Model Activity Task Class 3 part 4 New Math
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১
গণিত
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) :
(ক) নীচের সংখ্যা চারটির তিন অঙ্কের সংখ্যাটি হলো - (a) ০১২ (b) ১০২ (c) ০১ (d) ১০
উত্তর :- (b) ১০২
(খ) ২,৩,৪ সংখ্যা তিনটি দিয়ে গঠিত তিন অঙ্কের সবথেকে বড়ো সংখ্যাটি হলো - (a) ২৩৪ (b) ৩৪২ (c) ৪৩২ (d) ৪২৩
উত্তর :- (c) ৪৩২
(গ) ২৩৮ ÷ ৩ করলে আমরা পাবো ২৩৮ = ৩ × ৭৯ + ১ এখানে ভাগফল হলো - (a) ২৩৮ (b) ৩ (c) ৭৯ (d) ১
উত্তর :- (c) ৭৯
(ঘ) শচীনের রান ১২৮। ২ - এর স্থানীয় মান - (a) ১-এর স্থানীয় মান থেকে বেশি (b) ১-এর স্থানীয় মান থেকে কম (c) ২ (d) ২০০
উত্তর :- (b) ১-এর স্থানীয় মান থেকে কম।
২. সত্য/মিথ্যা লেখো :
(ক) ৯৯-এর পরের সংখ্যাটি দুই অঙ্কের।
উত্তর :- মিথ্যা।
(খ) ৩০২ - কে স্থানীয় মানে বিস্তার করে লিখলে পাবো ৩০ + ০ + ২ ।
উত্তর :- মিথ্যা।
(গ) ৫৫৫ + ৫ এই যোগফলে এককের ঘরের অঙ্কটি ০ ।
উত্তর :- সত্য।
(ঘ) দ্রাবিড়ের রান ১১৯ এবং লক্ষ্মণের রান ১১১ হলে, লক্ষ্মণের রান দ্রাবিড়ের রান থেকে ৮ রান কম।
উত্তর :- সত্য।
৩. স্তম্ভ মেলাও (যে কোনো ৩ টি) :
৪. (ক) ছোটো থেকে বড়ো সাজাও : ৪২৩, ২০৫, ২৩৬, ৫৮৬
উত্তর :- ২০৫, ২৩৬, ৪২৩, ৫৮৬
(খ) সাজিয়ে বিয়োগ করো : ৫০১ - ২৯
উত্তর :- ৫০১
- ২৯
৪ ৭ ২
(গ) আজ মাসুমের জালে ১৯৮ টি রুই মাছ উঠেছে আর দীপুর জালে ১৭৬ টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে ?
উত্তর :-
মাসুমের জালে ১৯৮ টি রুই মাছ
দীপুর জালে - ১৭৬ টি রুই মাছ
= ২২ টি রুই মাছ
.
. . মাসুমের জালে ২২ টি রুই মাছ বেশি উঠেছে।
******* সমাপ্ত ******