মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2nd Series
পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
১. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো :
উত্তর :-
২. ঠিক বাক্যের পাশে '✔️' আর ভুল বাক্যের পাশে '×' চিহ্ন দাও :
২.১ মানুষের বুদ্ধি হলো একটা সম্পদ।
উত্তর :- ✔️
২.২ দিঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজুবাদাম চাষ হয়।
উত্তর :- ✔️
২.৩ প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হত গান্ধীবুড়ি।
উত্তর :- [ × ]
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয় ?
উত্তর :- বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির বন্ধু পোকাগুলো মারা যায়।
৩.২ কী উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল ?
উত্তর :- বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ পর্বতের মাথায় বরফ জমে কেন ?
উত্তর :- পুকুর-নদী-সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরের বাতাস ঠান্ডা হওয়ায় সেই বাষ্প জমে জল হয়। পর্বতের মাথায় ঠান্ডাা বেশি বলে তুষারপাত হয়, তুষার জমে বরফ হয়ে যায়।
👉 Model Activity Task Class 5 Bengali 2nd Series Answers
👉 Model Activity Task Class 5 Math 2nd Series Answers
👉 Model Activity Task Class 5 Health and Physical Education 2nd Series Answers
******* সমাপ্ত *****