Type Here to Get Search Results !

Number কাকে বলে? Number কয় প্রকার ও কী কী? Singular কে Plural করার নিয়ম ।


🔴 Number  :- যা দ্বারা কোন প্রাণী বা বস্তুর সংখ্যা বোঝায়, তাকে Number বলে। 

🔴 প্রকারভেদ  :- Number দুই প্রকার, যথা - (i) Singular Number, (ii) Plural Number. 

(i) Singular Number  :- যে Noun দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, তাকে Singular Number বলে। 
🔹যেমন - Book, Box, Lady, Boy. 

(ii) Plural Number  :- যে Noun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, তাকে Plural Number বলে।
🔹যেমন - Books, Boxes, Ladies, Boys. 

📚 Singular কে Plural করার নিয়ম  📚

(1) সাধারণত Singular Noun - এর শেষে S যোগ করে Plural করতে হয়। 
🔹যেমন - Book - Books. 

(2) যে সমস্ত Singular Noun - এর শেষে S, SS, Sh, Ch, X বা Z থাকে, তাদের শেষে "es" যোগ করে Plural করতে হয়। 
🔹যেমন - Box - Boxes. 

📖 ব্যাতিক্রম  :- কিন্তু, Singular Noun - এর শেষে Ch - এর উচ্চারণ "ক" - এর মত হলে শুধুমাত্র "S" যোগ করে Plural করতে হয়। 
🔹যেমন - Stomach - Stomachs. 

(3) কোন Noun এর শেষে "Y" থাকলে এবং  "Y" এর আগে Consonant থাকলে "Y" - কে " i " করতে হবে এবং পরে "es" যোগ করে Plural করতে হয়। 
🔹যেমন - Lady - Ladies. 

📖 ব্যাতিক্রম  :- কিন্তু, "Y" - এর আগে Vowel থাকলে (Y একই রেখে) শুধু "S" যোগ করে Plural করতে হয়। 
🔹যেমন - Monkey - Monkeys. 

(4) কোন Noun এর শেষে "F" বা "Fe" থাকলে Plural করার সময় "F" বা "Fe" - এর স্থানে "V" বসাতে হবে এবং পরে "es" যোগ করতে হয়। 
🔹যেমন - Self - Selves. 

📖 ব্যাতিক্রম  :- কিন্তু, Noun এর  শেষে যদি "f, fe, ief, ff, oof, rf, eef থাকে, তবে Plural করার সময় শুধুমাত্র  "S" যোগ করতে হয়।
🔹যেমন - Chief - Chiefs.

👉 কিন্তু, এই নিয়মেরও ব্যাতিক্রম আছে। যেমন - Thief এর Plural (বহুবচন) Thieves.

(5) কোন Noun এর শেষে যদি "O" থাকে এবং "O" এর আগে Consonant থাকে, তবে Plural করার সময় "es" যোগ করতে হয়।
🔹যেমন - Mango - Mangoes.

👉 কিন্তু, ‍এই নিয়মেরও ব্যাতিক্রম আছে। যেমন - Photo - Photos.

(6) কোন Noun - এর শেষে যদি "O" থাকে এবং "O" এর আগে Vowel থাকে, তবে Plural করার সময় শুধুমাত্র   "S" যোগ করতে হয়।
🔹যেমন - Bamboo - Bamboos.

(7) কতকগুলি Noun এর শেষে "en, ren, ne" যোগ করে Plural করতে হয়।
🔹যেমন - Ox - Oxen, 
                          Child - Children,
                   Cow - Kine.

(8) কতকগুলি Noun এর মধ্যবর্তী Vowel কে পরিবর্তন করে Plural করতে হয়।
🔹যেমন -                                 
Man - Men
Woman - Women
Foot - Feet
Tooth - Teeth
Goose - Geese
Louse - Lice
Mouse - Mice
Mr. - Messrs
Madam - Mesdams.

(9) কতকগুলি Compound Noun এর প্রধান শব্দটির শেষে "S" যোগ করে Plural করতে হয়।
🔹যেমন -                             
Brother-in-law  -  Brothers-in-law
Commander-in-chief  -  Commanders-in-chief
Maid-servant  -  Maid-servants.

(10) Compound word এর শেষ শব্দ Man (মানুষ) বোঝালে Man কে Men করে Plural করতে হয়।
🔹যেমন - Englishman - Englishmen,
              Fisherman - Fishermen.

📖 ব্যাতিক্রম    :- কিন্তু, Man দ্বারা মানুষ না বোঝালে Man এর শেষেে শুধু "S" যোগ করে Plural করতে হয়।
🔹যেমন - German - Germans.

(11) Compound word এর শেষে "ful" থাকলে Plural করার সময় "S" যোগ করতে হয়। 
🔹যেমন - Handful - Handfuls. 

📚 অতিরিক্ত নিয়ম  📚

1. কতকগুলি Compound Noun এর শেষে শুধু "S" বসিয়ে Plural করতে হয়। 
🔹যেমন -                                  
Forget-me-not  -   Forget-me-nots. 
Book-shelf  -   Book-shelfs. 
Governor-general  -   Governor-generals. 

2. অনেক সময় Compound Noun এর প্রত্যেকটিকে Plural করতে হয়। 
🔹যেমন -                                
Man-servant  -   Men-servants. 
  Lord-justice  -   Lords-justices. 
Woman-servant  -   Women-servants. 

3. কতকগুলি Noun এর Singular - এ এক অর্থ   কিন্তু, Plural এ বিভিন্ন অর্থ হয়। 
🔹যেমন -                          
Brother  -  Brothers (সহোদর ভাইগণ), Brethren (এক সমাজের সকল লোক)। 

Cloth  -   Cloths (খন্ড কাপড়সমূহ), Clothes (পোষাকগুলি) ।

Die  -  Dies (মুদ্রার ছাপসমূহ), Dice (পাশার গুটিসমূহ) ।

Staff  -   Staffs (কর্মচারীবৃন্দ), Staves (লাঠিগুলি) ।

Fish  -   Fish (একজাতীয় মাছ সমূহ), Fishes (ভিন্ন ভিন্ন মাছসমূহ)। 

4. কতকগুলি Noun এর Singular এ দু'টি অর্থ কিন্তুু, Plural এ একটি অর্থ প্রকাশ পায়। 
🔹যেমন -                                 
Abuse - (অপব্যবহার,তিরস্কার)  -   Abuses (অপব্যবহারসমূহ) 

Foot - (পা, পদাতিক সৈন্য)  -  Feet (পা-গুলি) 

Force (সৈন্য, শক্তি)  -   Forces (সৈন্যগণ) 

Horse (ঘোড়া, অশ্বারোহী)  -  Horses (ঘোড়াগুলি) 

People (জাতি, লোকসকল)   -   Peoples (জাতিপুঞ্জ/জাতিসমূহ) ।

5. কতকগুলি Noun আছে, যাদের Singular এ একটি অর্থ কিন্তুু, Plural এ দুটি অর্থ হয়। 
🔹যেমন -                               
Arm (বাহু) - Arms (বাহুগুলি, অস্ত্রশস্ত্র)

Colour (বর্ণ) - Colours (বর্ণসমূহ, পতাকা) 

Custom (রীতি) - Customs (রীতিসমূহ, শৃঙ্খল) 

Manner (পদ্ধতি) - Manners (পদ্ধতিসমূহ, ব্যবহার) 

Circumstance (ঘটনা) - Circumstances (ঘটনাসমূহ, অবস্থা) 

Spectacle (দৃশ্য) - Spectacles (দৃশ্যসমূহ, চশমা)। 

6. Belongings (অধিকারভুক্ত জিনিসপত্র), Savings (সঞ্চয়), Earnings (আয়), Surroundings (পরিবেষ্টনী), Vegetables (শাকসব্জি)  সর্বদা Plural এ ব্যবহার হয়।

7. কতকগুলি Noun এর Singular এ এক অর্থ এবং Plural এ অন্য অর্থ হয়।
🔹যেমন -                            
Advice (উপদেশ) - Advices (ব্যবসা সংক্রান্ত সংবাদ) 
Good (ভালো) - Goods (মালপত্র) 
Corn (শস্য) - Corns (পায়ের কড়া) 
Return (প্রত্যাবর্তন) - Returns (নির্দিষ্ট সময়ের বিবরণী) 
Sand (বালি) - Sands (সমুদ্র তীর) 
Iron(লোহা) - Irons (শিকল) 

8. Aristocracy, artillery, cattle, mankind, nobility, peasantry, people, majority, public, gentry, police ইত্যাদি আকারে Singular হলেও সর্বদা Plural অর্থে ব্যবহৃত হয়ে থাকে।

9. প্রতিজ্ঞা অর্থেে word এর Plural হয়না।

10. Furniture, Scenery, bread, poetry, expenditure, machinery প্রভৃতি Noun গুলির Plural Form নেই,  সর্বদাই Singular অর্থে ব্যবহৃত হয়।

11.  সাধারণ অর্থে Brick, Hair, Fruit, Bread, Flower, Alphabet.

12. Physics, Economics, Optics, Mathematics, News, Gallows প্রভৃতি  দেখতে Plural হলেও এরা Singular এর মতো ব্যবহৃত হয়।

13. Alms, Amends, Thanks, Scissors, Trousers, Wages, Spectacles প্রভৃতি  সর্বদা Plural অর্থে ব্যবহৃত হয়। এদের কোন Singular Form নেই।

14. Letter ও Figure(অঙ্ক) এর শেষে "S" যোগ করে Plural করতে হয়।

15. একাংশ   ব্যতীত সকল ভগ্নাংশই Plural অর্থে ব্যবহৃত হয়।

16. নির্দিষ্ট দৈর্ঘ বা পরিমাণ বোঝাতে কোন Noun দেখতে Plural হলেও তা Singular অর্থে ব্যবহৃত হয়।

📚 কতকগুলি বিদেশী শব্দের Plural  📚

Analysis - Analyses
Agendum - Agenda
Basis - Bases
Datum - Data
Medium - Media
Crisis - Crises
Oasis - Oases
Formula - Formulae/Formulas
Syllabus - Syllabi
Memorandum - Memoranda
Thesis - Theses
Erratum - Errata. 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ