  

নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১. 'সেই স্তব্ধতার মধ্যে উবার ফিশফিশ গলা শুনতে পেলাম' - উবা কোন্ কথা ফিশফিশে বলে উঠেছে ?
উত্তর :- অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে উক্ত কথায় উবা ফিসফিস করে বলেছিল 'বোতো! বোতো!' । অর্থাৎ উবা জলের দিকে আঙুল দেখিয়ে বলতে চাইছিলো যে বোতোকে দেখা যাচ্ছে।

২. 'জলের নীচে বোতোকে দেখতে দেখতে আমি মনে মনে বললাম...' - কথক মনে মনে কী বলেছিল ?
উত্তর :- অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্প কথক মনে মনে বলেছিলেন যে বোতো যদি সত্যিই আমাজনের রক্ষাকর্তা হয় তাহলে সে যেন কথক কে তার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় বলে দেয়।

৩. 'আমি সাগর পাড়ি দেবো' - বক্তার সাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্য কী ?
উত্তর :- কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেবো কবিতায় বক্তার সাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্য হলো বক্তা নিজেকে সওদাগর কল্পনা করে তার সপ্ত মধুকর ডিঙা সাগরে ভাসিয়ে দিতে চান। বক্তা চান সমস্ত ঘাটে সারা বিশ্বজুড়ে চলবে তার কেনাবেচা সমুদ্রের ঢেউয়ের দোলায় তার ময়ূরপঙ্খী বজরা বাণিজ্য করে বেড়াবে এবং তিনি দুর্মূল্য রত্ন মানিক আহরণ করবেন। এছাড়াও তিনি চান দ্বীপে দ্বীপে সকলে তার আগমনের প্রত্যাশা করে থাকবে এবং শুক্তি বা ঝিনুক তাকে নজরানা হিসাবে মুক্তামালা উপহার দিবে।

৪. 'দক্ষিণ মেরু অভিযান' গদ্যাংশে এঁদের নাম কোন্ কোন্ প্রসঙ্গে এসেছে ?

নাম

প্রসঙ্গ

১. সার ক্লেমেন্টস মার্কহাম


২. আর্নস্ট স্যাকলটন


৩. উইলসন


৪. ইভানস


৫. আমুন্ডসেন



উত্তর :-

নাম

প্রসঙ্গ

১. সার ক্লেমেন্টস মার্কহাম

রয়েল জিওগ্রাফিকাল সোসাইটির প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্টস মার্কহামের সঙ্গে লন্ডনের রাস্তায় স্কটের দেখা হয়েছিল এবং তিনি স্কট কে অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন। 

২. আর্নস্ট স্যাকলটন

ডিসকভারি নামক জাহাজের একজন খুব বড় নাবিক ছিলেন স্যার আর্নস্ট স্যাকলটন। 

৩. উইলসন

ডিসকভারি নামক জাহাজের একজন খুব বড় নাবিক ছিলেন স্যার আর্নস্ট স্যাকলটন । উইলসন স্কট ও স্যাকলটন সঙ্গে ১৯ টি কুকুর নিয়ে ১৯০২ সালের নভেম্বর মাসে শ্লেজযাত্রার আয়োজন করেছিলেন। 

৪. ইভানস

অনাহারে সর্ব শরীর অবসন্ন হওয়াতে দক্ষিণ মেরু অভিযানের পর ইভানস পাড়ি দিয়েছিলেন এবং তুষার এসে তার মৃতদেহের উপর কবর রচনা করেছিল। 

৫. আমুন্ডসেন

দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তার গৌরব অর্জন কারি ছিলেন নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন। 


৫. 'আলো' নাটকের পাত্র-পাত্রী কারা ? তাদের মধ্যে কাকে তোমার সবচেয়ে ভালো লেগেছে এবং কেন ?
উত্তর :- লীলা মজুমদারের লেখা 'আলো' নাটকে পাত্র-পাত্রী হল পিসি শন্তু, নিতাই, গুরুমশাই এছাড়া বেড়াল গায়কগণ ইত্যাদি। এদের মধ্যে পিসিকে আমার সবচেয়ে ভালো লেগেছে কারণ পিসির কথা শুনে শন্তু ভয় উপেক্ষা করতে পেরেছে। শন্তুর পিসি তাকে জানান যে তার বাবা-মা বিদেশে গেলে তার দাদুই একদিন তাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন। দাদু তাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করেছিলেন। তিনি কিনা আজ ঔষুধের অভাবে বিনা চিকিৎসায় মারা যাবেন। এই কথা শুনে শন্তুর ভয় কেটে ছিল।

৬. '... আমাদের দলটা চলল সেজোপিসিমার বাড়ির দিকে।' - সেজোপিসিমার বাড়ি কোন্ গ্রামে ? তাঁর বাড়ি যাওয়ার পথে কী ঘটেছিল ?
উত্তর :- মণীন্দ্র গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার : বর্ষায় শীর্ষক সব গল্পে সেজো পিসির বাড়ি চন্দ্রহার গ্রামে। সেজো পিসির বাড়ি যাওয়ার পথে বিকেল বেলায় ঝড় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি ঝেপে এলে তারা গাছ তলায় দাঁড়ান এবং দেখতে পান দূরের মাঠে জল দাঁড়িয়ে গেছে। বৃষ্টিতে মাঠের গোড়ালি ডোবা জলে পুকুর থেকে আসা কই মাছগুলিকে কথকরা তাদের উল্টানো ছাতার মধ্যে ভরে নেন।

***** সমাপ্ত *****

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ